কয়েকটি অণু কবিতা

~ মোম (এক) ~
অতোটা শখের সুদৃশ্য মোম
কি করে কতোটা পোড়াবে তারে
অপেক্ষা অনল কিছুটা হলেও তা জানে ।
১৯৮৯

~ মোম (দুই) ~
মোম হয়ে জন্মেছো যখন, পুড়ে তো যেতে হবেই ।
কেনো মিছেমিছি তবে রোদ-বৃষ্টি, সকাল-সন্ধ্যা
আর সময় অসময়ের দোহাই !
১৯৮৯

~ হোম (এক) ~
মোমশিখা জ্বালায়ে আমি
চেয়ে দেখি স্থির মন করি ।
আমার ভিতরে যে জ্বলে
সে অনলে আমি আজ
কি করে
কতোটুকু পুড়ি !
১৯৮৮

~ হোম (দুই) ~
বুকের মধ্যে আগুন পুষে
আর কতোদিন পোড়াবে আমায় বলো !
যে কাঠ জ্বালায় আগুন
কিংবা সলতে সে নিজেইতো পোড়ে ভালো ।
১৯৯০

~ হতচ্ছাড়া (এক) ~
বার বার যতি চিহ্ন এঁকে দিয়েছিলাম ।
স্বপ্নভূক প্রজাপতি
ঠিক ঠিক পেয়ে গেলো অমৃত আলোক সন্ধান !
১৯৮৯

~ হতচ্ছাড়া (দুই) ~
আমাদের কোথাও যাবার ছিলো
গন্তব্য পালটে যাচ্ছে যাক ।
পথের সখ্যতা ভালোবাসো তো !
১৯৮৯

২,১১৬ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “কয়েকটি অণু কবিতা”

  1. পারভেজ (৭৮-৮৪)

    একটু একটু করে বুঝতেছি যে তোর যেকোন জিনিষ নিয়ে আরও গভীরে যাওয়ার একটা ধান্দা থেকেই যায়।
    শুরুটা যেভাবেই হোক না কেন...
    এই জন্যই সিরিজ গুলো তৈরী হয়।
    আইডিয়াটা মন্দ না।

    কবিতা দারুন। এত দিন টিকে আছে ক্যামনে? নাকি রি রিটেন?


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • লুৎফুল (৭৮-৮৪)

      পুরোনো ডাইরীগুলো প্রায় সবগুলোই ছিলো । উদ্ধার করে জড়ো করতে শুরু করেছি ।
      আর হ্যা । মূলত যা ছিলো তেমনি থাকছে সব । তবু কোথাও একটা শব্দ বা একটা লাইন হয়তো পালটে দিচ্ছি ।
      রিসেন্ট লেখাগুলো দেবো মাঝে মধ্যে আবার পুরোনোগুলো মাঝে মধ্যে ।
      এভাবে চলুক । সবার মতামত আমাকে গুছিয়ে তুলুক ।

      জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    লুৎফুল ভাই,
    কবিতা পড়ার জন্যে সিসিবিতে এসে একটু ঢুঁ মারলেই হল।
    ফেসবুকে আর যেতে হবে না। 😀
    একটা যেন উৎসব লেগে গেছে এইখানে।

    আপনার লেখা পড়লে মনটা প্রশান্ত হয়ে যায়

    জবাব দিন
  3. সাইদুল (৭৬-৮২)

    সকালে প্রথম দু'টি পড়েছিলাম। দুই নম্বরটি প্রায় মুখস্ত হ্যে গেলো। বাকী গুলো এখন পড়লাম। তুমি এত ভালো লেখো কী করে?


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।