একটা বড়সড় সাইজের ছোট্ট খবর

কিছুদিন আগে একটা ছোটখাট বড় খবর পেয়েছিলাম কনফুসিয়াস ভাইয়ার কাছ থেকে। আজ আমি একটা বড়সড় সাইজের ছোট্ট খবর দেই। আমাদের নিজেদের বাড়ি হয়ে গেছে। একেবারে নিজেদের বাড়ি। দখিনা জানালা খোলামেলা বিশাল জায়গা নিয়ে বাড়ি। কিছুদিনের মধ্যেই আমরা সেখানে উঠে যাব। কাঁদায় পিছলে আর পা মচকাবে না (খুশিতে একটু ফ্লপ করে ফেললাম। ) এই মাত্র আমি সবার স্বিদ্ধান্ত অনুযায়ী dot5hosting.com থেকে হোস্টিং এর জন্য একাউন্ট খুলে ফেললাম। দুই বছরের জন্য নেওয়া হয়েছে। ২ বছর পর আবার রিনিউ করতে হবে।

আসলে কি আর লিখব বুঝতেছিনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে আমাদের অনুপ্রানিত করার জন্য। সবাই সাথে না থাকলে এতদুর যাওয়া হত না। এখন থেকে আরো বেশি বেশি আমাদের সাথে থাকুন। আমরা সবাই আজ থেকে নতুন একটা জিনিসের অন্তর্ভুক্ত। সিসিবি। ক্যাডেট কলেজ ব্লগ। হ্যাপি ব্লগিং।

৩৮ টি মন্তব্য : “একটা বড়সড় সাইজের ছোট্ট খবর”

  1. আমার বেশীরভাগ প্ল্যান কখনো বাস্তবায়ন হয়নি...বেশীরভাগ সপ্ন কখনো সফল হয়নি। জীবনে সপ্ন পূরণের কি আনন্দ তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না...তপুভাইকে এককোটি শুভেচ্ছা...ব্লগটি প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিনল...আপনি আসাতে তা শুধু নতুন জীবন নয়, পেয়েছে নতুন ঠিকানা...

    জবাব দিন
  2. আমারো একই কথা। রায়হান এর কথা গুলা কাট পেস্ট মাইরা লিখে দেয়া যায়।

    সাধে কি আর স্বপ্নাহত নাম লয় নাকি কেউ?? 😉

    তপু ভাই না থাকলে আসলেই হয়তো এত তাড়াতাড়ি এত কিছু হতোনা।
    তপু ভাই আপনি বস(party র দিন এক টুকরা বেশি দিয়েন আমারে।এত তেল মারলাম 😀 )

    জবাব দিন
  3. আনন্দে নাচতে ইচ্ছা করতেসে।
    মিলার গান ছাইড়া...
    ইস! পরশু থেকে মিডটার্ম পরীক্ষা।।
    নইলে সেরকম একটা পার্টি হয়ে যেত!
    ব্যপপার না...
    মিডের পর দেখা যাক...
    তপু ভাই/ কনফু ভাই/ নাজমুল ভাই...
    আপনাদের লাল সালাম...

    জবাব দিন
  4. সবাই কি মারা গেছে নাকি। ব্লগ তো গত দুইদিন ধরে জমতাছে না। আজকে কিন্তু মাত্র ১২২টা হিট হইছে। আমাদের গড় হিট যেখানে ৭০০ এর মত হচ্ছিলো।
    আইইউটি-তে আগামীকাল থেকে মিড সেমিস্টার পরীক্ষা শুরু। তাই এক সপ্তাহের মত সময় দিতে পারবো না। আইইউটি'র সবার অনুপস্থিতি যেন টের পাওয়া না যায়। সেভাবে চিন্তা ভাবনা শুরু করেন সবাই।

    হ্যাপি ব্লগিং।

    জবাব দিন
  5. আমার ও খুব পোলাটার নাম বলতে ইচ্ছা করছে। কিন্তু পোলাটা বেশি ভদ্র। নাম বলতে মানা করছে আমারে। আপাতত তার উদ্দেশ্য একটা হিপ হিপ হুররে।
    কিন্তু হুররে দেওয়ার মানুষ তো কমে গেছে। আজ দুদিন ধরে কেউ নাই। ব্যাপার কি । আইইউটির নাহয় পরীক্ষা বাকিদের কি হল।

    জবাব দিন
  6. এরা কি খবর পেয়ে গেছে যে আমরা ওদের বাসা ছেড়ে দিব। আমি লেখা দিতে গেলাম। অনেক সময় নিয়েও লেখা আসল না । সেভ করা যাচ্ছে কিন্তু প্রকাশ করা যাচ্ছেনা। অনেকদিন পর আজ কোন লেখা আসল না এখানে।

    জবাব দিন
  7. সামিয়া আপু কি ব্যাপার তুমি কিছু লেখ না কেন। খালি এসে এসে পড়ে যাও।
    আচ্ছা আরেকটা ব্যাপার । ডান পাশের কাল জায়গায় একটা ছোট ইমোকোন দেখা যায়। হাসিমুখের।সবাই কি দেখছ নাকি একা আমার এখানেই দেখা যায়। আমি অনেকদিন পরে লক্ষ্য করেছি। সেটার কাহিনি টা কি।

    জবাব দিন
  8. লিখবো তপু ভাই, এদ্দিন ছিলাম না, আপনে পরের পর্ব টা লিখেন, তার পরেরটা আমি লিখবো ইনশাআল্লাহ। দুই হাত, দুই পা প্লাস মাথা তুলে দাঁড়ায় আছি। আর কোনো ইমোকোন তো দেখলাম না। কি ব্যাপার তপু ভাই, সামিয়ার ভুত আপনার কম্পুতে বাসা বাধসে নাকি?
    হে হে হে।

    জবাব দিন
  9. নতুন ব্লগ টা খোলা হয়েছে।

    সাইট টা রাজ্যের স্লো। হোষ্টিং তাই কেন যেন একটু স্লো মনে হচ্ছে।
    না হলে আবার নতুম করে ওয়ার্ডপ্রেস টাইপের কিছু একটা করতে হবে।
    কষ্ট টাই মাটি।

    জবাব দিন
  10. ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন টা ভালোই হবে মনে হচ্ছে। তাছাড়া সব দিক থেকে এটা সবচেয়ে নির্ভরযোগ্য। আমাদের সামনে হোস্টিংয়ের আরেকটা অপশন এসেছে। এবারেরটা একদম ফ্রি। একজন এক্স-ক্যাডেট ই হোস্ট করছেন। হোস্টিংয়ের পাশাপাশি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সুবিধাও তিনি দিবেন বলেছেন। বিস্তারিত পরে জানাচ্ছি।

    জবাব দিন
  11. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    এতদিন পরে যখন দেখি সিসিবির ৩০০০তম পোস্ট কে লিখবে তা নিয়ে দুষ্টামি করছি আমরা-সিসিবি এখন স্বয়ংসম্পূর্ণ একটি ব্লগ-তখন পুরোন দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়।

    জয়তু সিসিবি!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।