শুকনো পাতার মতোন
কুঁকড়ে আছে অপেক্ষার সময় সব
সানকিতে সাদা ফুল
রঙধনুর চেয়ে কিছু বেশী রঙ
মেখে সবুজাভ
আসবে বসন্ত সময় নয় শুধু
মানুষের উৎসবে
কলরব মুখরিত দীপ্রতার
হুল্লোড়ে জীবনের
টক ঝাল মাখা প্রাণবান গান নিয়ে
ভাস্কর্যের মগ্নতায়
আছি স্থির সেই ফাগুনের অপেক্ষায়
(য তি চি হ্ন হী ন – তি ন)
'যতিচিহ্নহীন' কি সিরিজ? লুৎফুল ভাই?
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
এরকম একটা ভাবনা মাথায় এসেছে।
বেশ কিছু ছোটো লেখা আছে যাতে যতিচিহ্ন ব্যবহার করিনি। ভাবছি এই নামে এরকম কবিতা নিয়ে একটা বই করবো।
বইটার নাম যতিচিহ্নহীন।
ভেতরের কবিতাগুলো ছোটো ছোটো।
সেই হিসেবে এক এবং দুই এখানে ইতিমধ্যে প্রকাশিত।
এক ~ কাঁচে না কাছে
দুই ~ চাঁদে জীবন কাদে
:clap:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
এ আপেক্ষা মনেহয় ফুরোবার নয়.....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
সেইটাই। এ ক দ ম ... তা ই ...
'ভাস্কর্যের মগ্নতায়'- আ হা!
😀 ধন্যবাদ
"ভাস্কর্যের মগ্নতায়
আছি স্থির সেই ফাগুনের অপেক্ষায়" --চমৎকার !
অপার ধন্যবাদ, আসাদ ভাই।
ভাস্কর্যের মগ্নতায়
আছি স্থির সেই ফাগুনের অপেক্ষায়
দারুণ হয়েছে লুৎফুল এ দুটো সমাপ্তি পংক্তি।
এ যেন এক শব্দ ভাস্কর্য!
অপার ধন্যবাদ খায়রুল ভাই।