কল্পনা মানে হল একটা সত্যিকে দেখতে পাওয়া, মনে মনে দেখতে পাওয়া। যা দেখছ সেটা যদি এই মুহুর্তে তোমার সামনে সশরীরে উপস্থিত নাও থাকে, কিছু এসে যায় না। তুমি মনে মনে দেখতে পাচ্ছ বলেই সেটা সত্যি। আজ যা দেখতে পাচ্ছ একদিন হয়তো তার বাস্তব প্রমাণ পাবে। হয়তো কোনওদিন প্রমাণ পাবে না। তবু, মনে মনে যা দেখবে সেটা কোথাও সত্যি। মনে মনে একটা সত্যিকে দেখতে পাওয়া! আবার বাস্তবে যখন দেখবে তাকে, যদি দেখতে পাও… প্রমাণটা তোমাকে তোমার দেখার বিরুদ্ধে যেতে বলে, মেনে নেবে, মেনে নেবে তবে। কিন্তু জানবে তোমার মনে মনে দেখাটা মিথ্যে হয়ে যাচ্ছে না। কোথাও, অন্য কোথাও, আর কারও কাছে সেটা সত্যি হয়ে আছে। অথবা কোনওদিন সত্যি হয়ে উঠবে না।
(সাঁঝবাতির রূপকধারা / জয় গোস্বামী)
১৩ টি মন্তব্য : “টুকলিফাইং – ০১”
মন্তব্য করুন
1st
ভাইয়া বেশ ভাল লাগল কথা গুলা, মনে মনে যে আমি কত কিছু দেখি ...
আমিও দেখপো...... :((
বড়ই কঠিন।
৩ বার পড়লাম,আরো ৩/৪ বার পড়তে হবে।
‘সাঁঝবাতির রূপকথা নামে একটা সিনেমা আছে। ভারতীয় বাংলা। সুন্দর। এটার আডাপ্টেসন কিনা জানেন ? 🙂
'সাঁঝবাতির রূপকথারা' না?
হ্যা...এইটা জয় গোস্বামীর কাহিনীর চলচ্চিত্রায়ন...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
নাম টুক্লিফাইং দিছ ক্যান দোস্ত ... 😕
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:clap: :clap: :clap: :clap:
Life is Mad.
টেস্টিং ফেস্টিং
সাতেও নাই, পাঁচেও নাই
মাহফুজ ভাই, ব্লগে প্রথম নন-কবিতা পোস্ট এর অভিনন্দন... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাহফুজ ভাই,
অভিনন্দন :boss:
ভালো লাগল 😀
ইয়ে মানে-আমি গতকাল মনে মনে কল্পনায় দেখছি শিল্পা শেঠী আর আমি...(সেন্সর্ড)
তাইলে কি ইহাই সইত্য ~x( ???
অফ টপিক-বেলাইনে অশালীন কথার ইঙ্গিত দেওয়ার জন্য ব্লগার মাস্ফ্যুর ভ্যাঞ্চাই
:boss: :boss: