(কবিতাটা লেখার পর মনে হলো এটা লেখার সময় কাজী নজরুল ইসলামের ‘সৃষ্টি সুখের উল্লাসে’ বুঝি আমার উপর ভর করেছিল…)
আজকে তোমার মনের মাঝে
বাদ্য বাজে
দুঃখ ভরা?
সুখ পাখিটা আজকে কেমন পাগল পারা
মনের মাঝে
আনমনা আজ মনটা তোমার সকল কাজে
কান্না-হাসির দোদুল-দোলায় চঞ্চলা
আজকে তুমি তাইতো কেমন মনভোলা
খুঁজছো তুমি সুখটাকে
মলিন করে মুখটাকে
আজকে তোমার হাতদুটো ঐ
কেমন করে মুখ ঢাকে!
সুখ পাখিটা আজকে কেমন পাগল পারা
মনের মাঝে
খুঁজছো তুমি সুখটাকে
আপন মনে পাড়ছো গালি মুখপোড়া ঐ দুখটাকে
হায়! খুঁজছো তুমি সুখটাকে
সুখ তুমি আজ না পাও যদি
সামনে কেবল দুঃখ-নদী
তোলো তোমার মুখটাকে
তাকাও আমার চোখের মাঝে
বাদ্য বাজে
শুনতে কি পাও আনমনে?
প্রিয়া, তোমার চোখদুটো যে
আমার চোখে গান শোনে
আনমনে।
হারাও তুমি সুখের মাঝে
আজকে তোমার মনের মাঝে
দুঃখটা আর পায় কি নাগাল
প্রাণপণে?
🙂
🙁
তোমার লেখার ভক্ত হয়ে যাচ্ছি :clap:
দেখেন, সবাই দেখেন …
আমি ফার্ষ্ট হয়াও বলি নাই যে আমি ফার্ষ্ট হইছি …
শিখেন ভাই সবাই বিনয় শিখেন …
কিডারে ?? x-(
আমার ডাইলগ মারছে :grr:
ও, বস নাকি ... আই হায় ...
মারেন বস, মারেন ...
কন্টিনিউ, কন্টিনিউ ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
;))
:))
:goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:hatsoff: :thumbup:
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
"প্রিয়া, তোমার চোখদুটো যে
আমার চোখে গান শোনে
আনমনে।"
:clap:
বাহ! বাহ!......... চমৎকার...চমৎকার...
চমৎকার লেখনী।
:clap:
সৈয়দ সাফী
কবিতা অসাধারণ,
তার চেয়েও অসাধারণ হইছে প্রথম বন্ধনীতে আবদ্ধ অনুভবের কথা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি আসলে বোঝাতে চেয়েছি যে, এই কবিতার ছন্দ এবং মাত্রাবিন্যাস 'সৃষ্টি সুখের উল্লাসে' দ্বারা প্রভাবিত। ব্যাপারটি ঘটেছে আমার অজান্তেই, প্রথম খেয়াল করেছি লেখা শেষ হলে পরে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি সবসময় সচেতনভাবে চেষ্টা করি যাতে অন্য কবির প্রভাব আমার মৌলিক কবিতাগুলোতে না থাকে। সবসময় সে চেষ্টা সফল হয় না। এটা তেমনই একটা লেখা। প্রথম বন্ধনীতে আবদ্ধ কথাগুলো এজন্যেই দিয়েছি।
অন্য কবির প্রভাব থাকলে সমস্যা কি?
এত চমৎকার লেখা, অথচ রেটিং নাই ??
৫ দাগায়া গেলাম।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দৈণ্যভাদ!!!
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আপনি জোস কবি ভাই। ভক্ত হয়ে গেলাম।
সৌমিত্র ভাইয়া যতই পড়ছি, মুগ্ধ হচ্ছি। 🙂
চমৎকার :clap:
চমৎকার একটা কবিতা।
আমি মুগ্ধ।
সুন্দর একটা কবিতা, পাঁচ দাগায়া দিলাম
ভাল্লাগছে 😀
ছন্দময় সুন্দর কবিতা । সৌমিত্র আর সিসিবি এর কবিকূলকে :boss:
তাঁদের সুন্দর সুন্দর কবিতা, আমার মত কবিতা বিমুখের মনেও কবিতা পড়ার আগ্রহ জাগাচ্ছে ।
এই কথাটা আমায় নতুন একটা কবিতা লেখার খোরাক জোগালো... পরের পোস্টটা পড়ার অনুরোধ রইলো।
নিশ্চয়ই 😀