মেঘে মেঘে তো অনেক বেলাই হলো,
এবার গুছিয়ে নেওয়ার পালা, একমুখী পথ…
গন্তব্যে নিরন্তর ছুটে চলা।
ছুটে চলাই নিজের লক্ষ্য,
তবে কেন মায়ার শৃংখলে নিজেকে বাঁধা?
একটু একটু করে নয়, একেবারে ছিন্ন করব সব বন্ধন,
আকাশের নীল রঙে নিজেকে রাঙাব বলে
পাখির ডানার মতো মেলে ধরব এই দু’টি হাত –
শিকারীর বিষাক্ত তীর আর বিঁধবে না আমার মাংসপিণ্ডে,
অনেক উঁচুতে হারিয়ে যেতে চাই;
যেখানে আকাশ নীল থেকে আরও নীল।
১৫ টি মন্তব্য : “বিহঙ্গ বিলাস”
মন্তব্য করুন
😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আজকের বিজয়ী টিটো ভাই, আপনাকে অভিবাদন। :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:
অভিবাদনধুইয়া পানি খামু ? 😡 😡 😡 😡 মিষ্টি থাকলে তার্তাড়ি ক 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মিষ্টি লকারে রাখছিলাম, হাউস প্রিফেক্ট সীজ করছ। 🙁 :(( :(( :((
লকারর মিষ্টিতে যে থুথু মাখাইয়া রাখছিলি তা কি হাউস প্রিফেক্ট জানে? নইলে তো ব্যাচসুদ্ধা দাওয়াত দিয়া খাওয়াইবনে........................ ;)) ;)) ;)) .
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:clap:
দারুন...কবিতা সপ্তাহ চলতেছে মনে হইল...... :clap: :clap:
তুমি না বিয়া করলা ছয়মাসও হয় নাই, এখনি এই অবস্থা? 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ছয় মাস না বস, নয় মাস হয়ে গেছে 😛
Very interesting and amusing subject. I read with great pleasure.
কিরে বিয়া করলি নয়মাসও হয় নাই, এখনি এই অবস্থা? 😀 :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
মাহফুজ ভাই, বিয়া করছেন নয় মাস দুই ঘন্টা...এখনি এই অবস্থা? 😀 :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মন খারাপ আছে। কবিতাটাও মন খারাপের। ভালো লাগছে তাই পড়তে। 😀