এই শীতে অবশেষে
কয়েক ছত্র বৃষ্টি এসে,
নগরীতে দিয়ে গেলো
প্রতীক্ষিত সেই হিম স্বাদ।
শীতের শরীর ছুঁয়ে
আহলাদী নাগরিক
উল্লাসে জানায় তার
বরফ ভাঙা উদযাপন সাধ।
মেহেগনি ইউক্যালিপটাস বা
বোগেনভেলিয়ার লাজুক
পাতাদের গায়ে ধূলার
চাদর মুছে জমা বিন্দু জলে –
শখের ডিএসএলআর তার
দীর্ঘ অক্ষিকাঁচ দিয়ে
অপূর্ব ফ্রেমের গায়ে
বুঝি শীতছবি আঁকা খেলে।
মুগ্ধ নাগরিক উচ্ছ্বল,
উদ্ভাস মাখা স্বপ্নাতুর
গলায় বলে ওঠে বেশ
ভাবাবেগে রাগ চুর চুর …
ইংলিশ ওয়েদার পারফেক্ট
নেপোলিয়ন কিংবা সিংগল মল্ট।
নাগরিক উৎসবে জমবে খুব
অন দ্য রকস ! সোনালী শিশির জল্ট !
সীমানা পাঁচিল ঘেঁষা
ফুটপাথে ঘর, পলিথিন ছাতে,
তখন শীত নেমে আসে, সাপের
মতোন ছোবলে ছুঁয়ে দিতে।
হিশহিশে আলিঙ্গনে স্কাইরুমে
যখন বুঝিবা আগুন ধরে
চেনা অচেনা সাহেব বিবির
শরীর প্যাঁচানো ওমে।
সেই ক্ষণে হাঁড় কাঁপা শীতে
ঝিম মারা পারদের উৎপাতে,
লকলকে জিভ লেখে সন্তাপ
চুপচাপ, য্যান কার প্রদীপ নেভাতে।
শীৎকারে উবে যাওয়া শীতে
চাপা পড়ে, প্রাণঘাতী হিম
ছুরি ছোবলে দেহত্যাগী
চিৎকার তার, যার নিভিছে পিদিম !
রাতের শরীর জুড়ে তখনো
বিন্দু বিন্দু জমে মুক্তোরা
কারো অংগারী তাপ থামাতে
কারো বাজাতে প্রস্থান কড়া।
০৯ জানুয়ারী ২০১৬
অনেকগুলো টুকরো ছবি মিলিয়ে একখানা বড় ছবি দাড় করাবার মত একটা প্রচেষ্টা।
সফল প্রচেষ্টা।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
প্রাণিত হইলাম।
ওহ, জমে গেলাম ঠাণ্ডায় ;))
পুরাদস্তুর বাঙ্গাল
জ্বালো জ্বালো আগুন জ্বালো।
কারও পৌষমাস, কারও সর্বনাশ... :-B
ভাই, খুব ভাল লাগল। :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সেইটাই।
অনেক ধন্যবাদ।
শীতকাল আমার ভাল লাগে না, উইন্টার ডিপ্রেশন বলে একটা ব্যাপার আছে সেটা তখন ভর করে।
অনেক অনেক আগে একটা গল্প পড়েছিলাম, নামটা অনেকটা কাঁথা মামা এইরকম
সেখানে এক গরীব মা তার অনেক পুরোনো কাঁথায় আগুন দেয় সন্তানকে শীতের হাত থেকে বাঁচাবার জন্য
সেই কাঁথায় মিশে ছিল তার সারা জীবনের স্মৃতি।
আর হ্যান্স এন্ডারসনের সেই দেশলাই বেচা ছোট মেয়ের গল্পটাও তো আছে।
কেন যে এই হতচ্ছাড়া লেখক গুলো এসব লেখে... 🙁
বটে। কথা যথার্থ। আমার অবশ্য মন্দ লাগে না। তবে সেরকম পরিস্থিতিতে কি হতো তা অনুমেয়। অবশ্য আমাদের শীত তো আমুদে শীত। বরফের দেশে হলে বোঝা যেতো...
আমাদের দেশের শীতটা একটু আমুদে হলেও, দিনটা খুব ছোট হবার কারণে কেমন যেন একটা বিষন্নতা আমাতেও ভর করে এসে।
খুব ভালো লাগলো তোমার মন্তব্যটা, মাহবুব। শীতে আমিও বিষন্ন বোধকরি আজকাল, আগে করতাম না।
এমন একটা ব্যাপার প্রকৃতিগতভাবেই ঘটে বোধকরি মানুষের মাঝে...
ঋতুর সাথে মানুষের মনের পরিভ্রমণ সাযুজ্য সূত্র ধরে ..
শীতকাহন ভালো লেগেছে। শেষের স্তবকটা খুব ভালো হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ খায়রুল ভাই।