কখন বুঝবেন?

কখন বুঝবেন আপনি একজন ক্যাডেটঃ

১) যখন কলেজ থেকে বাড়ি ফেরার পথে আপনার চোখ আশে পাশের রাস্তায় চিরুনি অভিযান চালাবে(আপনি যদি ক্যাডেট হোন নিশ্চয় বুঝতে পারছেন)।
২) যখন ছুটীতে বাঁশির শব্দ শুনে চমকে উঠবেন, হয়ত বাসা থেকে বেরও হয়ে যাবেন এই ভেবে ফল-ইনের বাঁশি পড়েছে। (আমি এখনও চমকাই)
৩) যখন বাসায় গিয়ে দেখবেন মা গত তিন মাসের যত খাবার দাবার ছিল সব রেখে দিয়েছে আপনার জন্য।(আমি বাসায় গিয়ে সবার আগে ফ্রিজ খুলে চেক করতাম কি কি মেন্যু আছে স্টকে)
৪) যখন মাঝে মাঝে নিজের চাপা মারার দক্ষতা দেখে নিজেই অবাক হয়ে যাবেন।
৫) যখন জুনিয়রগুলোকে গরু-ছাগল আর নিজের পৈতৃক সম্পত্তি মনে হবে।
৬) যখন বান্ধবী মহলে নিজের জনপ্রিয়তা দেখে মাঝে মাঝে নিজেকে (ভুল করে) শাহরুখ খান বা ঋত্তিক মনে হবে।
৭) যখন সপ্তাহ শেষে ছেঁড়া হ্লুদ খামে বাসি চিঠি পাবেন। (নিজের চিঠি যদি নিজে খুলে পড়ার আগে অন্য কেউ পড়ে তাহলে তাকে আমি বাসি চিঠি ছাড়া আর কি-ই বা বলব। আমার খুব মেজাজ খারাপ হত)
৮)যখন সব কাজেই শর্ট কাট রাস্তা খুজবেন।
৯)যখন হাফ প্যান্ট আর সেন্ডো গেঞ্জি পড়ে বিকালে খেলতে নামবেন।
১০) যখন বেসিনে কাপড় ধুবেন।
১১)যখন আকিকা ছাড়া বিশেষ নামের অধিকারী হবেন এবং আস্তে আস্তে নিজের পিতৃ প্রদত্ত নাম ভুলে যেতে বসবেন।
১২)যখন প্রতি মুহুর্ত কলেজ থেকে চলে যেতে চাইবেন এবং মনে মনে কলেজ অথরিটির চৌদ্দ গুষ্টি উদ্ধার করবেন।

কখন বুঝবেন আপনি একজন এক্স ক্যাডেটঃ

১) যখন প্রতি মুহুর্ত আবার কলেজে যেতে ইচ্ছে করবে কিন্তু পারবেন না।
২) যখন দেখবেন আপনার পিচচি পিচচি ক্যাডেট ভাইগুলো আপনাকে ভুল(নাকি ইচ্ছা করে) করে আংকেল ডাকছে।
৩) যখন দেখবেন আস্তে আস্তে পেটের মাঝখান থেকে ছোট খাট ভুড়ি উকিঁ দিচ্ছে।
৪) যখন নিজের সব কথাতেই ঘুরে ফিরে ক্যাডেট কলেজ আর ক্যাডেট প্রসঙ্গ চলে আসছে।
৫) যখন নিজের ক্যাডেট বন্ধু পেলে পাশে দাঁড়ানো কোন প্রিয় মুখকে কিছুক্ষণের জন্য ভুলে যাচ্ছেন।
৬) যখন নিজের ক্যাডেট কলেজের ভাল কোন খবর শুনলে গর্বে বুকের ছাতি ফুলে ১০ ফুট হয়ে যাচ্ছে।
৭) যখন অপরিচিত কারও সাথে কথা বলতে গিয়ে চান্সে নিজের ক্যাডেট পরিচয় তুলে ধরছেন।
৮) যখন অপরিচিত জায়গায় যাওয়ার আগে প্রথমেই খোঁজ নিচ্ছেন কোন ক্যাডেট আছে কিনা।
৯) যখন কোথাও “ক্যাডেট” লেখা দেখলেই খুব আগ্রহ নিয়ে পড়ছেন, সেটা বিলবোর্ড-ই হোক বা খবরের কাগজ-ই হোক।
১০) যখন আমার লেখা পড়া শেষ হলে মনে মনে বলবেন “হা..য় কি ফ্লপ মাইরা গেল”।

১,২৫৫ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “কখন বুঝবেন?”

  1. আমি জাপান এসেছি ৪ বছর হল। প্রথম যখন আমার ক্যম্পাসে আসছি (এখানেও আমি ডরমে উঠেছি) তখনকার কথা। প্রথম দিন আসার পরই রাতে আমার একটু দোকানে যাওয়া দরকার। আর এই ক্যম্পাসটা পাহাড়ের উপরে। চারপাশে ক্যাডেট কলেজের মতই। দুইটা মাত্র গেট। একটা আবার রাত হলে বন্ধ করে দেয়। পাশে চিপা একটা গেট।সেটা দিয়ে বের হতে হয়। আমি বের হতে গিয়ে একবার থমকে দাড়ালাম কোথা থেকে যদি এডজুট্যান্ট এসে হাজির হয় কলেজ পলানোর দায়ে পড়ি।

    জবাব দিন
  2. মামু আপনে বস!! এক কাম করেন......অই গ্রুপ থিকা কপি কইরা বাংলায় লিখা ছাইপা দেন.......কুনু অসুবিধা নাই.........আমিও লিখা না দেওয়ার অপবাদ থিকা রক্ষা পামু তাইলে.........এইডা হইব আপনার আমার যৌথ PhD থিসিস......অথবা রবি ঠাকুর আর ইয়েটস এর লিখা গীতাঞ্জলির ক্যাডেট সংস্করণ......

    জবাব দিন
  3. তপু ভাই..এই মিয়া পামপট্টি দিতে ওস্তাদ..ধরা খাইয়েন না
    আপনি অনুবাদ করে তাড়াতাড়ি দেন আর উনার থেকে আরেকটা লেখা আদায় করে নেন..
    এত ফাকিবাজ পুলাপাইন..উফফফ....

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।