ছবি ব্লগঃ জীবনের বৈচিত্র ও বৈপরীত্য (Diversity and contrariety of life)

আজ প্রত্যুষে ফজরের নামায শেষে হাঁটতে বের হই। পথে জীবনের কিছু বৈচিত্র ও বৈপরীত্য চোখে পড়ে। সেলফোনের ক্যামেরায় সেগুলোর কিছু ছবি তুলে রাখি।
শেষের দুটো জোড়া শালিকের ছবি গুগল থেকে নেয়া, বাকীগুলো আমার আইফোন দিয়ে তোলা।

“ঝরা পাতা গো, আমি তোমারি দলে।
অনেক হাসি অনেক অশ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র
আমার হিয়াতলে॥”

Oh the fallen leaves, I belong to thee!
With lots of laughter, lots of tears
The Autumn whispers farewell
Deep down my heart!

(The Bangla verses are from Nobel Laureate Poet Rabindranath Tagore’s poem “প্রকৃতি” and the English translation is mine.)

অঙ্কুরিত মুকুল
(Blossoming bud)

সজীব
(Youthful)

স্বপ্নিল ও বর্ণিল
(Brilliant and beautiful!)

পুষ্পকাননে হাস্যোজ্জ্বল পুষ্পের সমারোহ
(Sparkling flowers, gleeful)

বিচ্ছিন্ন, বিষাদগ্রস্ত
(Sad and solitary)

সঙ্গীর সাথে
Together
(Picture Credit: Google)

সঙ্গীর সাথে, জীবিকার সন্ধানে
A joint search for food
(Picture Credit: Google)

৭,৪৮৩ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “ছবি ব্লগঃ জীবনের বৈচিত্র ও বৈপরীত্য (Diversity and contrariety of life)”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।