কেন্দ্রে সর্বদাই নবীনদের স্থির অবস্থান
বৃত্তের পরিধি ছুঁয়ে ঘুর্নায়মান প্রবীনেরা।
গোলকের ঘনত্ব ভরে ভরে ঘুরতে থাকে
শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ঘটনা।
আমরা কয়েকজন সারাক্ষন ব্যস্ততায় মগ্ন
জ্যা ব্যাস আর ব্যাসার্ধ এঁকে এঁকে ক্লান্ত!
জীবন বৃত্তের বিশাল ক্ষেত্রফল এর সাথে
‘শূণ্য’ গভীরতা জুড়ে দিতেই কেল্লাফতে!
অদৃশ্য কেউ হঠাৎ – বৃত্তগুলো দেয় থামিয়ে~
যাহ! সব গননা শূণ্য হয়ে যায় অবশেষে।।
O:-) O:-)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হুম্ম বুঝলাম ।
টিটো, তোমার উড়িবার শখ হইয়াছে।
কিংবা আমার ভাবনাটুকু তোমার আঙিনার অনেক উপর দিয়া চলিয়া গিয়াছে।
যাই হোক - পরথম হওয়ার জন্য শুভেচ্ছা।
😀
সৈয়দ সাফী
চরম দার্শনিক কবিতা......
আসলেই......দম ফুরাইলেই শেষ! :dreamy:
'হায়রে মানুশ - রঙ্গীন ফানুস'
🙁
সৈয়দ সাফী
অনেকদিন পর জ্যামিতি পড়লাম ... :-B
(ক্যামন আছেন বস ... ??)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জ্যামিতি টা যেন কি? 😕
আমি আছি - এখন ভালই আছি।
চুপ চাপ দিন গুনি।
সিসিবিতে ঘুরি ফিরি...
এই আর কি ~
আর জ্যামিতি - সে তো রোজই শিখছি - গোল্লা আর গোল্লা।
সৈয়দ সাফী
প্রোফাইল পিক মাত্রাতিরিক্ত সিরাম হইছে বস।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঐ টুকু জ্বালা আর অক্ষমতা মাথা পেতে নিয়েছি রে...।
সৈয়দ সাফী
:thumbup: :thumbup: :thumbup:
আমি ক্লান্তির কথা কইলাম - আর তুহিন ভাই তুমি থাম্বস আপ দিলা... x-(
😀 ঐ লাইন দুটি আমারও খুব প্রিয়। পুরা :duel:
সৈয়দ সাফী
আজ সব মারাত্নক ভালো কবিতা পাচ্ছি হে....
দারুণ লাগলো... দারুণ...
নুপুর দা,
আপনার নিয়মিত প্রশ্রয়ে অভ্যস্ত হয়ে পড়ছি।
আসক্তি বাড়ছে সাথে সাথে।
সে সারনেই লাগাতার কবিতা ছাপিয়ে দিচ্ছি এখানে।
শেষ কালে কবিতা-বিপ্রেমীরা আন্দোলন না করে বসে :-B
অনেক ধন্যবাদ ভাইয়া।
সৈয়দ সাফী
কবিতাটা সুন্দর হয়েছে :thumbup:
এইবার একটা আশাবাদের কবিতা শোনান 😀
আদনান, ধন্যবাদ।
নাও তোমার জন্য একতা আশাবাদের কবিতা দিয়েছি।
...অবশ্য মনে মনে কন্সেপ্ট এ 😛
সৈয়দ সাফী
ওবায়দুল্লাহ ভাইয়া অনেকদিন পর। ভালো আছেন?
জ্বী ভাবী, ভা ল আছি আলহামদুলিল্লাহ।
অনেকদিন পর কই।
আমি তো সব সময় সিসিবি'তেই থাকি।।
অন প্যারেড না হলেও অফ প্যারেডেও থাকি - থাকব ইনশাআআল্লহ... :thumbup:
সৈয়দ সাফী