১। (ভূমিকা)
আপন মনে, গেলাম বুনে, টু-লাইনের কবিতা
– আদর করে নাম দিয়েছি ‘টুবিতা’।।
২। (গৌরচন্দ্রিকা)
আমি বলি, আমারেও ধরিলো কি ও রোগে?
ছড়া কেটে ঘুরি কেন কবিদের সড়কে!
৩। (হুমায়ুন আহমেদ স্মরণে)
গল্প থেকে মানুষগুলো নামিয়ে দিতেন বাস্তবে,
হঠাত বলে গেলেন চলে, ‘আজ এখানেই থাক তবে’
৪। (রাজ-অনৈতিক টুবিতা)
শুনতে পেলুম, রায় বাবুদের সুবোধ ছেলে গয়েশ্বর
আজকাল সে দিব্যি নাকি পড়ছে নামাজ জানাজার?
৫। (ব্রিটিশ সামার)
ঘোর সামারে, আঁধার নামে, এগারোটায় – মাঝরাতে
যতই রাত হোক, সাঁঝের আগেই ফিরবো নিজের ঘরটাতে!
৬। (২০১২ এর শীতকালে)
পিনপিনিয়ে কদিন ধরে ইলশে গুঁড়ি তুষারপাত,
তার ঠেলাতেই ব্রিটেন জুড়ে যান চলাচল কুপোকাত!
৭। (জ্যোৎস্নায় ধাতব শকট)
রবির কিরণ ঠিকরে চাঁদে
পড়লো ফাঁদে, গাড়ীর ছাদে
৮। (মারফতি বিদ্যা – স্ট্রিং থিওরী)
সূর-অসুর সবই বাঁধা এক মহা সুরে,
সে সুর অজানা তাই হাতী ভ্রমি শুঁড়ে!
৯। (তামাম শুদ)
যে জন গোলাপ শুঁকে বলে উচ্চস্বরে,
‘কিছু বুঝিলাম না যে!’ – কে বোঝাবে তাঁরে?
আইডিয়াটা ভাল।
মজা পেলাম...
আমার বন্ধু কবি মিলটন এগুলোকে মুঠোফোন কাব্য বা এ জাতীয় কিছু একটা বলে ডাকে...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:hatsoff: :hatsoff: :hatsoff:
থ্যাংকস পারভেজ ভাই। সাহস করে লিখেই ফেললাম কয়েকটা। হ্যাঁ, মিল্টন হাসনাত ভাইয়ের সাথে আগে আলাপ করে নিলে হয়তো আরও সুন্দর কোন নাম পাওয়া যেত ...
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
ভালো লাগল।
আমার ভার্সিটির বন্ধু এরকম দু'লাইনের কবিতা বের করেছে বই আকারে। বেশ ভালো লাগে পাঠকের মনে।
তুমিও এরকম কিছু করতে পারো।
শুভকামনা রইলো। 🙂
নিজের মনের আনন্দে লিখালিখি করি।
:hatsoff: :hatsoff:
থ্যাংকস মামুন ভাই। বই আকারে বের করতে হলে তো অনেক লেখালেখি করা দরকার, কিন্তু আমি তো শুরু করি অনেক কিছুই কিন্তু কেন জানি খুব বেশিদূর আর চালিয়ে নিতে পারি না। রীতিমত দ্য ভিঞ্চির রোগ 😉
( নিজেকে ছোট খাট একটা জিনিয়াস জিনিস বলে মনে হচ্ছে 😛 )
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
টুবিতা তো ফাটাফাটি লাগলো, ভাইয়া! আরো পড়তে চাই টুবিতা অথবা টল্প টোমার থেকে! 😛
:hatsoff: :hatsoff:
আপু, আপনার খান্দান গল্পের মন্তব্যে আমি কিন্তু একটা ওয়ান লাইনের গল্প - (ওয়াল্প ?) লিখেছিলাম, মনে আছে?
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
আমিতো ইম্প্রেসড হয়ে আছি তখন থেকেই! 😀 😀 টুবিতায় টুমি টপে আছো হে! B-)
:goragori: :goragori: :goragori: :awesome: :awesome:
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
নামটা জবরদস্ত হয়েছে।
৪ নম্বরের অন্ত্যমিলটা ইচ্ছে করেই অমন রাখা?
থ্যাংকস নুপুরদা 😀 😀
৪ নাম্বারটা একটা রাজ-অনৈতিক টুবিতা, ওটার বেলায় একটা কথাই বলব, "কিছু কথা থাক না গুপন" 😉
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
ভাল টুবিতা 🙂
পুরাদস্তুর বাঙ্গাল