আজকে ফেসবুক এ আমাদের আদনান (৮৯৯-বকক-৯৫-২০০১) আমাদের সবাই কে একটা মেইল করেছে
… সেই মেইল টা বাংলায় অনুবাদ করে আপনাদের সাথে শেয়ার করলাম ……………
… এখন নভেম্বর মাস চলছে, শীতকাল শুরু হচ্ছে …, কুয়াশা পরতে আরম্ভ হয়েছে বরিশাল ক্যাডেট কলেজে ……
আমাদের সবার ফাইনাল পরীক্ষা শেষ, ইন্টার হাউস এথলেটিক্স এর প্রাকটিস চলছে, মাঠের ঘাস কাটা প্রায় শেষ।
সকাল বেলা আমরা নতুন বানানো ট্রাকে দৌড়াই, মাঠটা যেন আরও সমান হয়, পিটি সু এর
নিচে সকাল বেলার কুয়াশা মাখা ঘাস লেগে যায় … একাডেমি তে ক্লাস হয়না এই সময় ।
আমাদের প্রিয় মাঠটা এখন খুব সুন্দর দেখায়, সবার হাতেই গল্পের বই, রুম ক্রিকেট এর দুম দাম শব্দ হছে হাউজে,
গান বাজছে অনেক জো্রে কোন একটা হাউজে ……… আরো চলছে হাউজ চাম্পিয়নশিপ এর হিসাব নিকাশ,
শরিয়তউল্লাহ আর শেরেবাংলার মধ্যে !!!!!
আর রাতে ???
রাতে মুভি শো আছে বয়েজ … “মিশন কাশ্মির”, ডিনার এর পরে সবাই চলে আসিস শরিয়তউল্লাহ হাউসের কমন রুমে …………
তাড়তাড়ি না আসলে কিন্তু চেয়ার পাবি না ……… !!!
আদনান, আমরা সবাই খুব মিস করছি সেই দিন গুলো, খুব ইচ্ছে করে আবার ফিরে যাই ……
সবসময় মনে হয় ক্যাডেট কলেজেই আছি।
'আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই'
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আহা!
কিছু কিছু মানুষ তার জীবনের একটা বিশেষ সময়ে আটকে থাকে-এর থেকে বেরুতে পারেনা।আমি আটকে রয়েছি ১৯৯৭-২০০৩ এর সেই ক্যাডেট জীবনে।সেদিন আমার এক বাইরের বন্ধু এটা নিয়ে মন্তব্য করে বলেছিল-তুই তোর ক্যাডেট লাইফ নিয়েই রয়েছিশ এবার একটু বেড়ে ওঠ।
ক্যাডেট লাইফের স্মৃতি দিয়ে দশটা জীবন পার করে দেয়া যায়-ঠিক এ কথা ওর মুখের উপর বলে দিয়ে বেরিয়ে এসেছিলাম।
আদনান ভাই-মেহেদী ভাইকে সেলাম।
:salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
মাত্র কয়েক মাস আগে কলেজ থেকে বাইর হইছি। এখনি মনে হচ্ছে ইস আবার যদি কলেজে ফেরত যেতে পারতাম :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
চিঠিটা তৈরি হয়ে আছে। শীঘ্রই যোগাযোগ করো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কাঁদছি? আরে নাহ্!!না...চোখে কি যেন গেছে...!
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কবীর ভাই মনে আছে ওই যে থার্ড টার্মের শেষে প্রতিদিন ফ্রি ডে ফ্রি নাইট থাকত-কি দারুণ মজা করতাম!এইখানের ক্যাম্পফায়ারে উদ্দাম নাচানাচিতেও সেই মজার এক হাজার ভাগের এক ভাগও পাবো না কোনদিন... 🙁
সত্যি খুব মিস করি সেই দিন গুলি।আবার কি সেই দিন গুলি ফিরে পাওয়া যায় না? :boss:
:dreamy: :dreamy: ~x(
মনে পড়ে গেল পুরোনো সব memory. =((
ভাই vacation কখন শেষ হবে??? 🙁
🙁 🙁
🙁 🙁
আমরা কখন গাবতলি যাব এবং কখন ফেরি তে বিরি খাব??? 🙁 🙁
বাস এ গল্প করতে করতে মানুষের ঘুম নষ্ট করব কখন?? =(( =(( :-/