জলে, জুবুথুবু বৃষ্টিতে,
মরনধ্যান অর্ঘ্যে,
মেঘমগ্ন তারাতে,
তোমাকে খুঁজতে গিয়ে
চন্দ্রগুপ্ত রাতে,
হৃদয়পুর শুনশান।
মৃম্ময়ী বৃষ্টির ঘ্রাণ
সোঁদা গন্ধ লোবান।
স্থবির জীবন জুড়ে
অকস্মাৎ শ্মশান !
শ্রাবণস্পর্শে জানি
পাথরেও নাকি জাগে প্রাণ।
প্রেমে না হোক ঘৃণায়
যখন মনে তোমার
স্মরণ হই কৃপায়,
ফসিল ভালোবাসায়।
আংগুল ছুঁয়ে উত্তাপ
মাপার সাধেরা, আহা,
কোন অলক্ষ্যে দেখি
আজ হয়েছে লোপাট।
ন্যূনতম সংগ সাধ
অস্থিতে তবু জ্বালায়।
অথচ আশ্চর্য
বৈপরীত্যে সব
টক মিষ্টি স্মৃতিরাও
জানলা গলে পালায়।
জলের গায়ে স্মৃতির
রং, চাঁদের আলোয়
অতীত, ক্যানভাসে বুঝি
ফ্রেমবন্দী। অগোচর
সোলিলোকি কথামালাও
আজ তার হয়ে ওঠা নেই।
আহা ! শুধু অবাধ্য
চোখেরা অভ্যাস বশে
মাঝে মধ্যেই সব কিছু
ভুল ভাল দেখে পুরোনোয়।
০৬ আগস্ট ২০১৫
অপার ধন্যবাদ ।
'সোলিলোকি' মানে কি লুৎফুল ভাই? 🙂 🙂
ইহা সেই ইংরেজী শব্দটি soliloquy ~
নিজের সংগে নিজের কথামালা ।
ইহা কি অক্ষরবৃত্ত :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
মোস্তফা আছে নিশ্চিত কাছে পিঠেই ।
নূপুর তো ওপরেই ...
কি করে কি বলি !
আমি বলি শুধু হৃদয়বৃত্ত ।
"মোস্তফা আছে নিশ্চিত কাছে পিঠেই" - মোস্তফাকে অনেকদিন ধরেই এখানে দেখছিনা। ওর ঋদ্ধ মন্তব্যগুলো মিস করছি।
খুব ঠিক খায়রুল ভাই।
মিস করছি বড্ড মোস্তফাকে।
এক্সপেরমেন্টটা ভালই।
শব্দ বর্ণের খেলা।
অথবা বলা চলে লড়াই।
জম্পেস এক মেলা।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ হে বন্ধু ।
ধন্যবাদ তোমাকে ।
বাহবা যে দিলে
শব্দ বর্ণের খেলাকে ।
'ফসিল ভালোবাসায়' - চমৎকার অভিব্যক্তি! অতিশয় মুগ্ধ হলাম।
"শুধু অবাধ্য
চোখেরা অভ্যাস বশে
মাঝে মধ্যেই সব কিছু
ভুল ভাল দেখে পুরোনোয়" - তুলনাহীন!
অনেক ধন্যবাদ ভাই।
:boss: :boss: