~~ নাগর – এক ও দুই ~~

[ আঞ্চলিক ভাষায় এই প্রেম উপাখ্যানটির মূল শিরোনাম “নাগর”। ধরা যাক ওটা হলো গিয়ে গ্রন্থের নাম। তার ভেতর ছোটো ছোটো কবিতাগুলো প্রতিটি ভিন্ন ভিন্ন শিরোনামে উপস্থাপিত। ]

ক বি তা এ ক

~ জিগাই ~
(নাগরকে উদ্দেশ্য করে গ্রামবাসীর উচ্চারিত প্রশ্ন)

কেউয়া যায়?
কেডায় !

ভাতের জলের লাহান টগবগায় চান্দি
এই রহম আগুইনা রইদ ভাইঙা;
জিগাই
কে যাও নাগর ?

দশ কদমের ধারে পিছে
থুইয়া নিজের ঘর,
বাড়ান একচালায়
লেপামাটির শীতলপাটি।

জিগাই
যাও কোন খানে ?
কোরশের পথ ভাইঙা
যাও কার কাছে ?

২২ বৈশাখ ১৩৯৫
৫ মে ১৯৮৮

ক বি তা দু ই

~ জবাব ~
(গ্রামবাসীর প্রশ্নের উত্তরে নাগর)

বছর বাদে দিছিলাম মন তারে
বেলতলী হাটে।

দিন ছিল হাটবার।
মাথায় সদাই তুলি ফিরিবার পথে
আনন্দ দীঘির ঘাটে দেখেছি তারে।

আদতে দেখি নাই কিছু
চক্ষু খালি তার দুই
আমার পরাণ ছিঁড়ি
বিন্ধিছে ভিতর।

তার লাগি যাই বন্ধু
যাই তার কাছে।

২২ বৈশাখ ১৩৯৫
৫ মে ১৯৮৮

[ পুনশ্চঃ বহু দিন আগে লিটলম্যাগে প্রকাশিত এ সিরিজ অন্তর্জালের কোথাও প্রকাশ না করে অপেক্ষায় ছিলাম এর অডিও সহ দেবো বলে। তা আর হয়ে উঠবে বলে মনে হচ্ছে না। তাই … অবশেষে … দু’দিন আগে অরূপের কবিতা শৃংখলের আমন্ত্রনে বেরিয়ে যখন এলোই পুরোনো ডাইরীর পাতা থেকে … এখানেও … ]

৩,৭৭৭ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “~~ নাগর – এক ও দুই ~~”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।