একটি নষ্ট কবিতা – ভদ্রজন পড়বেন না দয়া করে

মাগীর পাছা দেখলেই শালা কাজী অফিস খুঁজে;
ছ্যাঁকা খেতে খেতে বুক থেকে উঠেছে এখন মুখে –
গাঁজায় হাঁকে দম, কল্কি পুড়ে ছারখার,
ড্রেনে খুঁজে ফেন্সি-ডাল – জব্বর খাসা মাল।
নেশার ঘোরে দেখে রঙিন স্বপ্ন – নগ্ন নারীর বুক,
শিশ্নতে যায় হাত, মৈথুনে তার অতৃপ্ত সুখ।
বুকে গ্যাসের জ্বালা নিয়ে সকালে তাতায় রোদ –
রক্তাভ চোখে নোংরা মুখে রাস্তায় দাঁড়ায় নির্বোধ।

একদিন এই ছেলেটির চোখে ছিল জীবনের কত স্বপ্ন,
প্রেমিকার হাতে রাখত হাত – ঘড়ির কাঁটা হ’ত বন্ধ।
এভাবেই দিন চলে যাবে – সে ভেবেছিল বোকার মতো,
হঠাৎ ভাঙন এসে করে দিল তার জীবন্‌টা এলোমেলো।
হয়তো সেই হাত সেদিন ছুটে না গেলে জীবন অন্যরকম হ’তো –
হয়তো আজ সে বাস্‌স্টপে কাজে যাবার জন্যই দাঁড়াতো।

২,৩৪১ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “একটি নষ্ট কবিতা – ভদ্রজন পড়বেন না দয়া করে”

  1. বাস্তবতার কি কর্কশ ছবি!!
    তবে এই টাইপ পোলাপাইনের প্রতি আমার খুব একটা মমতা নাই-লুজারের দল ছ্যাঁক খেয়ে ভাবে জীবন শেষ।এইগুলারে সিসিবির জীবনের গল্প পড়ানো দরকার।

    কবিতা ভাল লাগছে মাহফুজ ভাই!

    অফ টপিক-ক্লাস সেভেনে আমি আর আপনি একবার হসপিটালে এডমিট ছিলাম। আপনের তখন এইচ এস সি পরীক্ষা আসি আসি করতেসে।বস,খাস বাংলায় যেই গালিগুলা দিছিলেন সেইগুলা মনে হইলে এখনো ডর লাগে।পরে অবশ্য জুনিয়রদের উপর একই কাজ করছি 😀

    জবাব দিন
  2. টিটো রহমান (৯৪-০০)

    ভাগ্যিস ভদ্রজন নই কাজেই পড়তে বাধা নেই............এবং ছমতকার বলতেও বাধা নেই :boss: :hatsoff:

    হয়তো সেই হাত সেদিন ছুটে না গেলে জীবন অন্যরকম হ’তো –
    হয়তো আজ সে বাস্‌স্টপে কাজে যাবার জন্যই দাঁড়াতো।


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    কর্কশ শোনালেও কবিতাটা অনেকটা জীবনের মতই নির্মম সত্য...

    তবে, মাস্ফ্যুর মত আমারো এইসব লুজারদের জন্য কোন সহমর্মিতা নাই...

    বস, আপনার কবিতাগুলা পড়তে খুব ভালো লাগতেসে...আমাদের সিসিবি তে এই ব্যাপারটায় শুধু একটু অপূর্ণতা ছিল মনে হয়...আপনি সেই অভাবটা পূরণ করে দিচ্ছেন... :hatsoff:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)

    প্রথম প্যারায় ভাষাটা কর্কশ মনে হয়েছে। এটা কবির স্বাধীনতা। তিনি এই ভাষা ব্যবহার করতে পারেন। কিছু কর্কশ বাস্তবতা ফুটিয়ে তুলতে কর্কশ ভাষা ব্যবহার করতেই হয়।

    কবিতাতে গতি আছে। বক্তব্য আছে। একটু যেন হাহাকারও পেলাম শেষ লাইন দুটোতে।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  5. সাইফ (৯৪-০০)
    প্রথম প্যারায় ভাষাটা কর্কশ মনে হয়েছে। এটা কবির স্বাধীনতা। তিনি এই ভাষা ব্যবহার করতে পারেন।

    =)) =)) :just: :just:

    ...........হা হা হা হা হা,
    অফ টপিক ঃ বস কি ছ্যাকা ট্যাকা খাইছিলেন নাকি কোন কালে..... :pira: ....।।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।