টুকলিফাইং – ০১

কল্পনা মানে হল একটা সত্যিকে দেখতে পাওয়া, মনে মনে দেখতে পাওয়া। যা দেখছ সেটা যদি এই মুহুর্তে তোমার সামনে সশরীরে উপস্থিত নাও থাকে, কিছু এসে যায় না। তুমি মনে মনে দেখতে পাচ্ছ বলেই সেটা সত্যি। আজ যা দেখতে পাচ্ছ একদিন হয়তো তার বাস্তব প্রমাণ পাবে। হয়তো কোনওদিন প্রমাণ পাবে না। তবু, মনে মনে যা দেখবে সেটা কোথাও সত্যি। মনে মনে একটা সত্যিকে দেখতে পাওয়া! আবার বাস্তবে যখন দেখবে তাকে, যদি দেখতে পাও… প্রমাণটা তোমাকে তোমার দেখার বিরুদ্ধে যেতে বলে, মেনে নেবে, মেনে নেবে তবে। কিন্তু জানবে তোমার মনে মনে দেখাটা মিথ্যে হয়ে যাচ্ছে না। কোথাও, অন্য কোথাও, আর কারও কাছে সেটা সত্যি হয়ে আছে। অথবা কোনওদিন সত্যি হয়ে উঠবে না।
(সাঁঝবাতির রূপকধারা / জয় গোস্বামী)

১,৩৪৩ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “টুকলিফাইং – ০১”

  1. ইয়ে মানে-আমি গতকাল মনে মনে কল্পনায় দেখছি শিল্পা শেঠী আর আমি...(সেন্সর্ড)

    তাইলে কি ইহাই সইত্য ~x( ???

    অফ টপিক-বেলাইনে অশালীন কথার ইঙ্গিত দেওয়ার জন্য ব্লগার মাস্ফ্যুর ভ্যাঞ্চাই

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।