বদনে করেছি কৃষ্ণবন পেয়ার,
লোহা দিয়ে কে যেন মোর ক্ষুর করে দিল তৈয়ার।
জলধি হইতে জল আর সাবান হইতে ফেনা,
কৃষ্ণবন ধ্বংসি আমি অধম একজনা।
চতুর্দশ বর্ষ হইতে মোর
ঊর্বরা হইল মুখ, লাগিল বড় ঘোর।
সাহারা মরুভূমির মতো ছিল আমার এ মুখখানা,
ঊর্বরা কঙ্গোবন বানাইল কানুন-এ-জামানা।
কখনো সাহারা বানাইবার করি ব্যর্থ প্রয়াস,
কিন্তু অন্তঃকৃষ্ণলতার অংকুরিতে বড়ই তিয়াস।
তাই তো রাতে ঘুমিয়া সকালে দেখি আমি
সেথায় কৃষ্ণবন, কোথায় মরুভূমি!
৩৭ টি মন্তব্য : “বদনে কৃষ্ণবন”
মন্তব্য করুন
1st 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
বস, আপনেকি কথাও সবসময়ে কাব্য করে বলেন? 😛
কবিতা কিছুই বুঝি নাই, তারমানে খুবই হাই কোয়ালিটির হইছে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এইটা সেভ করা নিয়ে লেখা, এখন বুঝা যায়? 😕
হমম, হিন্টস দেয়ার পর তো এক্কবারে পানির মতো সুজা ( নাকি ভেজা?) লাগল।
না বুঝায় হাই কোয়ালিটি মনে হয়েছিল, বুঝার পর তো সুপার হাই কোয়ালিটি মনে হচ্ছে। অসধারন... :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাহফুজ দোস্ত আমরা তো কবিতা উৎসব গুটিয়ে ফেলেছি ... কবিতা উৎসব তো শেষ ...
(মাহফুজ, বিশ্বাস কর কবিতাটা অসাধারণ হইছে। অনেক পুরনোদিনের বিখ্যাত কোন কবির কবিতা মনে হচ্ছিল পড়ার সময়। অসাধারণ, অসাধারণ।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
'কোবতে' পোস্ট করা কি বাদ দিমু ? তুই কইলে তাই সই 🙂
দোস্ত তুমি এইডা কি কইলা ??
ব্রাকেটের ভিতরে সিরিয়াস কমেন্ট আর ব্রাকেটের বাইরে ...
দুঃখ দিলা বন্ধু, দুঃখ দিলা।
এত সুন্দর কবিতা লিখতে পারলে আমি প্রতিদিন একটা কইরা দিতাম। তাইফুরের মত বাতিল লোকের কথায় কান দিতাম না।
(জুক্স কমেন্টের ভাত কি তবে উইঠা গেল ...)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা, তুই বাতিল মাল এই কথা যে হালায় কইবো তার শাদা শার্ট, উপ্রে তুলা হাত শুদ্ধা ব্যান চাই x-( x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
সহমত...তাইফুর ভাইর মত সদ্যপ্রস্ফুটিত তাজা মালকে বাতিল বলা একদমই ঠিক্না.. x-( x-( x-( x-(
:thumbup: :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঠি্কনা ঠিকনা x-( x-(
বণ্য ঃলারে সিস্টেম এন সাইজ করার উপায় কারো জানা আছে কি ?? থাকলে জানান।
-কর্তাপক্ষ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর,বন্যের মত একজন সুশীল শ্রেনীর ডাক্সাইটে ব্লগারকে নিয়ে আপ্নি যে ইংগিতপূর্ণ মন্তব্য করেছেন..তা তুলে নেওয়ার অনুরোধ কর্ছি- খালেক 🙂
বন্য মনুষ্য শ্রেনী বহির্ভূত হইবার কারনে তাহাকে 'সিস্টেম এন সাইজ করার উপায়' এখনো বাহির করা সম্ভবপর হয় নাই, তবে গবেষণা চলিতেছে- শুক্লপক্ষ :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নিজে উদ্ভীজ্য শ্রেণী হইয়া মনুষ্য শ্রেণী লইয়া কথা কওয়ায়, যাহা বুঝিবার বুঝিয়া লন।
-কর্তাপক্ষ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বুঝলাম................................... :-B
উদ্ভিদের প্রাণ আছে তারা কথা কইতে পারে 😀 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
গ্রিশিন গ্রহের উদ্ভিদগুলার ভাবই আলাদা.. :boss: :boss: :boss:
রেজারের কাহিণী ??
