আকাশদের বাসার বারান্দাটা খুব সুন্দর। সামনের দিকটা অনেকটা খোলা।
ইজি চেয়ারে শরীরটা এলিয়ে বসলে অনেকটা আকাশ দেখা যায়।
আর বাহারী কিছু ফুলের গাছ দিয়ে সাজানো বারান্দায় বসলে মনে হয় কোন বাগানে বসে আছি যেন।
বাইরে না বেরুলে ছুটির দিনের বিকালে ওরা এখানে বসে খানিকটা সময় কাটায়। চা টা খায়।
এমন এক ছুটির দিনের বিকালে আকাশ বারান্দায় বসে ছিল।
এই মাত্র নীলিমা আকাশের জন্য চা নিয়ে এসেছে।
কাপ টা দিয়ে ও আকশের পাশের চেয়ারে বসলো।
চায়ের কাপটা হাতে নিতে নিতে আকাশ বললো-
~একটা থিওরী মাথায় এসেছে আমার। :-B
-চা হাতে আসতেই তোমার থিওরী এসে গেল, প্রফেসর সাহেব ?
~ নাহ। লাভা বুদবুদ করছিল বেশ কিছুক্ষন থেকেই। চা এবং চা প্রস্তুতকারিনী পেয়ে এবার অগ্ন্যুৎপাতের পালা।
-তুমি এত ভয়ংকর করে ভূমিকা দিচ্ছো কেন? কি বিষয়ে থিওরী তোমার ?
আরেকবার চা’য়ে চুমুক দিয়ে আকাশ খুব গম্ভীর হয়ে নীলিমার দিকে তাকালো।
তারপর ফিক করে হেসে দিল। হাসির ত্বরণ বাড়িয়ে তা শব্দ দূষণ শুরু করলো।
-উফ্ফ ! তুমি অমন অদ্ভুত শব্দ করে হেসো না তো। আমার কেমন যেন ভয় করে !
~ আচ্ছা ম্যাডাম। এখন হাসি বন্ধ। জানো, আমার মাথায় কিছু নতুন চিন্তা এসেছে। অবশ্য পুরাতনও হতে পারে। অনেক গুনী জন অনেক কথাই বলে গেছেন। সবতো আর আমাদের জানা নেই। তা নতুন পুরাতন যাই হোক না কেন, তোমার সাথে শেয়ার করে ইচ্ছে হচ্ছে।
– কি নিয়ে? শুনি।
~ আচ্ছা। প্রেম-ভালবাসা সম্পর্কে ছোট্ট করে যদি কিছু বলতে হয় তাহলে তুমি কি বলবে?
-‘Fall in Love.’ ভালবাসার পতনে ব্যথা আছে। কিন্তু দুজনেই যদি সমান তালে পতনে আগ্রহী হয়; তবে ব্যাপারটা সুখকর হয়ে ওঠে।
~হুম্ম। ঠিক আছে। তবে আমি বলবো- ভালবাসা কঠিন।
– এটা কেমন কথা হলো?
~ কঠিন মানে ‘Solid’. ভালবাসায় সব অনু-পরমানু গুলো যেন খুব কাছাকাছি ঘনিয়ে থাকে পরম আকর্ষনে।
– বুঝলাম। তারপর?
~ তোমাকে যদি আবার ও বলা হয় ; প্রেম-ভালবাসা সম্পর্কে আরো কিছু বলো। তো?
– (!) সুখ-শান্তির সাথে ভালবাসা’র না হোক ভালবাসা প্রকাশের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে।
~ মানলাম। আর আমি বলবো – ভালবাসা তরল।
নীলিমা হেসে দিল।
– এ ক্ষেত্রে স্যার আপনার অনু-পরমানু গুলো হঠাৎ একটু দূরে সরে গেল যে !
~ নাহ। ভালবাসা ঝর্ণার জলের মত। সুশীতল এবং বিশুদ্ধ। পিপাসার্তের তৃষ্ণা মেটায় তার নির্মলতায়।
– হুম্ম। ভালই। তো আর কি বিষয় নিয়ে আপনি আপনার সুচিন্তির মত দেবেন প্রফেসর সাহেব?
