আজ অন্যরকম সকাল, সূর্যটা আজ অন্যরকম –
আজ তোমাকে ভালবাসতে ইচ্ছে করে একটু অন্যরকম।
আজ স্বপ্ন দেখতে ইচ্ছে করে তোমায় নিয়ে অন্যভাবে,
আজ স্বপ্নরা সব অপেক্ষাতে তোমায় রাঙাবে বলে।
আমি আনন্দে আনন্দে নেচে বেড়াই তোমায় ভালবেসে,
নিজেকে আজ বড় ভাল লাগে তোমায় ভালবাসি বলে।
তুমি কি ভাবছ পাগল হয়েছি, বলছ একি হল আমার –
বিশ্বাস কর, আজ সকালে সূর্য উঠেছে পাগল হবার।
তোমাকে আজ হাসতে দেখেছি ভোরের আলোতে,
আজ মনে হল সব পেয়ে গেছি তোমায় খুশি দেখে।
তোমার কন্ঠে আজ শুনেছি নূতন দিনের গান,
আজ তোমায় নিয়ে মাতব আমি সারাটা দিনমান।
আজ তোমায় নিয়ে স্বপ্ন দেখব নানারকম সুরে,
আজ তোমাকে রানী করে নিব আমার রাজত্বে।
তুমি কি আমার ভালবাসাকে একটু সাজিয়ে দিবে ?
খুব বেশী না, কেবল তুমি একটুখানি হাসবে।
২০ টি মন্তব্য : “অন্যরকম তুমি”
মন্তব্য করুন
কবে যে কাউকে এভাবে বলব??? :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমার ও একই রকম আক্ষেপ 🙁
মাহফুজ ভাই , যদি কখনও সুযোগ আসে... তাইলে আপনার কবিতার দুই লাইন নিজের বলে চালিয়ে দিব... 😉 😉
কবীর ভাই, আমি তো ভাব্লাম ঊল্টা, কবে কে আমাকে এভাবে বলবে! :dreamy: :dreamy: 😉
মাহফুজ ভাই, কবিতা জোশ লাগছে! আরো দেন কয়েকটা, পড়ব!
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ধুর আমার লজ্জা লাগে। 😛 কিছু কমু না 😉
আমি কি এই লাইন দুইটার অন্তর্নিহিত অর্থ মিস করলাম? 🙁
আমার কাছে তো নিটোল প্রেমের মিষ্টি প্রকাশ বলে মনে হইতেসে...কিন্তু কামরুল দুষ্টু টার হাসি+লইজ্জা দেইখা একটু ধন্দে পইড়া গেলাম... 😮
দাড়ান, চশমাটা পইরা নেই :-B
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই
আপনি এতো মিষ্টি করে দুষ্ট বলেন শুনতে ভালো লাগে 😉
মনডা উদাস কইরা দিলিরে মাহ্ফুজ, অনেক পুরান কথা মনে পইরা গেল :dreamy:
শফি ভাই এখন কুমিল্লায়তো, তাই। ঢাকার কথা মনে পড়তেসে মনে হয়। 😕
😕 ওরে না...
আমার কবিতা চুরি হয়ে গেল রে... ~x(
মাহফুজ ভাই ঠিক এমনই একটা কবিতা লিখতে চেয়েছিলাম, কিন্তু আপনিই আগে সেরে ফেললেন। সুন্দর কবিতা, মন ছুঁয়ে গেল।
আহা :dreamy: :dreamy: :dreamy:
দোস্ত, এই লাইনটা অসাধারণ লাগলো আমার কাছে :thumbup:
সাবাস বন্ধু :clap: , আরো চাই :boss:
পড়া নয়, গলা উঁচিয়ে নিজেকে শুনিয়ে শুনিয়ে আবৃত্তি করলাম।
(ভাগ্যিস রুমমেট নেই এখন - থাকলে কর্কশ কাককন্ঠের জন্য টিটকারি শুনতে হতো 😛 😛 )।
অনবদ্য বন্ধু অনবদ্য :boss: :boss: ।
Life is Mad.
কর্কশ কাককন্ঠ ??? :-/
তোর কোন লেখায় না যেন বলছিলি রিনরিনে না কি একটা কন্ঠের কথা 😉 যার জন্য তোরে নাটক না কারেন্ট এ্যাফেয়ার্স করতে হইছিল কলেজে। মেললো নাতো :no:
:khekz:
আমি ঠিক এইডাই সন্দো করতেছিলাম........কেউ না কেউ এই প্রসঙ্গ তুলবই তুলব x-( 😛 😛 ।
আরে ব্যাডা ১৬ বচ্ছর আগে তুই ই বা কি আছিলি??????
Life is Mad.
রহমান ভাই
মোটেও রিনরিনে কন্ঠের ছিলো না। উনার রিনিঝিনি কন্ঠ ছিলো। 😉
:khekz: :khekz:
Life is Mad.
:)) :)) :)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নিটোল প্রেমের মিষ্টি কবিতা 😡 😡 😡 😡 😡 😡 😡
আপনারে আমি খুঁজিয়া বেড়াই