চুম্বনে নি:শেষিত কফিকাপ
জানুদেশে ফেনার চাদর গায়
ফ্যাকাশে টেবিলে উৎকীর্ণ
প্লেসম্যাট জুড়ে শুয়ে আছে –
ক্লান্ত, শ্রান্ত, অবসাদ প্লাবিত;
পাকা শিল্পীর তুলিতে আঁকা
জলজ্যান্ত স্টিললাইফ
তেলরঙ মাতানো ক্যানভাস;
চিনি দুধের ব্যবহৃত
ছেঁড়াখোঁড়া শ্যাশে,
সাবাড় করা কুকির গুঁড়ো আভাস
এইসব দৃশ্যপটে সেজে,
এলায়ে আছে সে আজো
নাজুক মনের নকশাকাটা আঙ্গিনায়;
গ্লোরিয়া জিনসের ওয়েটার,
টেবিল, সিঙ্ক, কফি মেশিন,
ওরা কেউই রাখেনি মনে,
উত্তরাধুনিক সময়ের মতো
তাদের সমস্ত স্মৃতি নিউরন
ধুয়ে মুছে গেছে সেই সন্ধ্যারাতে।
শুধু আমার মদির স্মৃতি নি:সরন
একাকী তারার আকাশে বাজায়
ধোঁয়া ওঠা কালো কফির স্মরণ
সন্ধ্যারাগ আপন একতারাতে।
১১ ফেব্রুয়ারী ২০১৭
জবাব নেই গুরু :boss: :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
প্রাণিত হইলাম ভ্রাত:।
ধন্যবাদ।