এই বেশ ভালো আছি –
শেষ হয়ে যাওয়া ভালোবাসার চর্বিত চর্বন নিয়ে
জাবর কাটছি শেষ হওয়া বলদের মতো।
যে যাই বলুক, ভালোবাসাহীনতার এক চরম আনন্দ আছে –
আর তা হলো দায়বদ্ধতাহীনতার সুখ, উপরি হিসেবে নতুন গাভীর স্বপ্ন।
আমার দীর্ঘ প্রেমময় জীবনের সুখস্মৃতিগুলো
কালের ধূলোয় হারিয়ে যাচ্ছে, যাবে;
দগদগে ঘা-এর মতো আরো উজ্জ্বল হবে
সেই সময়ের কষ্টগুলো – বর্তমানে সেগুলোই বেশী মনে পড়ছে।
নতুন গাভীর সন্ধানে আমি আর একবার
বলদ থেকে ষাঁড় হতে চাই।
অথচ বলদ-জীবনের এই নিস্তরঙ্গতায় আমি ভীতু হয়ে পড়ছি –
পারব কি ষাঁড়ের মতো ক্ষ্যাপা হ’তে আর একবার?
১৪ টি মন্তব্য : “সম্পর্ক ভেঙে যাওয়ার দু’বছর পর”
মন্তব্য করুন
1st :grr:
:clap: :clap: :clap:
আরি সব্বোনাশ, পোলাটায় কয় কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুমমমম।
কিছু মনে কইরেন না ভাইয়া, কবিতাটা আমার কাছে কিছুটা ক্লিশ মনে হইছে।
আমার বুঝার ভুলও হইতে পারে।
বেয়াদবি মাফ করবেন।
:clap: :clap:
দোয়া করি আবার আপনার গাভী মিলুক।।
মাহফুজ ভাই, আসছেন দেখে খুব ভাল লাগল...
😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😮 😮 😮 😮 😛 😛 😛 😛 😛 😉 😉 😉 😉
:awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
"এই বেশ ভালো আছি –
শেষ হয়ে যাওয়া ভালোবাসার চর্বিত চর্বন নিয়ে
জাবর কাটছি শেষ হওয়া বলদের মতো।"
🙁
এই লাইনদুইটাই চোখে আটকাইলো 😀 😀 😉 ।
Life is Mad.
আমার আটকাইছে এইখানে
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও চরম আনন্দে আছি...এবং বোনাস হিসাবে নিত্য নতুন স্বপ্ন দেখে যাচ্ছি... :-B O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পারবে ইনশাল্লাহ? এখনো তো যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় শেষ হয়ে যায় নাই ভাই।
দোস্ত,
বলদ আর ষাঁড়ের মধ্যে পার্থক্য কোন জায়গায় জানিস তো??? 😉 😛 😀
বলদ থেকে ষাঁড় হওয়া কিন্তু বাস্তবে অসম্ভব। কিন্তু কবিতায় অনেক কিছুই রূপক অথে ব্যবহার করা হয়। তুই হয়তো ষাড়ের মতো তেজী হওয়া, বা সাহসিকতার উদাহরন হিসেবে বজঝাতে চাচ্ছিস :-B হয়তো আমাদের বুঝতে ভুল হচ্ছে 😛 ।
এনিওয়ে, যাষ্ট কিডিং... নেভার মাইন্ড 🙂
=)) 😀
সংসারে প্রবল বৈরাগ্য!