শৃংখলে দায়বদ্ধ সামাজিক বন্ধন-
মোহ-মায়ায় পরাগরেণু বিস্ফোরন
বিবর্তনের আদিতে ছিল নবজন্ম !
চক্রাকারে সাগরের পানি বাষ্প-
আর ঐ বাষ্প ফের জমাটাকার;
অতঃপর বৃষ্টির ফোটায় ফোটায়!
ল্যান্ডস্কেপএ সোনালী শস্যের ঢেউ,
বেকাবু যৌবনে টলমলে উত্তাল নদী;
জাগতিক টানাপোড়েনে ছিন্ন সংসার!
মহাশূণ্যে আসীন হওয়ার লক্ষ্যে
উচ্চতায় আতংকিত মানবপ্রাণও-
কর্পূরএর মতো উবে যায় চকিতেই !
😐
😀
:clap:
সৈয়দ সাফী
জীবনটা লাইফ হয়ে গেল 😀
কবিতা ভল হয়েছে ভাইয়া :thumbup:
ভালই বলেছো আদনান।
লাইফ বলো জীবন বলো - সুন্দর হোক সব সময় -
এই কামনা করি।
সৈয়দ সাফী
মানুষের অতি সাংসারিক চরিত্রের মধ্যেও উচ্চাশা আর আকাঙ্ক্ষা কেমন কেমন করে খাপ খেয়ে যায়।
অন্তর্গত বিস্ময়!
খুব দারুন করে বললে পেন্সিল।
ভাল লাগলো।
ভাল থেকো প্রিয়।
সৈয়দ সাফী
উপ্স!
কি কঠিন আর সুন্দর কবিতা!
সিসিবিতে কবিতার বৈচিত্র্য লক্ষ্য করার মতো।
দাদা,
আপনার প্রশ্রয়ে অভ্যস্ত হয়ে পড়ছি। 🙂
বিনীত ধন্যবাদ জানুন।
সৈয়দ সাফী
জীবন আর জীবিকা...... :dreamy:
দারুণ লাগল কবিতাটা। :boss: :boss:
অনেক ধন্যবাদ তানভীর।
শুভেচ্ছা নিও।
সৈয়দ সাফী
ওবায়দুল্লাহ, ভালো লাগলো। :boss: :boss: :boss:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার নিয়মিত উপস্থিতি রীতিমত টনিকের মত কাজ করে আমার কাছে।
বিনীত ধন্যবাদ ভাইয়া।
সৈয়দ সাফী
আমার অক্ষমতাই বোধ করি, ৪টা আলাদা আলাদা অনুকাব্য মনে হল। একটা uniform(বাংলা করতে পারছি না) ভাব বের করতে পারলাম না 🙁
তোমার বিনয়টুকু বাদ দিলে - কবিতার পাঠক হিসেবে তুমি অবশ্যই বিচক্ষন ভাইয়া।
তুমি তাই - আলাদা অনুকাব্য হিসেবেই ধরে নাও এদের।
🙂
সৈয়দ সাফী
ভাইয়া ভালো লাগলো :clap: 🙂
অনেক ধন্যবাদ ভাবী আপনাকে।
সৈয়দ সাফী