(দুই ক্যাডেট এর দেখা হলে বিভিন্ন সময়ে কি রকম কথা হয় তার একটা চিত্র তুলে ধরতে চেষ্টা করেছি)
ভর্তি পরীক্ষার আগে
-কি অবস্থা কামরুল তোর ? প্রিপ্যারেশন কেমন চলছে রে।
-আরে ধুর , পড়ালেখা কিচ্ছু হয়না। ক্লাসের পড়া নিয়েই বাঁচিনা আবার ক্যাডেট কলেজ।
-আমারো একই অবস্থা। আসলে তো শুধু দেওয়ার জন্য দিচ্ছি। তেমন পড়ালেখা করিনা।
(দুজনেই ভাবছে, কাল যে রাতে অনেক পড়লাম সেটা ওকে জানতে দেওয়া যাবেনা। ও আবার একই কলেজে পরীক্ষা দিচ্ছে আমার কম্পিটিটর)
ভর্তি পরীক্ষার পর
-কেমন হল তোর পরীক্ষা?
-আর কইস না দোস্ত। কি যে দিলাম কিছুই জানিনা। প্রিপ্যারেশন তো তেমন নেই নাই।
– আমারেও আব্বু বলছে ক্যাডেট কলেজে যাইতে দিবে না। ভাল করে এখন এই স্কুলের পড়ালিখা করতে বলছে। ক্যাডেট কলেজের কথা ভুলে যাইতে কইছে।
-ধুর কিসের ক্যাডেট কলেজ। একা একা এত দূরে কেমনে থাকুম।
(দুজনেই চিন্তিত টিকবে কিনা)
ভর্তি পরীক্ষায় টিকার পর
-দোস্ত টিকে গেলাম তো
-আর কইস না কেমনে যে টিকলাম। আমি জীবনেও চিন্তা করিনাই।
-হুমম আমরা দুজন ওখানে গিয়ে খুব মজা করব কি কস।
-আবার জিগায়
(কারোই মনে নাই দুজন যাবে না বলে ঠিক করেছিল। কেউই সেই কথা তুলে না)
ক্লাস সেভেন
কলেজের ভিতরে দুই ক্যাডেট
-আজকে আমি না আমার গাইডের রুমের ভিতরের দিকে তাকাইছিলাম।
– কি কস ? দেখে নাই?
– আরে না দেখব কেমনে সে আমারে শান্টিং দিতাছে আর আমি তো নিচের দিকে তাকাই আছি। তখন উনি হ্যাঙ্গার স্টিক আনতে রুমে ঢুকল আমি সেই ফাঁকে তাকাই ফেললাম। ওনার রুমে দেখি তারের উপর ……… ঝুলতাছে।
-হাহাহাহাহ। কেমন রে ময়লা নাকি
-হাহাহাহা
-আরে ওইদিন কি হইছিল জানস , ওনারা পাংগা খাচ্ছিল সেটাও আমি ট্যারা চোখে দেখে ফেলেছি। হেভি যাচ্ছিল ।
কলেজের বাইরে
-কিরে কি অবস্থা ছুটি তো শেষ হয়ে আসল
– আমি আর যাবনা রে কলেজে
– কি যে কস যাবি না কেন
-না দোস্ত আমার ভাল লাগতাছে না। এত কষ্ট
ক্লাস টুয়েলভ কলেজের বাইরে
-এইটা আমাদের শেষ ছুটি তাইনারে?
-হুমম এইবার কলেজে গেলেই আর যাইতে হবে না ভাবলেই মনটা খুব খারাপ হয়ে যায় রে
-ইশশ কেমনে যে ৬ টা বছর পার হয়ে গেল।
এক্স ক্যাডেট
-আরে তুমি ক্যাডেট নাকি
-আমি এসসিসি । আপনি?
-আমি তো সিসিসি
-হাহা সিসিসি। আপনি অমুকরে চিনেন আমাদের ব্যাচের
– আরে কি যে কও চিনব না কেন। খুব ঘাউরা ছিল
…।..।।..।…………………………………………….।।..।…………………।।
….।।.।।……………………………………………………………………।।
(এই কথা চলতেই থাকে এরপর আসে কলেজের স্যারদের টিজ নেম তারপর আরো কত কি। আর চারপাশের মানুষের তখন চরম বিরক্তি
তাদের ডায়লগ
-এই ক্যাডেটের পোলাপান এক হইলে আর কিচ্ছু বুঝে না খালি ক্যাডেট কলেজের আলাপ
– আর তপু তুমি হইলা সবচেয়ে খারাপ। তুমিই সবার আগে ক্যাডেট কলেজের আলাপ তুল)
oshadharon Topu bhai.........
মজা পাইলাম।
আরো কিছু ঢুকানো যাইতো। তাইলে আরো মজা হইতো।
হুমম , মজার আরো অনেক কিছু লেখা যাইত। আপনি একটা লিখে ফেলেন দ্বিতীয় পর্ব দিয়ে।
অসাধারণ তপু ভাই...বেশী সুন্দর~~~
হাহাহাহাহা
ঠিক ঠিক...তপু ভাই,তুমি হইলা সবচেয়ে খারাপ ..
আরও খারাপ হইতে হইব,,,খুব..খুব..খুবই খারাপ... 😆 😆
হ রে আমি বহুত খারাপ। দেখি খারাপের আরো কিছু নমুনা ছাড়তে হবে। আগামী ৫ দিন বন্ধ আমার। খবর ই আছে সবার।
আগামী ৫ দিন বন্ধ আমার...
খবর ই আছে সবার...
ছড়া তো ভালই লিখেন!!! 😆 😆 😆
জোস............ জটিল হইছে........... আরও লেখা চাই.......... বাই bye
ফেন্টাবুলাস 😆 মজাক পেলুম।।
এই রকম জব্বর কিছু লেখা দিয়েই শক্ত হাতে সিসিবির হাল ধরেছিলেন তপু ভাই। আপনার সবগুলা লেখা একের পর এক পড়েই যাচ্ছি। উঠতে পারতেছিনা একদম।
:thumbup: :thumbup: :thumbup: আপ্নেখুবখ্রাপ. :grr: :grr:
বহুদিন পরে পুরান লেখায় সবাই কমেন্ট করছে দেখি। পুরান ডায়লগটা মনে পড়ে গেল