~ চাই খুব অথচ যাই না ~
জীবনের ট্রেনটাকে ধরি, ছুঁই, চড়ি না।
চড়লেই যদি সে টেনে নেয় কোনো গন্তব্যে !
যাওয়ার শখটাই এতো বেশী
যাত্রা শেষ হোক কিছুতেই চাই না।
০৭ সেপ্টেম্বর ২০১৫
~ এমনতরো নীল নয় স্বপ্নীল ~
জীবন এমনতরো কেন হয় !
যাপনের ছাই চাপা তূষ
জ্বলে জ্বলে কেন শুধু এঁকে যায় ক্ষয় !
জীবন এমনতরো কেন হয় !
পৌষের হিম মাখা বিষে
হৃদস্পন্দন বরফকুচিতে জমাট থেমে রয় !
স্মৃতিমুখরতার ক্ষণ লয়,
যাতনার ছবি হয়ে ফ্রেমে
কার্টিজে আকা কষ্টের নীল জলরঙময় !
২৩ আগস্ট ২০১৫
অবিরাম চলুক এই যাত্রা;
এমনতরো নীলে,
মোহন অন্ত্যমিলে
জুড়ুক যত মাত্রা!
অনেক অনেক দিন পর সিসিবিতে আসার সুযোগ। আর এসেই জুটে গেলো এমন সুন্দর মন্তব্য !
আপ্লুত হলাম । যাত্রা অব্যাহত রাখতে প্রাণিত হলাম ।
"যাত্রা শেষ হোক কিছুতেই চাই না" - তবু, যার শুরু আছে, শেষও আছে। মরণেরে, তুঁহু মম শ্যাম সমান!
"যাতনার ছবি হয়ে ফ্রেমে
কার্টিজে আকা কষ্টের নীল জলরঙময়" - অসাধারণ!
ভালোবাসি ট্রেনটাকে, ভালোবাসি এ যাত্রাটাকে।
অথচ চাই যেনো থেমে থাকতে ।
কী যে বিড়ম্বনা !
আপনার মন্তব্যে বরাবরের মতোনই অনুপ্রাণিত হলাম খায়রুল ভাই।
অনেক কিছুই মিলে গেল আমার সাথে।
দীর্ঘ সময় ওরকমই ভেবে গেছি, ট্রেন ধরার বিষয়টা নিয়ে।
আজকাল অন্যরকম ভাবতে চাচ্ছি।
"হোক না যাত্রা শেষ, তবুতো রেলভ্রমনটা হলো। ভ্রমন স্মৃতিটাই সুখ-স্মৃতি হয়ে থাক বাকিটা জীবনের জন্য........."
চাই বা না চাই, ভাল লাগুক বা না লাগুক "জীবন তো এমনই" - তাই না?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
খুব ঠিক। শেষ কথা তো ওইটাই।
জীবন তো মোটে এক খান।
তারেই করিব যাপন আসমান সমান।
🙂 🙂 🙂 🙂
ওয়েলকাম ব্যাক, ভাইয়া! আপনাকে অনেক মিস করেছি!
অনেক দিন আসতে পারিনি। অসংকগ্যবার মনে হয়েছে । কিন্তু হন্তারক ব্যস্ততা কেড়ে নিয়েছে সবটুকু সময় আর জীবনী।
এমন মন্তব্যে এই সিসিবি পরিবারের জন্য টানটা আরোওওও অনেক বেড়ে গেলো ।
অপার ধন্যবাদ।
🙂 🙂 🙂 🙂
দেশের পাখ পাখালিরা জাগবার আগেই যিনি সিসিবিতে লিখতে আসেন তিনিই তো আপনি, ভাইয়া! মিস তো করবোই।
উপপপসসসস !
আমি তো অনিয়মের রাজা ।
তখন যে আমার ঘুমোতে যাওয়ার সময় হতো ।
আর ব্যস্ততায় যখন সেই নিয়মে ছেদ পড়লো তখনই আমার সিসিবিতে আসা বন্ধ হয়ে গেলো ...
ধীরে ধীরে হয়ে যাবে বিকল্প টাইমটেবল ...
প্লাটফর্মে বসে ট্রেনের আসা যাওয়া দেখাও মন্দ না!
ওনেক দিন পর তোমাকে দেখে ভালো লাগছে- মাঝে মধ্যে ডুব মারা ভালো, ডুব মেরে তুলে এনো প্রবাল ও মুক্তো।
মোটামুটি ডুবে যাওয়ারই দশা ।
সময় বড়ই বিড়ম্বনা দিচ্ছে।
- তা ভালোই কহিয়াছেন ... প্লাটফর্মে বসে ট্রেনের আসা যাওয়া দেখাও মন্দ না!
জীবণচিত্র ভাল লেগেছে :boss:
কষ্টের নীল জলরঙ
পুরাদস্তুর বাঙ্গাল
অনেক ধন্যবাদ ভাই ।
নীল জলরঙই ...