চরম মামা চ্রম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঠিক আছে , ঠিক আছে :awesome: :awesome:
কি তামশা ! সব ফকফকা 😀 😀
অহন তো প্লাটিনাম যুগ। লোহা দিয়া শেভ করলে ব্যথা পাইনা না? তাইফুর তুমার বন্ধুরে জিলেট কিন্যা দাও। গালগুল কাইট্যা গেলে শেষে কেলেংকারি হইবো। অত রাইতে ডাক্তার পামু কই?
রাগ কইরো না ভাই। মজা করলাম। ভালো লেগেছে। :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বান্দর কি বুঝে আদার মজা ... ??
(বস, নিজের পয়সা, তাই লোহা দিয়া শেইভ করত। এইমাত্র খোজ নিলাম, বিয়ার পরে জিলেট মাক থিরি যৌতুক পাইছে ... আমার দোস্তের খদ্দল খদ্দল বদন এখন মসৃন হওয়ার পথে ...
(তবে পূর্ব অভিজ্ঞতা জিইয়ে রাখতে বন্ধু আমার 'ফোম' ইউজ করতে অস্বিকৃতি জানাইছে)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শেভ করা নিয়ে কবিতা???? 😮 😮
হিন্ট্স না দিলে মনে হয় না নিজে নিজে বুঝতে পারতাম... 🙁
আমি কবিতা বুঝি না কেন????? :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup: :thumbup: :thumbup:
বলার পর ব্যাপক লাগছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওহ! দারুন কবিতা! শেভ করার ঘটনা নিয়ে যে এত জোওস ভাষায় লেখা যায়! :boss: :boss: :boss:
কেমন আছেন মাহফুজ ভাই?
আন্দালিব মাহফুজ'রে কইছে দারুন কবিতা। ... :grr: :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😉 😉 😉
ভাল আছি, তোমার খবর কি?
কবিতাটা কেমন যেন কমন কমন লাগতেসে.........। 😀 😛
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
মনে হয় তোমাদের সময় পাঠ্য বইয়ে ছিল। আমাদের HSC তেও মাহফুজের লেখা "তোপসে মাছ" কবিতা পাঠ্য ছিল।
"গুণেতে সবাই কেনা কেনা করে সব?
কেন কেন কেনা কেনা কেনা করে রব।"
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 😮
:bash: :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:goragori: :goragori:
ঈশ্বর চন্দ্র গুপ্তের ছন্দকে অনুসরণ করা হয়েছে, ছন্দ তো অনুসরণ করা যায় - তাই না?
দারুন কবিতা.. 😀
মাহফুজ ভাই,আপনি তো মিয়া হয়েই গেলেন... 😉
মাহফুজ ভাই, :thumbup: :thumbup:
মাহফুজ, কবিতাটা প্রথমবার পড়ে না বুঝেও খুব ভাল লেগেছিল। ছন্দ আর ধাঁচটার জন্য। তারপর তোর কমেন্টে দেখলাম
আমি ভাবলাম save করা নিয়া লেখা ... আবার পড়লাম ... ততক্ষণে দেখি আহসান আকাশ বুইঝা ফেলছে ... আমি কিন্তু তখনও word document save করা জাতীয় কোণ থেকে মিলানোর চিন্তায় ব্যাস্ত। আসলে
ক্ষুর বলতে নাপিতের অস্ত্র খানা'র কথা বেমালুম ভুলে ঘোড়া'র জুতা টাইপ কিছু ভেবে ... ততক্ষনে কামরুল, সানা ভাই বুইঝা ফেলছে। জুনা আর আন্দা'র কমেন্ট না পড়া পর্যন্ত আমার ধন্দ, ধন্দ হয়েই রয়ে গেল ... ত্তখন হইল ব্যাবাক ফকফকা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