~ জলে জাগা ফসিলে প্রেমের তাগা ~

জলে, জুবুথুবু বৃষ্টিতে,
মরনধ্যান অর্ঘ্যে,
মেঘমগ্ন তারাতে,
তোমাকে খুঁজতে গিয়ে
চন্দ্রগুপ্ত রাতে,
হৃদয়পুর শুনশান।

মৃম্ময়ী বৃষ্টির ঘ্রাণ
সোঁদা গন্ধ লোবান।
স্থবির জীবন জুড়ে
অকস্মাৎ শ্মশান !
শ্রাবণস্পর্শে জানি
পাথরেও নাকি জাগে প্রাণ।

প্রেমে না হোক ঘৃণায়
যখন মনে তোমার
স্মরণ হই কৃপায়,
ফসিল ভালোবাসায়।
আংগুল ছুঁয়ে উত্তাপ
মাপার সাধেরা, আহা,
কোন অলক্ষ্যে দেখি
আজ হয়েছে লোপাট।
ন্যূনতম সংগ সাধ
অস্থিতে তবু জ্বালায়।
অথচ আশ্চর্য
বৈপরীত্যে সব
টক মিষ্টি স্মৃতিরাও
জানলা গলে পালায়।

জলের গায়ে স্মৃতির
রং, চাঁদের আলোয়
অতীত, ক্যানভাসে বুঝি
ফ্রেমবন্দী। অগোচর
সোলিলোকি কথামালাও
আজ তার হয়ে ওঠা নেই।
আহা ! শুধু অবাধ্য
চোখেরা অভ্যাস বশে
মাঝে মধ্যেই সব কিছু
ভুল ভাল দেখে পুরোনোয়।

০৬ আগস্ট ২০১৫

১,৭৪৫ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “~ জলে জাগা ফসিলে প্রেমের তাগা ~”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    'ফসিল ভালোবাসায়' - চমৎকার অভিব্যক্তি! অতিশয় মুগ্ধ হলাম।
    "শুধু অবাধ্য
    চোখেরা অভ্যাস বশে
    মাঝে মধ্যেই সব কিছু
    ভুল ভাল দেখে পুরোনোয়" - তুলনাহীন!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।