কষ্টরা বারেবারে আমার বুকে আঘাত পেয়ে যায়;
কষ্টরা আমাকে ভালবাসে তাই
আমাকে ছেড়ে যেতে তাদের কষ্ট হয়।
আমিও কষ্টকে ভালবাসি তাই কষ্টকে আমি কষ্ট দেই;
কেন না কষ্টরা আমাকে কষ্ট দেয়,
কষ্টের বদলে তাদেরকে সুখ কি করে আমি দেই!
আমি কষ্টকে ভালবাসি তাই কষ্টকে পেতে চাই,
কষ্ট আমার বুকে আছে তাই সুখকে ঘৃণা করে যাই।
১৮ টি মন্তব্য : “কষ্ট”
মন্তব্য করুন
১ম 😀
কেনো দোস্ত ????? 😮 😮 😮
তা কি আর মনে আছে দোস্ত, লিখছিলাম তো ১৩ বছর আগে 🙁
কষ্টের মাঝে ও একধরনের আনন্দ আছে।
ঠিক বলেছেন, ভাবী।
মাহফুজ ভাই, কবিতাটা পইড়া বহুত কষ্ট পাইলাম...(শিরোনামসহ মোট ১৩টি :-B )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হুমম আমিও 🙁 ( জুনা ভাইয়ের কমেন্ট সহ ১৪টি :-B )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:clap: :clap: :clap: :clap: ভালো ছিল :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:(( :((
:clap: :clap: :clap:
Kosto keno ei bukta jure... (ehsan vai mcc er ekta gan)
মাহফুজ ভাই, কয়দিন পর পর হাওয়া হইয়া যান কই?
কবিতায় পাঁচাইয়া গেলাম। 🙂
ধন্যবাদ 🙂
দোস্ত অনেকদিন পর :hug: :hug:
কিন্তু এতদিন পর এত কষ্ট নিয়া 🙁
যাইহোক, সুখ্রে আজীবন ঘৃণা :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
মাহফুজ ভাই, অনেকদিন পর আসলেন। কেমন আছেন? কবিতা বরাবরের মতই অতি সুন্দর।
মামা তোমার ডিসপ্লের ছবিটা চেন্জ কৈরা দাও। পাঞ্জাবি আর ঝোলা নিয়া একটা ছবি তোল। ক্লিন শেভ আর সানগ্লাস তোমার ইদানিংকালের তুমুল কবি পারসোনালিটির সাথে যাইতেছেনা।
গাছেরাও তাইলে কষ্ট পায় ...
(মামা, ৯২-৯৮ এর ভরসা এখন তুই আর মইনুল ... থামিস না মামা, চালায়া যা)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সাল্লুরে, তোর প্রোফাইল পিক দেখে তো ভবঘুরে পথচারী বলে মনে হয়। মাঝে মাঝে দুয়েকটা কাহিনী ছেড়ে দে আমাদের জন্যে ......
"ভবঘুরে পথচারী" ????
বেশ একটা সাহিত্যিক আবহ চারদিকে।