উপেন কহিল, “বুঝেছেন রাজা , কিনে লও মোর জমি,
আমি একা একা, নাই কোনো দোকা
দুটো বিঘে জমি, প্রয়োজন নাই মানি।
ভাবি বসে বসে, ক্ষণে কেশে কেশে
যাব চলে কাশী, হব সন্যাসী।
তুমি অতি রাজা, প্রাণ ভাজা ভাজা
টাকার নাইকো শেষ,
মালি অফুরান, নেই বড় বাগান
মোর জমি হবে বেশ।”
রাজা কহিলেন, “নারে বাপু, করিবনা এমন কাজ
রবীবাবু পরে, কবিতার তীরে
করিবে জীবন নষ্ট,
বাগানের সাধে, কবি বাধ বাধে
কবীরাজ ভারী দুষ্ট।
তারচেয়ে এই, আছি ভাই দুই
বাধিয়া বেড়ায় বেড়া,
সুখে আর দুখে, কলহ বিবাদে
করব না তোকে ছাড়া।”
স্মিত হাসি হেসে কহিল উপেন
“কবিদের হাল, দেই ফুল্-মাল
প্রণাম বেদী গড়ি,
রাজার হস্ত, করবে না আর সমস্ত
কাংগালের ধন চুরি।”
[কবিদের হাল বলতে কবিগুরু কে অন্যান্য কবিদের হাল (পথপ্রদর্শক) বুঝনো হয়েছে]
গোল দিলাম !!
এইটা কি প্যারোডি ? আমি আবার কবিতার বিশেষ অজ্ঞ কিনা :((
এইটা কি প্যারোডি ? আমিও আবার কবিতার বিশেষ অজ্ঞ 🙁 🙁
আজাদ ভাই এইটা কী লিখলেন ভাই। সকালটা এত সুন্দর করে শুরু হবে ভাবতেও পারিনি। হেভী মজা পাইছি। রবি ঠাকুর পড়লে আপনারে এসে পেন্নাম করত। =)) =))
ইয়ে মানে বস একটু পিসিসি ট্যাগায়ে দেন আমাদের লেখা আবার কম কিনা
ধন্যবাদ। ট্যাগ দেওয়া হইল।
:clap:
ভাইয়া উপেন আজ বড়ই খুশি হতো ...
দুনিয়ার মজদুর এক হওয়ার প্রেরণা পাবে ।
খুব ভালো হয়েছে বস।
এমন জিহাদী টোন আছে আগে বুঝি নাই 🙂
বড়ই সৌন্দর্য্য
পরেরটা আবার কবে পাইতেছি ভাইজান :clap: :clap:
আবার যেদিন পোকাটা কামড় দিবে সেদিন
ঢিশটিং টাইপ হইছে...
"ঢিশটিং টাইপ" - জিনিস টা কি ?
ঢিসুম টিসুম এর মত কিছু হবে =))
বিমল আনন্দ পাইয়াছি =))
জটিল হইসে :clap: :clap:
খুব মজা পাইসি। :clap: :clap: :clap: :clap:
পকক রক্করে, বস আন্নে অনেক দিন পর :tuski: :tuski:
আসেন কেমন?
আপনার তো খবরই নাই :grr:
:boss:
কবিতায় একেবারে "দু বিঘে জমি"র সুর আনলে কিভাবে? গীতাঞ্জলী বেশ পড়ো মনে হচ্ছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আমার কাহিনী টাইপ কবিতা দারুন লাগে।
যেমন (নকশী কাথার মাঠ, দুই বিঘা জমি, )
এইগুলাই বেশী পড়ি
ভাই আপনি হেমায়েতপুর এর কাছাকাছি থাকেন মনে হয় : :))