ডীম লাইটের আবছা আলোয়
একেকটি দীর্ঘরাত্রি শুরু হয়।
অতঃপর কাটে নির্ঘুম প্রহর-
বাইরে এক রাশ অন্ধকার,
একটু দূরে কিছু ঝিঝি পোকা।
দুবার কয়েল সারানো ফ্যানটা
শ্লথ গতিতে দুলে দুলে ঘুরছে।
প্রতি তিন কি চার পাকে পাকে
ক্যাঁচ করে আওয়াজ তুলে, সে তাই
বাহবা দিচ্ছে- সবুজ মিস্ত্রীর ঝানু কীর্তিকে।
দেয়াল ঘড়ির নিঃশেষ প্রায় ব্যাটারীর সুবাদে
বেসুরো ঢং এ বেলা পেরুনোর উপহাস।
ধীরে ধীরে রক্তে নিকোটিন বেড়ে যায়;
আজকাল মশারাও গায়ে বসে না,
শুধু কানের কাছে এসে গোঁ গোঁ !
নিষ্পলক চোখের ত্রিসীমানায় ভিড়ে না কোন স্বপ্ন।
জানালার গ্রীল বেয়ে ঘরে প্রবেশ করে চুপিসারে
বিফলে যাওয়া মধ্যবয়সী চাঁদের হলদে আলো।
এভাবেই দারুন অপচয়ে রাত ভোর হয়ে যায়-
দিনে দিনে কেমন যেন অচেনা এই আমি !!
:hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আহসান।
পরথম হইয়াও কোন আওয়াজ না করার জন্য তোমারে এক সাথে দুইটা গোল্ড মেডেল দেওয়ার প্রস্তাব করিলাম।
😀
সৈয়দ সাফী
আমার কাছ থেকে ভদ্রতা শিখছে বস ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:thumbup:
এইভাবে সবটিরে তুই ট্রেইন করে তুললে 'বিনয়' শব্দটাও সাইজ হইয়া যাইব নে ।
:guitar:
সৈয়দ সাফী
😀 😀 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup:
সাধু :clap:
চলিত ধন্যবাদ।
:hatsoff:
সৈয়দ সাফী
দারুন আর চ্রম কবিতাটা'র জইন্যে :hatsoff:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তোর গরম গরম মন্তব্যের জন্য একটা আইস কুল ধন্যবাদ দয়ে হইলো।
🙂
সৈয়দ সাফী
সুন্দর!
😐
ভাল ভাল কথা পড়তে কার না ভাল লাগে... :dreamy:
সৈয়দ সাফী
অনেক সময় ভালো লাগাটা অব্যক্ত থেকে যায়, এবারো রয়ে গেলো।
আপনি আসলেই বস :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভাইয়া এটা আপনার কবিতাগুলার মধ্যে সবচেয়ে ভাল লেগেছে আমার কাছে। চলুক কবিতা জোরেসোরে
আহা! সাধু সাধু
ভাইয়া দেখি একাধারে লেখক, কবি এখনতো আবার নায়ক হলেও হতে যাচ্ছেন। 😀
খুব সুন্দর লিখেছেন ... ৫ তারা 🙂
চমৎকার ভাইয়া। :boss:
হুম...আসলেই দিনে দিনে আমরা অচেনা হয়ে যাই। :dreamy:
চাপ চাপ বিষাদ।
দারুণ। দারুণ।
তবে আমি মনে করি, তোমার আরকেটু এক্সপারিমেন্টাল হওয়ে উচিত।
তুমি নিশ্চয়ই এর চে' আরো ভালো লেখো।
:thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
🙁 🙁 🙁
বয়স বাড়ছে না তোমার, চুল তো পাকবোই, টেনশনের কি আছে 😀
কবিতা পড়ছি, ছ্যাকা কবিতায় আমি কমেন্টাই না B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তাইলে কি এইডা বেশিমেন্ট ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাইয়া এইডা কি কইলেন? 😕
শ এর জায়গায় মনে হয় ক হবে ।
😛
ভাইয়া আপনার দেখি পুরা বিষাদময় অবস্থা । আপনার এ কবিতাটা আমার ভীষণ পছন্দ হয়েছে । দোআ করি মন ভাল হয়ে যাক । আনন্দের রংধনু আপনার কাছে ধরা দিক ।
ধন্যবাদ আদনান।
মাঝে মধ্যে মেঘ আর রোদ্দুর লুকোচুরি খেলে -
এটা প্রকৃতিরই খেয়াল।
- আর আমরা কেবল তামাশা দেখি রে ভাই। :-B
ভালো থাকো সারাদিন - সারা বেলা।
সৈয়দ সাফী