আজকে রওনা দিলাম মিরপুর । আশফাক আর রাসেল এর সাথে দেখা করতে । যাওয়ার পর গল্প জমে উঠল । প্রথমেই খোজ নিলাম পোলাপাইনের। হাসিব কোথাই রে এখন ? অনেকদিন ওর সাথে যোগাযোগ নাই। শুনলাম নুর নাকি আয়ুব এর সাথে দেখা করতে অর বাসাই গেছিল? শালার প্রেম এখনও কমে নাই । হেসে উঠলাম সবাই । অনেকদিন পর একসাথে বসা আমাদের। এ কথা সে কথার পর আসলো ক্যাডেট কলেজ এর কথা। আমি বললাম খুব মিস করি রে কলেজ রে, আগে বুঝিনাই। পোলাপাইন রে তো আরো। গল্প চলতে লাগলো । আমি হারিয়ে গেলাম কলেজ এ । সব মনে পড়তে লাগল । খুব খারাপ লাগছিল সেই দিন গুলার জন্য । হঠাৎ আশফাক খোচা মারল। জিজ্ঞেস করল কই হারাই গেছিলি ?? আমি তখন বললাম, ” আবার ফিরে যেতে ইচ্ছা করে রে দোস্ত।”
( ভুল হলে মাফ করে দিবেন । এটা ক্যাডেট কলেজ ব্লগ এ আমার প্রথম লিখা। খুব এলোমেলো। আশা করি লিখা আরো ভাল করতে পারব।)
১ম 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমি তো দেখি ঐতিহাসিক পোস্টে প্রথম হইলাম 😀 কতদিন পর পাবনার একটা পোস্ট আসল 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
সু স্বাগতম :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
নিয়মিত লিখব ইনশাল্লাহ ।
ধন্নবাদ ভাইয়া 🙂 🙂 🙂
স্বাগতম!
প্রিন্সিপাল স্যাররে খুঁইজ্জা বাইর কইরা :frontroll: দাও তাড়াতাড়ি।
তারপর অনেকগুলা লেখাদাও। পাবনার আরো পোলাপাইনরে :frontroll:
দিতে দিতে নিয়া আসো এইখানে।
ঐ.. :grr:
ব্লগে স্বাগতম ।
মেহেদী কোন হাউজে ছিলা ?? চালায়ে যাও। :clap: :clap:
আজব, কেউ পোলাটারে বলে নয ১ম পোষ্ট দিলে কি করতে হয়? সানা ভাই দেখলে... ভাইয়া, ১০টা :frontroll: আগেই দিয়ে দাও
ব্লগে স্বাগতম...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মেহেদি,
পাবনা'র পোষ্ট খুব কম ... একটু নজর দিও।
লিখতে থাক ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
স্বাগতম...... :clap: :clap:
শুভ লেখালেখি।
দিয়ে দিলাম ১০ টা :frontroll:
চেষ্টা করব আরো লিখার...
পোলাপাইন কে বলতেছি...
ভাসানী হাউজ এ ছিলাম রাব্বি ভাই...
ধন্যবাদ সবাইকে 🙂 🙂
আজক্যা আমি তোরে পাইছি......... 😡 😡
:frontroll: শুরু কর......
ওকে গেট আপ... লং আপ হয়ে থাক... 😡 😡 😡
ব্লগে স্বাগতম... :gulli2: :chup:
লেখ, লেখ.....চালায়া যাও.......
ভাসানী হাউজে নাকি সাপ পাওয়া যায়।নিচতলা ত :-/
স্বাগতম। সর্পিল গতিতে লেখা চালিয়ে যাও(আহারে সাপের কোন ইমো নাই ~x( ) তবে অবশ্যই ওয়েলকাম পাঙ্গা শেষ করে।
উ শুড নো " পাঙ্গা ইজ স্ক্রিন টেস্ট বিফোর স্টার্টিং ব্লগিং" :goragori:
গুড গুড। পোলাপাইন ভালো হইয়া যাইতাছে!! গুড। প্রিন্সিপাল বহুত খুশ হুয়া ......
:grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
পোলাপাইনের হুশ হুয়া 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
:grr: :grr: :grr:
🙂 🙂
দিচ্ছি .. :frontroll: :frontroll:
পাংগা খাইতে সমস্যা নাই 🙂 🙂
ভাসানী হাউসে সব বস রা থাকে... সাপ আসবে কেমনে?? ভই পাই তো ভাসানীয়ানদের......... :)) :)) :)) :))
স্বাগতম ছুড ভাই।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
যাক তোর থেকে তাহলে ছুডু কাউরে পাওয়া গেলো। 😛
ধন্নবাদ 😀
:clap: :clap:
BH UP UP, BLUE BLUE UP UP
শুনলাম নুর নাকি আয়ুব এর সাথে দেখা করতে অর বাসাই গেছিল? শালার প্রেম এখনও কমে নাই
কলেজঃ পাবনা ক্যাডেট কলেজ
😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀
এটাকেই বলে friendship O:-)
মাস্ফু ভাই মেহেদীর ও কিন্তু সেইম প্রব্লেম আছে 😀
স্বাগতম!
শুভ লেখালেখি,
অনেক :frontroll: করেছো, সুস্থির হইয়া বসে, :teacup: খাও। 🙂
ধন্যবাদ ভাবী 🙂 😀
মেহেদী তুই লিখসস আমি ক্যাম্নে বিস্বাস করি 😮
লেখা ভালো হইসে চালাই যা :clap:
লুমজান ভাই...
লিখা দেখে ও এই কথা কস কেম্নে ??
নারে NSU তে যাওয়ার পর থেকে আর নাই প্রবলেম :guitar: :awesome: