ঈদ মুবারক

আজ আমাদের এখানে ঈদ। বাবা মা পরিবার থেকে দূরে একা একা আবার একটা
ঈদ চলে এল। বিদেশে এটা আমার ৩য় ঈদ। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। বাইরে যাবার
কোন উপায় নাই। সারাদিন মনে হয় ঘুমিয়ে কাটাতে হবে।

দেশে এবং দেশের বাইরে সবাইকে ঈদ মুবারক। ভালো থাকবেন সবাই।

১,২২২ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “ঈদ মুবারক”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    ঈদ মোবারক :salute: :salute: :salute:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।