বিহঙ্গ বিলাস

মেঘে মেঘে তো অনেক বেলাই হলো,
এবার গুছিয়ে নেওয়ার পালা, একমুখী পথ…
গন্তব্যে নিরন্তর ছুটে চলা।
ছুটে চলাই নিজের লক্ষ্য,
তবে কেন মায়ার শৃংখলে নিজেকে বাঁধা?
একটু একটু করে নয়, একেবারে ছিন্ন করব সব বন্ধন,
আকাশের নীল রঙে নিজেকে রাঙাব বলে
পাখির ডানার মতো মেলে ধরব এই দু’টি হাত –
শিকারীর বিষাক্ত তীর আর বিঁধবে না আমার মাংসপিণ্ডে,
অনেক উঁচুতে হারিয়ে যেতে চাই;
যেখানে আকাশ নীল থেকে আরও নীল।

১,২৭২ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “বিহঙ্গ বিলাস”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।