আকাশের বিশালতা কে
বক্ষে ধারন করবে বলে;
পরম মমতায় মনের মাধুরী মিশিয়ে
নিজ হাতে বানিয়েছি আমি
বত্রিশটা ছোট-বড় ঘুড়ি।
সকালের মিষ্টি রোদের মত কিছু ,
অন্য কিছু সুনীল সাগরের মত।
গোটা কতক রক্তলাল,
কয়েকটার আছে সবুজ পাড়।
কেউ সোনালী, কেউ কেউ রুপালী,
আর বাকি গুলো সাদা-কালো।
আমি আপন মনে বানিয়েছি সব ঘুড়ি
একদিন হয়তো উড়ানোর অনুমতি মিলবে।
অলস সময়কে তাক লাগিয়ে আচমকা টান লাটাইয়ে;
আমার নিরামিষ জীবনে ক্ষনিকের ভাললাগা উচ্ছ্বাস!
অধীর প্রতীক্ষার পর যেভাবে লব্ধ হয় কষ্টার্জিত সফলতা।
চারিদিকে আঁধার, তাই আমি চোখ বুজে
বসে আছি অনেকক্ষন, বসেই থাকি প্রতিক্ষন!
চোখ বুজা থাকলেই আমি বেশ দেখতে পাই-
অনেকদিনের বাক্স-বন্দী রঙ্গীন ঘুড়ি গুলো
একে একে বাক্স ফুরে বেরিয়ে আসছিল যেন!
মুঠো ফোনের চিৎকারে সম্বিত ফিরে পাই;
শুনি ব্যাঙের ডাক, মেঘের আর্তনাদ।
চমকে আমি চোখ মেলে দেখি-
ছাইমাখা দেয়ালের একপাশে
পড়ে আছে আমার ঘুড়ি বাক্স।
মরচে ধরা তালায় বাক্স বন্দী আমার নিভৃত স্বপন যত !!
:dreamy:
:grr: :grr: :grr:
বাপরে ,
তুমি লগে লগে হাজির।
সাবাশ - পরথম হইয়া ডিপজল হইয়া কারে ডর দেখাইতেছো ভাই।
যাই হোক আমি সাবাশি দিয়া ক্ষান্ত হইলাম। :clap:
সৈয়দ সাফী
ভয় দেখাইতেছি না, ভাবীর জন্য ইস্টক ফেলিতেছি, আর দাঁতাল হাসি প্রদানপূর্বক উহার আনন্দ প্রকাশ করিতেছি।
অফ টপিক: ভালো আছেন ভাই?
আজকে সবার হইছে কি? আমার জন্য ইটা ফেলায় রাখে। :-B
হুম ............ :grr:
ইটা'ই তো ফ্যালছে ...
কাঁটা তো আর ফেইলা রাখে নাই।
:grr: :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সালাম ভাইয়া :salute:
আমি ব্লগে আসার পর দেখি আপনে গায়েব !!! 🙁
শরীরটা বালা? 😀
তা ভাইয়া আপনার লেখা কবে পাচ্ছি আমরা? 🙂
খালি প্যাটে কি আর লেখা বাইর হয় ভাবী ...
ডাক রোষ্ট পাঠাও ... আমি আর হাসের বাচ্চা খায়া-দায়া ল্যাখতে বসি।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনার হাতের কাছে'ইতো " ডাক " আছে। তারে ধইরা রোষ্ট কইরা, খাইয়া দাইয়া, বড় একটা ঢেকুর তুইলা আইজকার মইদ্দেই একটা লিখ দিয়া দেন। :grr: :grr: :grr:
"হাস" দিয়াছেন দয়াল আমারে
রাইন্ধা, খাইয়া, ঢেকুর তুইলা, ল্যাখতে বস্পো রে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori:
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
ধন্যবাদ জানিও প্রিয়।
🙂
এখন আসি।
কাজের ডাক আসিয়াছে।
কাজের ডাকে - মাঝে মাঝে প্রকৃতির ডাকও উপেক্কাহ করিবার জোগাড় হইতেছে... 🙁
সৈয়দ সাফী
শুক্কুরবারের ন্যায় একটি ছুটির দিবসেও আপনাকে যিনি কাজের নিমিত্তে আহবান করিয়াছেন, তাহার ব্যাঞ্চাই।
ব্যাপক হারে সহমত।
সৈয়দ সাফী
বাক্সের চাবি কোথায়? সব বাক্স খুলে ফেলতে হবে ।
হা হা হা ...
