১
ফেলে আসা শত স্মৃতি
যেন হলো আজ মিতা,
প্রিয়তম কবি আমার –
লিখে যাও কবিতা।
২
কান পেতে থাকি-
নিভৃত কানাকানি
শোনা যায় যদি ?
চোখ তুলে থাকি-
অজানা হাতছানি
দেখা যায় যদি ?
মন খুলে থাকি-
অচেনা মায়াবতী
উঁকি মারে যদি ?
৩
জমুক আরও শত মেঘ
ঝরুক বৃষ্টি অবিরত…
জলে ধুয়ে হোক পবিত্র
আকাশ পাহাড় ধরনী।
নাগরিক যন্ত্রণা ঝেড়ে ফেলে
মানুষ ভিজে যাও এই বৃষ্টিতে ।
ভিজে সব মলিনতা ধুয়ে যাক
ফিরে আসুক শ্বেত শুভ্র স্বচ্ছতা !
৪
অবিরত বাজুক বাঁশি,
মুগ্ধতায় ভরুক প্রকৃতি।
পেরিয়ে যাক অমাবশ্যা,
ঝরুক আরও বৃষ্টি।
বিস্মিত হোক চাঁদ,
ফিরে আসুক জোছনা।
৫
নিরন্তর ছলা কলা,
উঁচু নীচু পথ চলা।
কভু সাথী – কভু ছায়া,
পরাজয় মেনে নেয়া ।
মা তোমার মাস্ফ্যু ফার্স্ট হইছে :shy: :shy:
মাস্ফু,
এইবার সব্বাইরে মিষ্টি খাওয়াও ভাইয়া।
:clap:
সৈয়দ সাফী
ভাই, আপনার এই অনু-পরমানুগুলো খুব ভালো লাগে। :clap: :clap:
ভাল লেগেছে ।
:-B
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দারুণ লাগল পাঁচটা কবিতাই। সবগুলাই ভালো লাগল।
কবে থেকেই মন খুলে রাখলাম, কিন্তু কোন মায়াবতী তো উঁকি মারল না!! 🙁 🙁
তান্স, ভাল করে চেক করে দেখ, মনের বদলে আর কিছু খুলে বইসা আছস কি না! 😛
www.tareqnurulhasan.com
ঐ :khekz:
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হ্যাট্রিক করতে দিলেন না আমারে, আগে থেকে কইবেন না যে কবিতা দিতাছেন আমি এসে কমেন্ট করে হ্যাট্রিক করতাম। যাউকগা, অণু পরমাণুগুলা সেরকম লাগলো। তাড়াতাড়ি আরও কিছু দিয়েন
সরি সামি।
গালতিসে মিস্টেক হয়ে গেসে। 😛
তোমারে একটা আওয়াজ দেওয়া উচিৎ ছিল।
রসায়ন ভাল লাগায় ধন্যবাদ জানালাম।
বারান্দায় চা দিছি - দেখে নিও।
🙂
সৈয়দ সাফী