[ক্যাডেট কলেজ কে আমি মসজিদের মত পবিত্র মনে করি। কিন্তু সেখানকার সব মানুষগুলোকে নয়। ক্যাডেট কলেজ এর প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে লেখার চেষ্টা করেছি, তুলে ধরতে চেয়েছি কিছু উদাহরন। তবে সব তথ্য প্রমানিত নয়। অনেক কিছু স্মৃতি থেকে লেখা, তাই ভুল হলে, ক্ষমা প্রাথী। আর ক্যডেট কলেজ বা কোনো ক্যডেট কে হেয় করতে চাইনি, তার পরেও কেউ কষ্ট পেলে, ক্ষমা চাই বার বার । আর লেখাটি আমার ব্যাক্তিগত মতামত, আপনাদের মতামত আমার পাথেয়]
প্রাক কথন
ক্যাডেট কলেজ গুলো প্রতিষ্টিত হয়েছিল ব্রিটিশ পাবলিক স্কুল এর আলোকে। মূলত সমাজের এলিট শ্রেনীর শিশুদের স্কুল হিসাবে, ভালো মানের প্রাতিষ্টানিক শিক্ষয়া দেবার জন্যে। এবং এই পরিকল্পনা খুব ভালভাবেই আজ প্রতিষ্টিত। বাংলাদেশ এর সামরিক ও বেসামরিক মেধাবী মানুষ এর কারিগর হিসেবে ক্যডেট কলেজ এর ভুমিকা আসীম। তারপরেও কথা থেকে যায়, আমদের প্রতাশা কিন্তু অনেক বেশি। বিশেষ করে বেসামরিক এলিট দের মাঝে ক্যাডেট দের অবস্থান তেমন বেশী নয়। ফাহিম মুনায়েম, আতিউর রাহমান, ইকবাল কাদির দের সংখ্যা খুব বেশি নয়। ৫০ বছরে (এফ, সি, সি) যত মেজর জেনারেল আমরা পেয়ছি, তার সিকি ভাগও ফাহিম মুনায়েম আমরা পায়নি। এর কারন কি ? আমরা কি বাইরে ভাল করতে পারছি না ?
প্রতাশা
১৯৯৫ সালে আমরা যখন ভতি পরীক্ষা দেই, তখন ৫৫ আসনের জন্য প্রায় ২০০০ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্য থেকে দেশ সেরা ৫৫ জন কে আমরা পেয়েছি ক্লাশ মেট হিসাবে। আমাদের এখন গড় বয়স ২৪-২৫ বছর। ৫৫ জনের মধ্য থেকে ১১ জন সামরিক বাহিনী তে আছে। তারা বাদে বাকি ৪৪ জনের মাঝে ৩ জন আই উ টি থেকে পাশ করে সমাজে প্রতিষ্টিত। বাকি সবাই ছাত্র। কয়েক জন অবশ্য পড়শুনা শেষ করে চাকরি করছে, কেউ কেউ বিয়েও করেছে। কিন্তু মেজরিটি আমরা এখনও ছাত্র। জব স্টিট এর হিসেব অনুসারে আমাদের এই বয়সে গ্রাজুয়শন শেষ করে, জুনিয়র এক্সকিউটিভ লেভেলে জব করা উচিত এবং গড় বেতন হবে ৩০,০০০ টাকা। কিন্তু আমাদের অনেকের কাছেই এটা এখনও স্বপ্ন। কিন্তু এ রকম হবার কথা ছিল না। আমরা কেন পিছিয়ে আছি ?
(চলবে)
ভাইয়া, দয়া করে এম এস ওয়ার্ড বা অন্য কোন এডিটর থেকে লিখে সরাসরি কাট পেস্ট করবেন না। হয় ওয়ার্ডপ্রেস এডিটরে কিংবা নোটপ্যাড ব্যবহার করুন। সরাসরি কপি পেস্ট করলে লেখার ফরম্যাট কেমন চেন্জ হয়ে যায় আশা করি একটু আগে পর্যন্ত তা নিজেই দেখতে পেয়েছেন। ধন্যবাদ।
সাতেও নাই, পাঁচেও নাই
**Sorry I can't write in Bangla in my unix machine.
Mehedi,
You may not be aware but cadets are doing extremely well in army and in other area in society. You only know the names you mentioned. But there are numerous good students, scientists, doctors, engineers, administrators, etc who are very well established in their field. Please visit the Wiki pages of Faujdarhat, Mirzapur, and look at some of their notable alumni - their cadets are old enough to get themselves established in society - I know many important people that could also be listed there. Remember that only 1/1000 students (who are less than 45 years of age) in Bangladesh have attended a cadet college. 30% of those students are in the army. But when you look around yourself in universities, it certainly looks like I see a cadet in every 100 or may be in every 30 or even less. Virtually all the cadets who do not go in the army study at a university. You cannot say that for any other institution. In the current administration among the advisers, besides Fahim Munayem, there are two cadets - Dr Hossain Zillur Rahman (Faujdarhat) and Dr Mohammad Tamim (Mirzapur). That's a way bigger ratio than 1/1000. Gen Moeen is also a cadet (1965-1971), but from Pakistan - in Sargodah.
Most important thing that you should remember is that 80-85% of cadets are 45 or younger. Because, only since the mid 80s there have been 10 cadet college batches coming out. You cannot judge success in society by looking for just popular persons when most cadets are so young. Let them all grow upto 60 or 70 and you will notice many important persons who will have a cadet college education. People from the early four cc have reached maturity - some in their fifties and some in sixties, and the names you mention are also from those colleges.
You also mention about educating elite class. That is true for British Public Schools where you have to pay huge fees. But cadet colleges are different in that respect that we get on the basis of merit and not our social status - most cadets are from middle class background - as I can say for my batch. But when someone comes out of a cadet college, he/she is certainly belongs to the elites and among the brightest students of the country. For many students who come from low middle class or middle class especially outside Dhaka, cadet colleges give them a second opportunity at life - literally.
The total number of cadets are very low. So do not compare cadets with all the rest of the country. But rather keep in mind the ratio 1/1000 of total students in mind. Most cadets are doing well whatever they are doing, and they also contribute significantly to our nation even if you consider the fact that we were fed, clothed, lodged (and thus 10 times money spent on us than a student at other government school) by the government's military budget.
I can write many things now. But I will only say that please do not be let down by your perception that cadets are not doing well. They are doing very well. But certainly we all can strive to do better.
I also want to add that it is okay that you and many are a still a student. Don't get frustrated, just keep working hard, and you will get there in few years. In our country people are taught to be modest, but in real life please do not be modest about yourself, your abilities, etc. You have to let people know all the things that you are good at. There are many senior cadets in many professions who will be helpful if you let them know where you come from.
সোহেল ভাই,
আপনার ইংরেজীতে লেখা মন্তব্যগুলো আমি একটানে পড়ে ফেলা শুরু করেছি। প্রচুর তথ্যে সমৃদ্ধ লেখাগুলো সত্যি সত্যিই ক্যাডেট হিসেবে নিজেকে গর্বিত করে তোলে। আপনি ব্লগ আকারে লিখেন না কেন? আর আপনার ডিটেলস জানার জন্য খুব বেশি আগ্রহ অনুভব করছি ;)) ।
ধন্যবাদ।
Life is Mad.
Thanks. :shy: :shy:
Bangla likhte pari na amar computer-e, tai blog lekha hoi na. I am probably one of the oldest cadet (34) here in this blog.
সোহেল ভাই,
অনেক ধন্যবাদ। আপনার রিপ্লাই পেয়ে ভালো লাগছে। কিন্তু একই সাথে ডিটেলস জানার আগ্রহ দ্বিগুণ হয়ে গেছে ;;)
Life is Mad.
হেই মিয়া তুমি সেই হাসমত, না সায়েদ? আমি তো ভাবসিলাম কেডা না কেডা। ক্যামেরার পিছনে ছবি দেইখা বুজবার পারি নাইক্কা। ওহন চেনা চেনা লাগতাসে। আছো কেমন মিয়া?
সায়েদ ভাই ভালো আছে। আমিও ভালো আছি। :)) :))
ভাইয়া, তুমি যাদের কথা বলছো তারা এক এক জন Thinker. এরা সবসময় নতুন নতুন চিন্তা Introduce করে। তুমি এদের সংগে Constitution কে এক করো না। এইসব লোক সবসময় একটু কমিই থাকে।
তুমি যে কেনো ভালো Corporate House এ খোজ নাও। তুমি দেখবা কোনো না কোনো ক্যাডেট আছে ভালো Position এ। ঠিক যেমন আছে সামরিক বাহিনীতে।
বাংলাদেশে জুনিয়র এক্সকিউটিভ লেভেলে গড় বেতন ৩০ নয় বাংলাদেশের সামাজিক অবস্হার কারনে। এটা বুঝ নিশ্চয়। আমাদের দেশের আর্থিক ব্যাপার টা মাথায় রেখো।
হতাশ হবার কিছু নেই। তবে আমাদের কারও বেশি Contribute করা উচিত, আমাদের পিছনে দেশের অনেক খরচ হয়।
এক্স-ক্যাডেটদের মধ্যে কতজন জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন আর কতজন বিখ্যাত হয়েছেন তা আলাদাভাবে আলোচনা করতে চাচ্ছি।
প্রতিষ্ঠার কথা বললে পার্সেন্টেজ প্রায় ১০০%। আমাদের মত দেশের প্রেক্ষিতে ক্যাডেট কলেজের মত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের যতটা প্রতিষ্ঠিত হওয়ার কথা তার চেয়ে কম মনে হচ্ছে না।
কিন্তু বিখ্যাত বা গুণীজনের কথায় আসলে এভাবে আলোচনা করা যায় না। কারণ গুণীজনদের অধিকাংশই প্রাতিষ্ঠানিক শিক্ষায় মাঝারি ধরণের ছিলেন। ক্লাস সেভেনে যে ছেলে পাঠ্যপুস্তক খুব বেশী পড়েছে সেই ক্যাডেট কলেজে চান্স পায়। কিন্তু তার মধ্যেই যে অনন্য মেধা আছে তা বলা যায় না। প্রাতিষ্ঠানিক শিক্ষা আর পরীক্ষার ফলাফল দিয়ে মেধা পুরোপুরি বিচার করা যায় না। তাই ক্যাডেট কলেজ থেকে বের হওয়া ছাত্রদের মধ্যে গুণীজন বেশী থাকা উচিত এটা এককালে মনে করলেও এখন আর মনে করি না। কারণ তারা সবাই ভাল ছাত্র ও মেধাবী। কিন্তু গুণীজনদের মধ্যে যে অনন্য মেধা থাকে তা ক্যাডেটদের মধ্যে যতটা বাইরের ছাত্র-ছাত্রীদের মধ্যেও ততটা। তাই শতকরা হিসেবে গুণীজনদের ৯৯% ই নন-ক্যাডেট হওয়ার কথা।
তাহলে কলেজের কাছ থেকে কি প্রত্যাশা করব?
আমি প্রত্যাশা করি মানবসেবা ও সমাজ গঠনের। ক্যাডেটদের মধ্যে খুব কমই হয়ত নিজস্ব ক্ষেত্রে অতি বিখ্যাত হয়েছেন, কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও পেশাজীবীর অভাব নেই। এরা একসাথে হয়ে দেশ ও সার্বিকভাবে বিশ্বকে কি দিতে পারেন সেটাই মুখ্য। এক্ষেত্রে এক্স-ক্যাডেট এসোসিয়েশনগুলো সবচেয়ে ভাল অবদান রাখতে পারে।
কিংবা ধরুন এক্স-ক্যাডেটদের কেউ কোন বিশাল ব্যবসায় প্রতিষ্ঠান নির্মাণে ভূমিকা রাখলেন যা দেশে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি করলো; ক্যাডেটদের কোন এক গ্রুপ মিলে হয়তো মানবসেবায় দৃষ্টান্ত স্থাপন করলো; বিজ্ঞান বা প্রযুক্তিতে মৌলিক অবদান রাখল; ইত্যাদি ইত্যাদি।
Muhammad,
Your writings are really good especially your science fiction and the one on 'atiur rahman'.
I agree with a lot of your points in your comments here. But your perceptions about 'gunijans' and 'famous' - I have things to say about that - please think about it. You have to remember that only about '1 in 1000' students are cadets. And also 85% cadets are under 45 years. So, even if 1% of 'gunijans' in Bangladesh came out of cadet college, that's very good. But I think it's more than that - somewhere around 2% - 5% and growing. No cadets from BCC, CCR, PCC, MGCC, SCC, CCC have yet reached 45. Do you think there's no gunijans there? 🙁 Many among them will be considered 'gunijans' in their fifties and sixties when people's accomplishments are usually known.
Also, 'gunijans' and being 'famous' are not the same. Intellectuals are 'gunijans' and very important people for society, but they rarely become famous. If I ask you to name a living Bangladeshi scientist, you may name Muhammad Zafar Iqbal. But, you are wrong - I can name 40 Bangladeshi scientists in Bangladesh and abroad, who made more important contributions to science than him, and therefore more important scientists. Has Zafar Iqbal published a good research paper in last 15 years? - I don't think so. Scientists are rated by their original research and discovery. Zafar Iqbal writes popular science fiction and columns - and thus he can be a professor famous for a different popular reason. On the other hand, very few people know - Dr. Harun Ar Rashid (#1 physicist in Bangladesh, Dhaka U), Dr. Zahid Hasan (physicist, Princeton), Dr. Maqsudul Alam (Top researcher in Molecular Biology, USA), Abed Chowdhury (Zenetics, Australia), (they may not be cadets) and many like them who are far more important scientists. Scientists rarely get known outside their field unless they get a Nobel Prize or something. So a very accomplished intellectual may not be 'famous'. And a less accomplished scientist may be famous for a popular reason.
Many cadets do well in intellectual area, and become important professors, researchers, engineers, doctors although they may not be 'famous' with that popular appeal. At this point I should also say that I did not know about 'Atiur Rahman' until I read your blog, but knew of 'Debapriya Bhattacharya' and many other economists who usually crave popular attention. But surely 'Atiur Rahman' is an exemplary 'gunijan', although a bit little less famous - but that does not matter.
My point is, cadets are supposed to do well in intellectual atmosphere - and they do, they become important persons. If a cadet wants to be famous/celebrity as a player or actor, he can - but may be with less success than others. Now in our culture, usually writers, lawyers, politicians, journalists get a lot of name recognition and popular attention and considered famous/celebrity. And if you tell me there are not that many cadets in that profession being famous- I would agree. As you point out, to be famous that way, you do not have to have stellar academic results, but have to have some good creative idea - it does not matter whether you got an excellent cadet college education or not. But I would also say that certainly cadets are doing better than the ratio '1 in 1000' - there are many cadets in those professions too - but they are a still lot younger. Whatever field/job someone is working on - being an important person in that is the most important task whether you cater to popular appeal or not. You can be a super creative programmer - you are a very important 'gunijan' - you don't have to be famous catering to the masses, and writing about your own accomplishments.
I would also add that there are not that many published writers among ex-cadets? I think it's because we are so few in numbers.
You should wait at least 10/20 years until a good number of cadets are in their 50s before evaluating accomplishments of ex-cadets and also keeping in mind their ratio among the educated population.
* Sorry that I write these long comments in English.
:boss: :boss: :boss:
there are many spelling mistakes and incomplete sentences in the above long reply as I wrote it in just few minutes. Hope some people reads this. Main point is that most cadets are still very young (less than 45) and small in number to be noticed in our society at large. Only several hundred cadets are over 55 - I can name many accomplished ‘gunijan’ people among them. You cannot say that they have not achieved distinction - either professionally or intellectually.
