পারলে ঠেকাও স্বপ্নগুলি ।
রাত জাগা সব ইচ্ছে ভেলা
চাঁদের সাথে খুনসুটিতে
তারার সাক্ষ্যে মালায় গাঁথা
খামখেয়ালী কথাগুলি ।
সবুজ খোলা মাঠের গায়ে
দুরন্ত সেই কিশোর বেলার
ছুটোছুটি – চঞ্চলতার
ছবি আঁকা সকালগুলি ।
স্মৃতির শহর ঘুরে ঘুরে
শরীর জুড়ে আগলে রাখা
জলের ফোঁটা আলিঙ্গণের
বৃষ্টিসখ্য লগ্নগুলি ।
বুকের ভিতর বামকুঠুরী
ভরাট করে জমানো সব
কথার ঝুড়ি, কল্প মাখা
হিলিয়ামের বেলুনগুলি ।
কফির কাপে একলা বিকেল
সাত সতেরো ভাবাভাবির
উড়াল ঘুড্ডি মনের আকাশ
পকেট পোরার খেয়ালগুলি ।
নিকোটিনের নখের আঁচড়
আপন ভেবে বুকের বাগান
খামচে খাওয়ার আলপনাতে
আত্মাহুতির আগুনগুলি ।
পারলে ঠেকাও মনের ভিতর
দাবানলের আগ্রাসী প্রেম
কপোলমুখী লক্ষ কোটি
অপেক্ষমান চুমুগুলি ।
চোখের পাতায় আলতো ঝরে
পড়বে বলে ইলশেগুড়ি
ঠোঁটের গায়ে চাদর পাতা
মিষ্টি সুখের রেণুগুলি ।
পারলে ঠেকাও দশটি আঙ্গুল
শিল্পতরু ছুঁয়ে দেখার
উদগ্রীবতায় নিশপিশানো
তুলির মুখর স্পর্শগুলি ।
পারছো কি আর ! পারছো নাতো …
তবু কেনো এমনতরো আগুন নিয়ে
সাগর ভাঙ্গা তুফান নিয়ে
খামখেয়ালী খেলায় মাতো
সকাল দুপুর শীত গ্রীষ্ম
অর্থহীন আর অবিরত !
১৯ অক্টোবর ২০১৫
অন্য রকম সংকট ভীতি না থাকলে পারভেজকেই উৎসর্গ করা যেতো । 😀
ব্লক নিয়ে তার লেখাই তো উসকে দেলো এ লেখাটাকে ...
ফীলিং অনারড
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:boss: :boss:
অনন্য সাধারণ!
২য় টুকরোয় একটু ফাইন টিউন করবেন?
একটু থমকে যেতে হচ্ছে- দমফেল খুবসে
পুরাদস্তুর বাঙ্গাল
ওহ হো ! ওই প্যারাটাই না রাখবো বলে ঠিক করেছিলাম ...
রয়েই গ্যাছে ...
বাদ দিতে হবে না। একটু সম্পাদনা করে দেখতে পারেন। বক্তব্য অনেক সময় ছন্দেবন্ধে বন্দী হয়।
পুরাদস্তুর বাঙ্গাল
যেটুকুন "সে'" ছিলো বাড়তি তা ছেঁটে দিয়েছি ।
অনেক ধন্যবাদ ।
নাহয় হয়তো খেয়াল করতাম অনেক পরে গিয়ে ...
বা খেয়াল করতাম কিনা কে জানে ...
-র চঞ্চলতা
বাদ দিলেও বেশ লাগবে।
:frontroll:
পুরাদস্তুর বাঙ্গাল
"তবু কেনো এমনতরো আগুন নিয়ে
সাগর ভাঙ্গা তুফান নিয়ে
খামখেয়ালী খেলায় মাতো"
এই জায়গাটা দারুন! দারুন!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
তোর লেখার আদত উতস মোহনা কিছুই না জেনে স্রেফ লেখার ভেতরকার শব্দগুলোরই দ্যোতনা ।
তারপর সেই ক'টা লাইনের ব্যাপ্তি থেকে এটা। 😀
দড়ি দেখে সাপ কল্পনা করে নিতে না পাড়লে আর কিসের কবি হে?
পুরোটা জানার আর কি দরকার, যতটুকু জেনেছিস তা দিয়েই যখন এমন জেম তৈরী হয়ে যায়?
সাধু!! সাধু!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
তা বটে।
সেই অপেক্ষায় আর থাকলামই কোথায়!
পড়লাম আর মরলাম।
লিখে এখানে দিয়েও দিলাম।
:clap: :clap: :clap: :clap:
পারলে ঠেকাও নিঘুম রাতে
আকাশভরা
তারার নীলে
তোমার ছবি কাজলচোখের
বেতালবেভুল কোন খেয়ালে!
:clap: :clap:
বাহহ ! বেশ !
মন্তব্যে উদ্বেলিত। 😀
"পারলে ঠেকাও মনের ভিতর
দাবানলের আগ্রাসী প্রেম
কপোলমুখী লক্ষ কোটি
অপেক্ষমান চুমুগুলি" - চমৎকার! শ্রেষ্ঠ স্তবক এটা।
অপার ধন্যবাদ খায়রুল ভাই ।
আপনার মন্তব্য বরাবরই ভীষণ অনুপ্রাণিত করে ।
🙂 🙂