আমরা সবাই কম-বেশি প্রেম বা ভালবাসাবাসি করেছি। আমি হলফ করে বলতে পারি ৮০ ভাগ মানুষের প্রথম ভালবাসা হয়ে থাকে প্রথম দেখা ( লাভ এট ফার্স্ট সাইট) এবং ভাল লাগা থেকে।
আমার বেলায়ও এর ব্যাতিক্রম হয়নি। আর ২০০৩ সালে আমার পাশের বাড়িতে আসা নতুন মেয়েটিকে দেখে আমার হঠাৎ মনটা ছটফট করে উঠল। বুঝতে পারলাম আমি ফিদা হয়ে গেছি। আমার মনে প্রেমের জোয়ার বইছে। চেষ্টা-তদবিরের কল্যাণে আমাদের প্রেমও হয়ে গেল।
কিন্তু ক্যাডেট কলেজে থাকাকালীন সময়ে এইসব প্রেম-পিরিতি করাটা আসলেই একটা বড় ঝামেলা। ছুটিতে গেলে আমাদেরও তাই এই নিয়ে ঝগড়াঝাটি কম হত না। আমাদের প্রেমের বছর দুই পরের ঘটনা। আমি সেবার ছুটি থেকে আসার আগের দিন সারা বিকেল চুটিয়ে প্রেম করার পর সন্ধ্যাবেলা লেগে গেল ঝগড়া। সারারাত মন খারাপ, কলেজে এসেও মন খারাপ লাগলো। তো বসে গেলাম কবিতা লিখতে। সেদিন ছিল ২২শে জুন ২০০৩ নাইট প্রেপ, ক্লাসের শেষ ডেস্কটাতে লিখতে বসে গেলাম। লেখাটা ছিল অনেকটা এমন……………
পাঁচ-ছয়টি রজনীগন্ধার স্টিক
কিংবা একতোড়া রক্তলাল গোলাপ;
এ যেন তোমার প্রতি আমার
ভালবাসার নির্দয় প্রলাপ।
আমি তোমাকে এ গোলাপ
বা রজনীগন্ধা দিতে ব্যর্থ,
কারণ সময়টা বড়ই নির্মম
ওয়ালেট কিংবা মানিব্যাগে নেই অর্থ।
তোমাকে একটি প্রশ্ন করি,
ভালবাসা কি অর্থের মোহে আবদ্ধ?
নাকি ভালবাসা মানে গাড়ি-বাড়ি
কিংবা রেঁস্তোরা বা লং ড্রাইভ?
তৃ্তীয় বিশ্বের এই হতদরিদ্র দেশ
কে দেবে আমায় চাকরি?
নাকি সারাজীবন আমাকে
করতে হবে তোমার প্রেমের হকারি!
বলো এ অনাচার-বৈষম্য থেকে
কে দেবে আমায় মুক্তি?
এ বেকার প্রেমিকের বাঁচার প্রয়োজনে
দেখবে তুমি কোন যুক্তি?
তাই আমায় দাও এক শিশি বিষ
কিংবা সস্তাদরের দুটো স্লীপিং পিল;
কারণ আমি আর চাইনা বাঁচতে
কবে হবে আমার সাথে মৃত্যুর মিল??
কুবিতা টা ভালা হইছে
ধন্যবাদ মাহবুব ভাই।
আহা! আহা! কিশোর বয়সের প্রেম। তুলনা হয়?
এলেম আছে বটে তোমার। ক্যাডেট কলেজে থেকে প্রেমিকা মেনটেন করা সোজা ব্যাপার না। তা তিনি আছেন কেমন এখন?
নুপুরদা দুঃখের সহিত জানাইতেছি যে তিনি এখন কেমন আছেন জানিনা, ছাড়াছাড়ি হয়ে গেছে আরকি।
কবিতাটা খুব সুন্দর হয়েছে
তার চেয়ে বেশী সুন্দর উপরের হেডিং
কবিতা + গল্প দুটাই চালিয়ে যাও
আহসানুল ময়েজ
ধন্যবাদ আহসান ভাই 😀
oshadharon laglo :
ধন্যবাদ 🙂
জুলফিকার ভাই তাইলে প্রেপে কবিতা লিখতেন ! 😛
:grr: মশিউর কি সার্কাজম হইল নাকি! :grr:
B-) :grr:
অনেক ভালো লাগলো
ধন্যবাদ বুড়ি 😀
ভালৈ লেগেছে। কৈশোরে অনেক কিছুই করা হইলো কিন্তু প্রেমটা করা হইলো না আফসুস....