আবার ফিরে যেতে ইচ্ছা করে

আজকে রওনা দিলাম মিরপুর । আশফাক আর রাসেল এর সাথে দেখা করতে । যাওয়ার পর গল্প জমে উঠল । প্রথমেই খোজ নিলাম পোলাপাইনের। হাসিব কোথাই রে এখন ? অনেকদিন ওর সাথে যোগাযোগ নাই। শুনলাম নুর নাকি আয়ুব এর সাথে দেখা করতে অর বাসাই গেছিল? শালার প্রেম এখনও কমে নাই । হেসে উঠলাম সবাই । অনেকদিন পর একসাথে বসা আমাদের। এ কথা সে কথার পর আসলো ক্যাডেট কলেজ এর কথা। আমি বললাম খুব মিস করি রে কলেজ রে, আগে বুঝিনাই। পোলাপাইন রে তো আরো। গল্প চলতে লাগলো । আমি হারিয়ে গেলাম কলেজ এ । সব মনে পড়তে লাগল । খুব খারাপ লাগছিল সেই দিন গুলার জন্য । হঠাৎ আশফাক খোচা মারল। জিজ্ঞেস করল কই হারাই গেছিলি ?? আমি তখন বললাম, ” আবার ফিরে যেতে ইচ্ছা করে রে দোস্ত।”

( ভুল হলে মাফ করে দিবেন । এটা ক্যাডেট কলেজ ব্লগ এ আমার প্রথম লিখা। খুব এলোমেলো। আশা করি লিখা আরো ভাল করতে পারব।)

২,২৭৭ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “আবার ফিরে যেতে ইচ্ছা করে”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    স্বাগতম!
    প্রিন্সিপাল স্যাররে খুঁইজ্জা বাইর কইরা :frontroll: দাও তাড়াতাড়ি।
    তারপর অনেকগুলা লেখাদাও। পাবনার আরো পোলাপাইনরে :frontroll:
    দিতে দিতে নিয়া আসো এইখানে।

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    মেহেদি,
    পাবনা'র পোষ্ট খুব কম ... একটু নজর দিও।
    লিখতে থাক ...

    যেমন ইচ্ছে লেখার তোমার ব্লগের পাতা


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    ভাসানী হাউজ এ ছিলাম রাব্বি ভাই…

    ভাসানী হাউজে নাকি সাপ পাওয়া যায়।নিচতলা ত :-/
    স্বাগতম। সর্পিল গতিতে লেখা চালিয়ে যাও(আহারে সাপের কোন ইমো নাই ~x( ) তবে অবশ্যই ওয়েলকাম পাঙ্গা শেষ করে।
    উ শুড নো " পাঙ্গা ইজ স্ক্রিন টেস্ট বিফোর স্টার্টিং ব্লগিং" :goragori:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।