প্রতীক্ষিত প্রাপ্তি

অপেক্ষার প্রহরগুলো অনেক সুন্দর, আবার তাও যদি হয় সুন্দর কোন মানুষের জন্য। কিন্তু সেই সুন্দর মানুষটি যদি আসার আগেই হারিয়ে যায়! যদি প্রকৃতির দুর্লঙ্ঘ্য নিয়মের বেড়াজালে সাত পাকে বাঁধা পড়ে যায়!
………………………………………………………….

বৃষ্টি আসবে
বহু প্রতীক্ষিত বৃষ্টি
উদ্দাম বাতসের তান্ডব চলবে-
আমার পৃথিবীতে।
শুধুই অন্ধকার, নিষ্প্রদীপতা।
আমি নগ্ন হয়ে ভিজব।
বৃষ্টির প্রতিটি ফোঁটা
ছুঁয়ে যাবে আমার ওষ্ঠ,
আমার চিবুক, আমার দেহ।
স্পর্শে আমি হব পবিত্র।

হে বৃষ্টি!
আমি তোমার অপেক্ষায় আছি।
নির্জন অরণ্যে, নিভৃতে;
শুধু তোমারই স্পর্শ পেতে।

আকাশে বাতাসে বজ্রের হুংকার
ঈশ্বর নেমে এসেছে পৃথিবীতে
চারপাশে তার দূতের বেষ্টনী
আর-
তার মাঝে আদিমতার উল্লাস।
তীক্ষ্ণ আর্তনাদ – আমার পৃথিবীতে,
একবার,
তারপর, সব চুপ, নিস্তব্ধতা!
কোথাও কেউ নেই।

১,৩০০ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “প্রতীক্ষিত প্রাপ্তি”

  1. জুবায়ের অর্ণব (৯৮-০৪)

    তোমার কবিতা লেখার হাত ভালো লেগেছে। বক্তব্য পছন্দ করেছো সুন্দর। তবে আরেকটু বেশি অলংকার ব্যাবহার করো। মেটাফোর, সিমিল, এপিথেট, ট্রান্সফার্ড এপিথেট এইসব ব্যাবহার করো। রিচ হবে।

    জবাব দিন

মওন্তব্য করুন : জাবীর রিজভী (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।