কয়েক দিন আগেও বেড়াতে দেশের বাইরে গেলে, সবাই ইন্ডিয়া যেত, বাড়ির কাছে, কম খরচে, কম সময়ে বাজেট ভ্রমনের জন্যে ইন্ডিয়াই ছিল ভরসা, এখন দিন বদলাইছে।
সবাই এখন মালেয়শিয়া যায়। এয়ার এশিয়ার বাজেট টিকেটের সুবিদা নিচ্ছে সবাই। ২ বছরে মালয়শিয়াকে যেমন দেখলাম তা নিয়ে এই ছবি ব্লগ।
৩২ টি মন্তব্য : “ছবি ব্লগ : মালেয়শিয়া – ১”
মন্তব্য করুন
ছবিগুলো দেখে লোভ হচ্ছে। কি আছে জীবনে বইল্যা মালয়েশিয়ায় ঘুরতে যেতে হবে। 😀
চোখের সামনে দিয়া দেশটা কত উন্নত হয়ে গেল 🙁
আহারে মুহাম্মদ বেচারা বুড়া হইয়া গেলো।
আমার তো মনে হয় মুহাম্মদ না দেশটাই বুড়া হইছে 😛 ;;; ;;;
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমারও খুব লোভ হচ্ছে 😛 😛
লোভে পাপ...পাপে মৃত্যু! :-B :-B
আপ্নের পয়স তো বেশী হয় নাই ;;; ...এখন ই মরতে চান কেন??? 😛
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
দেশটা দারুণ চিকি হইসে :shy:
সেভেনে থাকতে এতোটা ছিলনা =((
খুব যাইতে ইচ্ছা করতেসে 🙁 =((
মানে??? 😮 😮 ব্লগেও কি চিকিবাজি করেন নাকি???
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
বেয়াদব পোলা
সাবধান x-(
ডাইনে এ সাজ x-(
এবার কেয়ামত পর্যন্ত দৌড়ে তালে তাল B-)
নাজমুল মনে হয় ব্লগে বহু বছর পর একটা জুনিয়র পাইল :))
মানুষ তার স্বপ্নের সমান বড়
=)) =)) =))
B-)
ছবিগুলো কি সব আপনার তোলা???
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ইনশাল্লাহ যাবো খুব শীঘ্রই............
মধুচন্দ্রিমায় ? ;))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙁
হতেও পারে...
দেড় মাস ছিলাম মালয়শিয়াতে...কিন্তু এর মাঝে ২২ দিন ই ছিলাম গহীন জঙ্গলে...অনেক কিছুই দেখতে পারিনাই...কিন্তু তারপরেও আল্লাহ'র কাছে শুকরিয়া, কে এল এবং গ্যান্টিং টা মোটামুটি দেখতে পারছি...
আবার যাইতে মন চায়...
ভাইয়া ভালো লাগলো, 🙂
আমিও যাইতে চাই :(( :((
ভালো ছবি।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ধুর আমার জল প্রপাত ঐ দেশে কেন?
দোস্তো......বুঝ কারবার......অইখানে গিয়া কি পরিমাণে মাইনাস করছিস যে,জল প্রপাত বানায় ফালাইছিস...আমাদের এখানে একটু ট্রাই মাইরা দেখ না...মাধবকুন্ড আর শুভলং ছারা তো আর নাই......লাগলে জামাতে সাপোর্ট দিব নে.........। 😛 😛
ঐটাই করতে হইবো রে।
:grr: :grr: :grr:
:khekz: :khekz: :khekz:
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
Life is Mad.