অকবিদের কবিতা

অকবিদের কবিতা-
হয়তো সবই যাচ্ছে তা,
উর্বর বাংলার জনসংখ্যার মত
অগণিত…
অসহায়…
জন্মায় আগাছার মত।

তবুও আশায় থাকি-
একদিন আগাছার মধ্য থেকেই
সবার অলক্ষ্যেই-
কেউ কেউ উচ্চশির হবে,
মহীরুহ হয়ে দাঁড়িয়ে রবে,
গাছ আগাছার মাঝে, সগৌরবে!!!

অকবি’র কথাঃ একথা অনস্বীকার্য, সিসিবি’তে যারা কবিতা লিখেছেন এবং এখনও লিখছেন, তাদের সবার কবিতার মান (আমার নিজেরগুলো মতই) উচ্চ নয়। আমি দুঃখ পাই যখন কোন কবি তার কবিতার মান নিয়ে নির্মম সমালোচনার সম্মুখীন হন। প্রতিটি কবিতা কবি মনের একান্ত ভাবনার নির্যাস। প্রকাশ ক্ষমতার অপারগতা থাকতে পারে, কিন্তু কবিদের ভাবনা সাধারণতঃ মৌলিক হয়ে থাকে। আমার এ কবিতার মাধ্যমে আমি চাই অসফল কবিদের সকল গঞ্জনার অবসান, কারণ কবিতা ভাল-মন্দ যেমনই হোক, একটি কোমল মনই কেবল হতে পারে ভাল-মন্দ যে কোন কবিতার সূতিকাগার!

ঢাকা
০৭ জানুয়ারী ২০১৮

১,৯৭৬ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “অকবিদের কবিতা”

  1. Bappy Khan (84-88)

    প্রকাশিত লেখার সমালোচনার বিকল্প নাই। সমালোচনার মাপকাঠিকে গ্রহন করার মানসিকতা থাকলেই লেখা প্রকাশ করা উচিত। আপনার ভাবনার জন্য আপনাকে অগনন ধন্যবাদ। আপনার লেখা চমৎকার লেগেছে। ভাল থাকবেন অগ্রজ। সালাম।


    Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।