প্রেম
তোমার জন্য এক কথাতেই দিব সাগর পাড়ি
আনব তুলে তলা থেকে মাছ দুখানা ভারী
বলতে পারো তোমার জন্য করতে পারি সব
যখন তখন মরতে পারি, হতে পারি শব ।।
——————————–
ছবি
মিষ্টি হাসি বাঁকা ঠোঁটে
তপ্ত চোখে চেয়ে থাকে
মধুর তাহার অম্লবদন
রংবেরঙের স্বপ্ন আঁকে ।।
————————–
রাত
কেউ বসে বাজায় গিটার স্বপ্নসুরে
কেউ আবার ভারী নাকে তুমুল আওয়াজ তুলে
আমার মত হয়ত কেউ লিখছে ছড়া কম্পুটারে
জীবনটাকে মাপছে হয়ত রাত নিশীতের মনিটরে ।।
—————————————–
তুমি
এক ফোঁটাতে বৃষ্টি তুমি
এক ফোঁটাতে জল
বুঝতে কেন পারিনা কভু
কোনটা তুমি, কোনটা ছল ।।
—————————————–
মেহেদী
০৪.০৮.১০
১৯ টি মন্তব্য : “অ-ছড়াকারের ছড়া”
মন্তব্য করুন
প্রথম ছড়াটা সবচেয়ে জটিল হইছে।সাবাস!
ধন্যবাদ মাসরুফ ভাই,প্রথমটা আসলে একেবারে ফান করে লেখা!ভাল লেগেছে শুনে পুলকিত!!!! 😀 😀 😀
আমার কাছে 'ছবি' সবচেয়ে ভালো লেগেছে।
ধন্যবাদ,এটা সম্প্রতি একজনের জন্মদিনে তাকে উৎসর্গ করে লেখা!!! 🙂
:clap:
😀 :boss:
সবগুলার চ্রম হইসে :clap:
You cannot hangout with negative people and expect a positive life.
ধন্যবাদ আপু... :boss: 😀
ধন্যবাদ আপু... :boss: 😀
একবারে ট্রিপল ক্লিক পড়ে গেছে !!!!ভালো কিছু তিনবার বললেও সমস্যা নাই......।। 🙂
ধন্যবাদ আপু... :boss: 😀
:clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 😀 😀 :boss:
চরম হইসে...............প্রেম টা সবচেয়ে ভাল্লাগসে :clap: :clap: 😀 😀
ধন্যবা...... 😀
দুঃখিত!ধন্যবাদ ধন্যবা হয়ে যাবার জন্য 😀 ……
আমার কাছে ছড়া বরাবরই ভালো লাগে। আজকেও ভাল্লাগলো.....। 🙂
ধন্যবাদ আমিন ভাই 😀
ছড়াকার না হয়েও দেখি ছন্দ মিলায় ফেললা. :clap: