ক্যাডেট কলেজ… এক এক টা দিন, এক একটা স্বপ্ন। আমাদের সবার আছে নানা রকমের স্বৃতি । স্মৃতি শুধু বেদনার … এই কথা ভুল প্রমানিত করে আমাদের আছে অনেক মজার মজার স্মৃতি । আস্তে আস্তে এসবের অনেক গুলো হারিয়ে যাচ্ছে। কারন আমরা অনেক কিছু ভুলে যাই । অনেক দরকারি ঘটনাও। তাই আসুন সবাই মিলে একটা ই-বুক লিখে ফেলি…। যেটাকে আমরা সবত্র ছড়িয়ে দিতে পারব। অনেকে জানতে পারবে অনেক না জানা ঘটনা । আবার অনেক ঘটনার খুটি নাটিও উঠে আসবে। নন-ক্যাডেট রাও কিছু জানবে । তাহলে তারা আর ক্যাডেট কলেজ সম্পর্কে না জেনে কিছু লিখবে না । আসুন তাহলে শুরু করি …………
১২ টি মন্তব্য : “আসুন আমাদের স্মৃতি ধরে রাখি”
মন্তব্য করুন
একমত মেহেদী ভাই।
ই-বুক বের করাটা দারুন একটা প্রস্তাব। তবে এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই ব্লগটা আরেকটু ফুলে ফেপে উঠুক। তারপর সবাই মিলে লেখা বাছাই করে বের করে ফেলা যাবে।
ভাল একটা আইডিয়া। স্মৃতিগুলো ধরে রাখার জন্যই কিন্তু এই ব্লগটা আমরা প্রথমে শুরু করে ছিলাম কয়েকজন মিলে। তবে এই ব্যাপারে রায়হানের সাথে আমিও একমত। আরো কিছুদিন যাক। ব্লগটা তো এখনো হাঁটি হাঁটি পা পা করছে। সামনে ইনশাল্লাহ সবার প্রচেষ্টায় হয়ে যাবে।
সাতেও নাই, পাঁচেও নাই
খুব ভাল আইডিয়া......।
হুমম ভাল বুদ্ধি 🙂
ই-বই বের করতেই হবে। তবে সবার সাথেই একমত। আরও কয়েকদিন যাক। তারপর সংকলনের কাজ শুরু করা যাবে।
ইবুক এ অবশ্যই বিখ্যাত ক্যাডেট দের জিবনী থাকবে, আমি লিখব সাকা ভাইয়ের টা =))
:clap: :clap:
সাকা'ভাইয়ের 'জিবনী'ই লিখতে হবে। উনার তো আর 'জীবনী' বলতে কিছু নাই।
মেহেদী তাইলে আমি শেখ হেলাল ভাইয়ের টা........... :boss:
আমি কার্টা লেকুম?
আমারটা লেখতে পারো। রয়ালটি দাবি করুম না। B-)