গরমে ঘেমে গেছে গায়ের জামা,
বাড়ন্ত সূর্যের তেজীভাব,
পিচগলা রাস্তায় আগুনের হল্কা,
খরখর চোখে ঠাণ্ডা পানির ছাট,
দিনশেষে লোডশেডিং এ অন্ধকার রাত,
নিঃশ্বাসে ঘামের গন্ধ
আর মশার কামড়ে অস্বস্তিকর ঘুম –
বৃষ্টিকে এত মিস করিনা আর কখনো।
৭ টি মন্তব্য : “এই গরমে বৃষ্টির গান”
মন্তব্য করুন
😀 ১ম
2য়
ভালো লিখসো মামা ......... চালাইয়ে যা ...... :clap: :clap: :clap:
অনেকদিন পর কবিতা দিলেন, ভাল লাগল :boss:
একদম মনের কথা বলছেন, গত দুইদিনের মেঘ-বৃষ্টিতে মনে হচ্ছে স্বর্গে আছি।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভালো হইছে ভাইয়া :clap: :clap: :clap:
:just: গ্রেট..................
যারে বলে প্র্যাক্টিকাল কবিতা।
:clap: :clap: :clap: