~ পারছো কি ! ~

পারলে ঠেকাও স্বপ্নগুলি ।
রাত জাগা সব ইচ্ছে ভেলা
চাঁদের সাথে খুনসুটিতে
তারার সাক্ষ্যে মালায় গাঁথা
খামখেয়ালী কথাগুলি ।

সবুজ খোলা মাঠের গায়ে
দুরন্ত সেই কিশোর বেলার
ছুটোছুটি – চঞ্চলতার
ছবি আঁকা সকালগুলি ।

স্মৃতির শহর ঘুরে ঘুরে
শরীর জুড়ে আগলে রাখা
জলের ফোঁটা আলিঙ্গণের
বৃষ্টিসখ্য লগ্নগুলি ।

বুকের ভিতর বামকুঠুরী
ভরাট করে জমানো সব
কথার ঝুড়ি, কল্প মাখা
হিলিয়ামের বেলুনগুলি ।

কফির কাপে একলা বিকেল
সাত সতেরো ভাবাভাবির
উড়াল ঘুড্ডি মনের আকাশ
পকেট পোরার খেয়ালগুলি ।

নিকোটিনের নখের আঁচড়
আপন ভেবে বুকের বাগান
খামচে খাওয়ার আলপনাতে
আত্মাহুতির আগুনগুলি ।

পারলে ঠেকাও মনের ভিতর
দাবানলের আগ্রাসী প্রেম
কপোলমুখী লক্ষ কোটি
অপেক্ষমান চুমুগুলি ।

চোখের পাতায় আলতো ঝরে
পড়বে বলে ইলশেগুড়ি
ঠোঁটের গায়ে চাদর পাতা
মিষ্টি সুখের রেণুগুলি ।

পারলে ঠেকাও দশটি আঙ্গুল
শিল্পতরু ছুঁয়ে দেখার
উদগ্রীবতায় নিশপিশানো
তুলির মুখর স্পর্শগুলি ।

পারছো কি আর ! পারছো নাতো …
তবু কেনো এমনতরো আগুন নিয়ে
সাগর ভাঙ্গা তুফান নিয়ে
খামখেয়ালী খেলায় মাতো
সকাল দুপুর শীত গ্রীষ্ম
অর্থহীন আর অবিরত !

১৯ অক্টোবর ২০১৫

১,৯৮৫ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “~ পারছো কি ! ~”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।