সম্পর্ক ভেঙে যাওয়ার দু’বছর পর

এই বেশ ভালো আছি –
শেষ হয়ে যাওয়া ভালোবাসার চর্বিত চর্বন নিয়ে
জাবর কাটছি শেষ হওয়া বলদের মতো।
যে যাই বলুক, ভালোবাসাহীনতার এক চরম আনন্দ আছে –
আর তা হলো দায়বদ্ধতাহীনতার সুখ, উপরি হিসেবে নতুন গাভীর স্বপ্ন।
আমার দীর্ঘ প্রেমময় জীবনের সুখস্মৃতিগুলো
কালের ধূলোয় হারিয়ে যাচ্ছে, যাবে;
দগদগে ঘা-এর মতো আরো উজ্জ্বল হবে
সেই সময়ের কষ্টগুলো – বর্তমানে সেগুলোই বেশী মনে পড়ছে।
নতুন গাভীর সন্ধানে আমি আর একবার
বলদ থেকে ষাঁড় হতে চাই।
অথচ বলদ-জীবনের এই নিস্তরঙ্গতায় আমি ভীতু হয়ে পড়ছি –
পারব কি ষাঁড়ের মতো ক্ষ্যাপা হ’তে আর একবার?

১,৬৩১ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “সম্পর্ক ভেঙে যাওয়ার দু’বছর পর”

  1. রহমান (৯২-৯৮)

    দোস্ত,
    বলদ আর ষাঁড়ের মধ্যে পার্থক্য কোন জায়গায় জানিস তো??? 😉 😛 😀

    বলদ থেকে ষাঁড় হওয়া কিন্তু বাস্তবে অসম্ভব। কিন্তু কবিতায় অনেক কিছুই রূপক অথে ব্যবহার করা হয়। তুই হয়তো ষাড়ের মতো তেজী হওয়া, বা সাহসিকতার উদাহরন হিসেবে বজঝাতে চাচ্ছিস :-B হয়তো আমাদের বুঝতে ভুল হচ্ছে 😛 ।

    এনিওয়ে, যাষ্ট কিডিং... নেভার মাইন্ড 🙂

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।