খুঁজে বেড়াই সহজ কবিতা

অজস্র কবিতায় কঠিন সব শব্দের খেলা
বুঝতে পারি না কিছুই – নিজেকে বড়ই ক্ষুদ্র মনে হয়।
মনে হয় আমি এখনও অনেক ছোট,
এখনও কবিতা বুঝতে গিয়ে অন্ধকারে ডুবে যাই আমি,
সহজ বাংলায় ‘ভালবাসি’ না বলে কবি কেন যে লিখে ফেলেন
দুই লাইনের শব্দজট – এখনও মাথায় আসে না আমার;
সহজ শব্দের ‘জল পড়ে, পাতা নড়ে’ আজ যেন হারিয়ে গেছে –
‘দুর্বোধ্য’ আজ যেন ‘ভাল’ শব্দের প্রতিরূপ,
অথচ এই নূতন ‘ভাল’ কবিতা হয় তো হারিয়ে ফেলছে
আসছে দিনগুলোর নূতন পাঠক – কি জানি, হয় তো বা না,
মনে হয় আমি বুঝি না কবিতার এই বিবর্তন –
দাদাঠাকুরের তিন প্রহরের বিল দেখতে আজও বহুদিন বাকী ।

৮৫২ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “খুঁজে বেড়াই সহজ কবিতা”

  1. পাভেল (১৯৯৩-৯৯)
    দাদাঠাকুরের তিন প্রহরের বিল দেখতে আজও বহুদিন বাকী

    এইটাও কিন্তু অনেকে না বুঝতে পারে মাহফুজ ভাই 🙂
    সহজ কঠিনটা আপেক্ষিক ব্যাপার। ব্যক্তিগতভাবে আমার কাছেও অধিকাংশ আধুনিক কবিতা দুর্বোধ্য ঠেকে। বেশীরভাগ লোকেই মনে হয় কবিতা লিখে নিজের ভালো লাগার জন্য। অন্যদের ভালো লাগলে সেইটা একটা বাড়তি পাওনা। এইজন্যে কেউ আর সার্বজনীন গ্রহনযোগ্যতা নিয়ে খুব একটা মাথা ঘামায়না বলে আমার ধারনা।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।