আমাদের সবার গন্তব্য তো চাঁদ। আর সেই যাত্রায় এতোই মগ্ন আমরা যে আকাশ পেরিয়ে যেতে থাকলেও তার দিকে নজর দেবার ফুসরত নেই। অথচ এই আকাশকে বাদ দিলে চাঁদের আর থাকে কতোটুকুন!
জীবনের চাওয়া পাওয়া বলি আর প্রেমের অভীষ্টতা বলি সিব কিছুতেই এমন গুবলেট পাকানো একটা সময় যেনো দেখি চারপাশে।
সেই আর কি ...
কথা সত্য দাদা
পুরাদস্তুর বাঙ্গাল
হুমম। জীবন এমনই যাত্রায় চড়েছে সেই রকেট।
চন্দ্রাহত হবার গল্প নাকি এটা?
ভালই তো.... 😉 😉
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আমাদের সবার গন্তব্য তো চাঁদ। আর সেই যাত্রায় এতোই মগ্ন আমরা যে আকাশ পেরিয়ে যেতে থাকলেও তার দিকে নজর দেবার ফুসরত নেই। অথচ এই আকাশকে বাদ দিলে চাঁদের আর থাকে কতোটুকুন!
জীবনের চাওয়া পাওয়া বলি আর প্রেমের অভীষ্টতা বলি সিব কিছুতেই এমন গুবলেট পাকানো একটা সময় যেনো দেখি চারপাশে।
সেই আর কি ...
:clap: :clap: :clap:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কবিতার অবয়ব আকর্ষণীয়, স্লিম।
কথার বুনট অসাধারণ, তুলনাহীন।
ভালো হয়েছে, লুৎফুল। :clap: :clap: :clap:
অনেক অনেক ধন্যবাদ খায়রুল ভাই।
মন্তব্যে ভীষণ প্রাণিত হলাম।