~ তোমাকে আবার সুযোগ দেয়া হলো। প্রেম-ভালবাসা সম্পর্কে আরো কিছু বলো।
– ভালবাসার স্বরূপ পরিবর্তনশীল। সময় আর ক্ষেত্রের সাথে তাল মিলিয়ে ভালবাসা রঙ বদলায়।
~ চমৎকার বললে কিন্তু এবার। আসলেই ভালবাসা’র স্বরূপ পরিবর্তনশীল। আমার কাছে তাই – ভালবাসা বায়বীয়।
-ধুর ! কি যে বলো না ! তোমার অনু-পরমানুর থিওরীতে এটা পুরো উলটো দর্শন দেয়। বাতাসের অনু-পরমানুর মাঝে ভালবাসা খুব দূর্বল কেননা ওরা অনেক দূরে দূরে থাকে।
~ ঠিক। আমি মানলাম। কিন্তু নিজের থিওরী’র মজাটা কি জানো? থিওরী গুলো আমরা প্রয়োজন মত প্রয়োগ করতে পারি। আমি তাই ভালবাসা’কে এক্ষেত্রে ‘দখিনা হাওয়া’ বলতে চাই। এর মিষ্টি পরশে ভরে উঠে প্রেমিক-প্রেমিকার তনু মন।
নীলিমার চেহারায় আহলাদী ছায়া স্পষ্ট।
সে মাথা নাড়ালো এ দিক -ওদিক।
-উফ্ফ। আকাশ তুমি না !
~আমি না …কি ? খুব বেশি কথা বলি?
নীলিমা কিছু না বলে আকাশের কাছে এসে ওর হাত দুটি ধরে।
ওর চোখে চেয়ে দেখে ভাল করে। আকাশের চোখ ভরা দুষ্টুমি।
তারপর ওর একটা দীর্ঘশ্বাস।
– নাহ। আকাশ, আমি বলছি তুমি অদ্ভুত। খুব অদ্ভুত !
আকাশ আবারো সশব্দে হেসে উঠে শব্দ দূষন করলো।
আর এইবার নীলিমাও তার সাথে যোগ দিল ।।
😀 😡
😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😀
সাতেও নাই, পাঁচেও নাই
:(( :((
সাতেও নাই, পাঁচেও নাই
প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের সাধুবাদ জানালাম।
:clap:
সৈয়দ সাফী
ওবায়দুল্লাহ ভাই এই বয়সে এসে দেখি আকাশ হয়ে গেলেন :dreamy:
ইদানীং যে কোন রোমান্টিক গল্প পড়লেই কেন যেন মনটা খারাপ হয়ে যায় 🙁
ভাল লাগলো।
আহারে! রকিবের বদলে কবে যে অন্য কেউ আদর করে চা এনে দেবে :dreamy:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদের ইদানিং কালের ভাবগতি সুবিধার মনে হইতেছে না...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরশিনগর 😛 😛
বলি আকাশদা আপনাক্বে নায়ক করে আজকাল দেখি গপ্পো লেকা হচ্চে মশাই!তা নীলিমাদিকে ঘরে তুলবেন কবে?এই মিলিটারির চাকরির দোহাই আর কতদিন দেবেন বলুন দিকি? 😛
আরো এক বছর 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:grr: :grr: এখনই যে দেয়া না তা কে জানে!!
শুনলাম লুকিয়ে চুরিয়ে কত্ত কিছু চলে। O:-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওরে জিহাদ,
সে সব বহু আগের কথা রে। 😉
শুধু ফিরে দেখা - আর মনে মনে চির সবুজ থাকার ভান আর কি ! 😕
তয় তোমার মন খারাপ হবে কেন ভাইয়া - সে তো ঠিক কথা না।
মন ভালো করো জলদি- কেউ ওরে চা কফি খাওয়াও তো তাড়াতাড়ি। :teacup:
শুভেচ্ছা নাও অনেক।
সৈয়দ সাফী
অসাধারন ওবায়দুল্লাহ ভাই :hatsoff: :clap: :hatsoff: :clap: :clap: :hatsoff:
অনেক ধন্যবাদ স্বপ্নচারী।
আমার আউলা মাথায় প্রায়ই আকাইম্মা থিওরী ভীড় জমায়। এগুলা তারই ফসল।
ভাল থেকো ভাইয়া।
সৈয়দ সাফী
ভাইয়া, লেখাটা ভালো হয়েছে; মাগার আমি এট্টু ঝামেলায় আছি। দুইটা সিরিজ নীলিমা নামটা ব্যবহার করায় এট্টু কনফিউজড হয়ে যাচ্ছি, মানে ঘটনা এক করে ফেলার ট্রাই করি আর কী।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নাম নিয়া বিপাকে পড়ো না ভাইয়া।
সবই আপেক্ষিক ।
ঘটনা সবই - গল্প টাইপ - হাল্কার উপর ঝাপসা।
:guitar:
সৈয়দ সাফী
বস
আপনার নাম লিখা পোস্ট দিতে না দিতেই দেখি পোস্ট নিয়া হাজির।।
ভালো ভালো। কিন্তু আমি কিন্তু নাম পাল্টাবো না। যা লিখছিলাম তা-ই থাক
😀 😀
আমিও চা খাপো :(( ( ক.রা. জামাই)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:teacup: :teacup: :teacup: খুশি? :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আহসান মনে হয় তোর চা খেতে চায় নাই......।। O:-) O:-)
:shy: বৌদির সাথে আকাশদার যুগল ছবি খোমাখাতায় আচে কেউ চাইলে দ্বেকে নিতে পারেন-বড়ই মানিয়েছে দুটিতে :)) :))
:shy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোর কাছ থেকে খাইতে চাইছি নাকি x-(
তারপরেও দিসছ যখন... থ্যাঙ্কু
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাবীরে বল চা বানায়া দিতে......।। :dreamy: :dreamy:
:dreamy: :dreamy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
B-)
কী কাকতালীয় ঘটনা। পরপর দুইটা "চা" শিরোনামের গল্প, দুইটাই আবার প্রেমের গল্প। 😀
আহা!
সিসিবি'র :just: জমজমাট দিন যাচ্ছে...... :khekz: :khekz:
ওবায়েদ আকাশ নামে কিন্তু একজন কবি আছেন! হাহা!
উত্ত'দা, লেখা চমৎকার হয়েছে। একেবারে রোমান্টিক প্যাকেজ স্বল্পদৈর্ঘ্যের নাটক। :boss: :hatsoff: :thumbup:
সুন্দর রোমান্টিক গল্প । ভালই তো লাগে ।
'সখী ভালোবাসা কারে কয়?'
ওবায়েদ ভাই আপনার কথাটাই খাঁটি ইচ্ছা ও সুবিধামতো থিওরীতে ভালোবাসা কে ফেলে দিলেই হয় সবসময়।
ভাই, আপনার লেখাগুলায় একটা মিষ্টি মিষ্টি প্রেমের ভাব থাকে যা খুব ভালো লাগে।
আমিও মিষ্টি খাপোওওওওওওওওওওওওওওওওওওওও :(( :((
খা, কেউ না করছে নাকি?
ওবায়দুল্লাহ ভাই- অসাধারণ! আপনি কেমন করে যে এত সুন্দর লিখেন!
আপনার গল্পের ভালবাসার মিষ্টি সৌরভটা আমাদের সবার জীবনে ছড়িয়ে পড়ুক।
ভাইয়া দেরী করে ফেললাম পড়তে, চমৎকার লিখেছেন 🙂
অনেক ধন্যবাদ ভাবী।
আপনি খুঁজে খুঁজে আমার পুরান লেখা গুলো পড়ছেন জেনে সুখী হলাম।
🙂
সৈয়দ সাফী