[ আঞ্চলিক ভাষায় এই প্রেম উপাখ্যানটির মূল শিরোনাম “নাগর”। ধরা যাক ওটা হলো গিয়ে গ্রন্থের নাম। তার ভেতর ছোটো ছোটো কবিতাগুলো প্রতিটি ভিন্ন ভিন্ন শিরোনামে উপস্থাপিত। ]
ক বি তা এ ক
~ জিগাই ~
(নাগরকে উদ্দেশ্য করে গ্রামবাসীর উচ্চারিত প্রশ্ন)
কেউয়া যায়?
কেডায় !
ভাতের জলের লাহান টগবগায় চান্দি
এই রহম আগুইনা রইদ ভাইঙা;
জিগাই
কে যাও নাগর ?
দশ কদমের ধারে পিছে
থুইয়া নিজের ঘর,
বাড়ান একচালায়
লেপামাটির শীতলপাটি।
জিগাই
যাও কোন খানে ?
কোরশের পথ ভাইঙা
যাও কার কাছে ?
২২ বৈশাখ ১৩৯৫
৫ মে ১৯৮৮
ক বি তা দু ই
~ জবাব ~
(গ্রামবাসীর প্রশ্নের উত্তরে নাগর)
বছর বাদে দিছিলাম মন তারে
বেলতলী হাটে।
দিন ছিল হাটবার।
মাথায় সদাই তুলি ফিরিবার পথে
আনন্দ দীঘির ঘাটে দেখেছি তারে।
আদতে দেখি নাই কিছু
চক্ষু খালি তার দুই
আমার পরাণ ছিঁড়ি
বিন্ধিছে ভিতর।
তার লাগি যাই বন্ধু
যাই তার কাছে।
২২ বৈশাখ ১৩৯৫
৫ মে ১৯৮৮
[ পুনশ্চঃ বহু দিন আগে লিটলম্যাগে প্রকাশিত এ সিরিজ অন্তর্জালের কোথাও প্রকাশ না করে অপেক্ষায় ছিলাম এর অডিও সহ দেবো বলে। তা আর হয়ে উঠবে বলে মনে হচ্ছে না। তাই … অবশেষে … দু’দিন আগে অরূপের কবিতা শৃংখলের আমন্ত্রনে বেরিয়ে যখন এলোই পুরোনো ডাইরীর পাতা থেকে … এখানেও … ]
যথারীতি অসাধারণ !
আঞ্চলিক ভাষার ব্যবহার নিঃসন্দেহে দিয়েছে নতুন মাত্রা। :clap: :clap:
অনেক ধন্যবাদ কৌশিক ।
না পড়ে পারলাম না...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অগুন্তি ধন্যবাদ পারভেজ।
আজ মনটা এক বিন্দু ভালো নেই।
এক সময় আমার পাঠটি সংযুক্ত করবো সিসিবিতে।
দারুন লাগছে, কবিতা ও পাঠ দুইই :clap:
🙂 🙂 🙂
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ইকরাম আমার এ কবিতা দুটি অসংখ্যবার আমাকে দিয়ে বলিয়েছে আড্ডায়।
একেবারে সেই সময়ে, যখন লিখেছিলাম, আমার কিছু বন্ধুকে অনেক অনেকবার পাঠ করে শোনাতে হয়েছে ।
আর তখন থেকেই মনে হয়েছে কবিতাগুলো পাঠে এক অন্য রকমের শ্রবণানন্দ ঘটবে।
অসংখ্য ধন্যবাদ মাহবুব।
বহুত খুব :clap: :clap:
পুরাদস্তুর বাঙ্গাল
অগুন্তি ধন্যবাদ ভাই মোস্তাফিজ ।
ওই টুকুনে আঁশ মেটা না লুৎফুল ভাই! খুব এঞ্জয় করেছি তবুও।
Pride kills a man...
আসবে আরো।
মনটা ভালো নেই।
দু'একদিন পরে দেবো আরো।
পড়বার ও মন্তব্যের জন্য ধন্যবাদ।