* reposting this in the right space
সোহেল ভাইয়ের কথাগুলোর সাথে আমি একমত।
অবশ্যই, ভবিষ্যতে ক্যাডেটদের মধ্যে থেকে অনেকে বেরিয়ে আসবে।
মেহেদি,তুমি ভাই বেশি দূরে যেয়ো না ,শুধুমাত্র তোমার কলেজের,ইমিডীয়েট সিনিয়র ক্লাশের একটা পরিসংখ্যান নিয়ে দেখো,তাইলেই তুমি উত্তর পেয়ে যাবে,পাব্লিক বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে জব পেতে দেরি হচ্ছে............তোমাদের ইন্টেকের বেশির ভাগ ক্যাডেট ই হয়ত পাব্লিক বিশ্ব বিদ্যালয়ে .........।।তাই শিক্ষাঙ্গনে বিরাজমান অস্থিতিশিলতার কারনে পড়াশুনা শেষ হতে দেরি হচ্ছে.........।কিন্তু পাস করে বের হতে দাও.........।।আর বাংলাদেশের সবগুলা টেলিকমে গিয়ে দেখ,আইটি,টেকনিক্যাল,ম্যানেজমেন্ট,মার্কেটিং সব ডিভিশনে.........বি সি এস এও ক্যাডেটদের সংখ্যা অনেক............আর দেশের বাইরে যেসব জিনিয়াস আছে তাদের গল্প বলে শেষ করা যাবে না...............।তুমিও একদিন তাদের দলেই চলে যাবে............।।
মেহেদী,
বিসিএস-২৭ এর রেজাল্ট দিয়েছে গতকাল।
ছোট্ট একটা মেইলের কপি দিলাম এখানে...
সারা বাংলাদেশ থেকে মোট যতজন পরীক্ষা দিয়েছে তার সাথে যদি তুমি ক্যাডেটদের কতজন পরীক্ষা দিয়েছে তুলনা করে সাফল্যের ratio খুঁজে দেখ, আমার মনে হয়না হতাশ হতে হবে আমাদের...। খুঁজে দেখ এরকম আরো অনেক ক্যাডেট সাকলায়েন আছে...।
ভালো থেকো।
আহসান ভাই,
সাকলায়েনের মেসেজটা পাওয়ামাতো খুশিতে লাফিয়ে উঠেছিলাম ফুটখানেক। সাথে সাথে ওকে শুভেচ্ছা জানিয়েছি :clap: । একবার ভেবেছিলাম এখানে লিখে পাঠাব মন্তব্য আকারে। কিন্তু ঠিক কিভাবে করব সেটা ভাবতে ভাবতে আপনার এই কমেন্টটা পেয়ে গেলাম। এর চাইতে আর কোন উপায়ই উত্তম হতে পারে না।
আপনাকে ধন্যবাদ :salute:
Life is Mad.
there are many spelling mistakes and incomplete sentences here as I wrote it in just few minutes. Hope some people reads this. Main point is that most cadets are still very young (less than 45) and small in number to be noticed in our society at large. Only several hundred cadets are over 55 - I can name many accomplished 'gunijan' people among them. You cannot say that they have not achieved distinction - either professionally or intellectually.
সোহেল ভাই, আপনার তথ্যসমৃদ্ধ পোস্ট/কমেন্টগুলো পড়ার মজাই আলাদা। :boss: :boss:
অনেক অনেক ধন্যবাদ এই পোস্টগুলোর জন্য :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
thanks :shy: I just try to promote correct perceptions about cadets/cadet colleges with facts and numbers. Cadet college changed my life.
salary can't be a parameter to judge a cadet.
of 48 cadets of our intake only 6 are in army.
but among rest of the 42 we are 34 student in buet,dmc, du, dhaka dental and IUT......i mean studying in dhaka metropolitan city....rest 8 are in mymensingh medical and ruet....i can bet no such institution ( cadet colleges excluded ) can claim such a high ratio of students studying in renowned institutes........i'll say this waz the "expectation" to cadets.........Not only us every batch has holds such results.......so i think what we expected iz what we observing.
and about salary.........buetianz often kick the job at mobile company although that's a highly paid job....seniors of me told me they weren't in any department there that attract them....instead with a salary of 20k in a software firm's development section attract them much.
this waz my point.....salary doesn't matter.......all that matter iz social and mental status.