'এ খাঁচা ভাংবো আমি কেমন করে'... :bash:
তাই স্বপ্নেই বেঁচে থাকি - স্বপ্নেই ডুবে থাকি ।
ভাল থেকো ভাইয়া।
সৈয়দ সাফী
বাক্সের ভিতরে কি আছে?
বলা যাবেনা ... 😛
বাক্সের ভিতরে স্বপ্ন অফুরন্ত...
🙂
সৈয়দ সাফী
আহারে,
বংগদেশে না জন্মায়া চৈনিক সম্প্রদায়ে জন্মাইলে আপ্নের আর ঘুড়ি বাক্সবন্দী কইরা রাখতে হইত না ...
কন তো ভিসা'র ব্যবস্থা দেখি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইটা ভালই কইছস রে।
পেপারে আসতে পারে মেইন হেডীং এ~
আহারে শেষ কালে বিদ্যার্জন ছাড়িয়ে ঘুড়ি উড়াইবার উদ্দেশ্যে তিনি সুদূর চীন গমন করিবেন।
:clap:
সৈয়দ সাফী
ওবায়দুল্লাহ কবিতাগুলাও ওর মতোই ফিটফাট! তোমারে নাকি কামরুল তার পরের নাটকে নামাইতাছে? সত্য নাকি?? 😛 😛 😛
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমার নাটকে কেউ নামে না, সবাই উঠে । :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:hatsoff:
লাবলু ভাই,
প্রথমেই আপনাকে জানাতে চাই - আপনার অপার প্রশ্রয়ে আমার বাকি কবিতাগুলোও সিসিবিতে ছাপার আশায় তুমুল লবিং শুরু করে দিছে। 😀
দ্বিতীয়তঃ আপনার প্রস্তাবের উত্ত্যর এই যে - আমি রাজী :thumbup: , তয় বস অনুমতিটা আপনি ম্যানেজ কইরে দিবেন আর কামরুলরে রাজী করাইবেন আমারে ওর নাটকে উঠাইতে :dreamy:
সৈয়দ সাফী
তোমার লেখাগুলো মুগ্ধতা নিয়ে পড়ছি।
খুব ভালো লাগছে। খুব।
তা নাটকে নামার ব্যাপারটাকি সত্য নাকি?
নুপুর দা,
আপনার নিয়মিত উৎসাহে আমি একের পর কবিতা দিয়ে যাচ্ছি।
লেখাগুলো আগের।
আপনাদের ভাললাগছে জেনে সুখী হলাম।
আর নাটক ;)) সিসবির প্রিন্সিপাল অর্ডার করলে ১০১ বার করব।
আমার ঘাড়ে মাথা কয়টা ভাই?
:thumbup:
সৈয়দ সাফী
ভাইয়া খুব ভালো লেগেছে। 🙂 নাটকে নামছেন? অভিনন্দন 🙂
ভাবী ধন্যবাদ আপনাকে।
এখনো ডিরেকটর সাহেব কিছু বলেন নি - তাই দোওয়া করতে পারেন।
:))
সৈয়দ সাফী
:boss:
ধন্যবাদ সৌমিত্র।
তোমার লেখাগুলোও খুব ভাল লাগে।
:thumbup:
সৈয়দ সাফী
ভাই আপনি মাঝে মাঝেই ডুব দেন কেন? কবিতাটা বরাবরের মতই সুখপাঠ্য।
জীবনের ঘোলা জলে আজকাল ডুবেই থাকি রে ভাইটি,
মাঝে মাঝে দম নেওয়ার জন্য ভেসে উঠি -
বুক ভরে অক্সিজেন নিয়ে তারপর আবার হারিয়ে যাই -
বদ্ধ অন্ধকারে...
সৈয়দ সাফী
জীবনের জল সবসময়ই ঘোলা।
একে পরিষ্কার করার দায়িত্বও তাই নিজের।
মাঝে মাঝে অক্সিজেন নিয়ে তাই ডুব না দিয়ে
পানি পরিষ্কার করে অক্সিজেনময়
করে নিলেই হয়।
হুম্ম। :thumbup:
দেখি এখন আমি অক্সিজেন এর খোঁজে বেরিয়ে পড়ি।
ভাল থেকো তুমিও।
সৈয়দ সাফী