(সামগ্রিকভাবে এই শিল্প কর্মটি আমাকে এতটাই আলোড়িত করেছে যে সবার সাথে শেয়ার না করে পারলাম না। এই পোস্টটিতে আমার নিজস্ব কোন কিছুই নেই। পুরোটা-ই সংগৃহীত। কেউ যদি আগে এই ব্লগে এটি পোষ্ট করে থাকে তাহলে দয়া করে এডু/মডু’রা এই পোষ্টটি মুছে দেবেন।)
“ইনকাদাতে” জাপানের আওমরি প্রিফেকচার-এর একটি গ্রামের নাম। মাত্র ৮৭০০ জন লোকের এই গ্রামটি একটি বিশেষ কারণে সাড়া পৃথিবীতে পরিচিতি লাভ করেছে। সেটি হলো ধানক্ষেতের ছবি। না, কৃষকেরা এই ছবি তৈরীতে কোন রং ব্যবহার করেনা। আসলে এই চিত্রকর্মের মূলে যে বিষয়টা আছে, তা হচ্ছে বিভিন্ন রংয়ের ধানের ব্যবহার।এই গ্রামটির কৃষকেরা ১৯৯৩ সাল থেকে তাদের জমিতে বিভিন্ন রংয়ের ধান লাগিয়ে ধানক্ষেতটিকে একটি ছবির মতো করে তোলে। কৃষকেরা সাধারণতঃ হালকা বেগুনী এবং হলুদ পাতার (কোদাইমাই ধান) ধানের সাথে লোকাল গাঢ় সবুজ রংয়ের (সুগারু রোমান ধান) যে ধান আছে তা ব্যবহার করে। যখন বিভিন্ন রংয়ের ধানগাছগুলো বড় হয় তখন পুরো মাঠ জুড়ে ফুটে উঠে আর্শ্চযজনক এই ছবি। প্রতি বছরই ছবির বিষয়বস্তু পরিবর্তন করা হয়। যেমনঃ এবছর করা হয়েছে অশ্বারোহী যোদ্ধার ছবি। আর এ ছবি দেখতে সাড়া পৃথিবী থেকে ছুটে আসে মানুষ। গত বছর এসেছিলো প্রায় ১,৫০,০০০ জন। প্রতি বছর মে মাসের দিকে এই চিত্রর্কমটি শুরু হয়। আর ধান কাটা হয় সেপ্টেম্বর মাসে। এবছরের মূল ছবিটি আসলে দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে জাপানের সেনগাকু পিরিয়ডের অশ্বারোহী যোদ্ধার ছবি ও অপরটি হচ্ছে অশ্বারোহী নেপোলিয়নের ছবি।
সেনগাকু পিরিয়ডের অশ্বারোহী যোদ্ধার ছবি…
ছবিটি কাছ থেকে দেখলে যেমন মনে হয়…
আরো কাছ থেকে…
অশ্বারোহী নেপোলিয়নের ছবি…
😀 :thumbup:
এতক্ষনে মন্তব্য দিতে পারলাম, সেই কখন থেকে দেখছি 😛
অফটপিকঃ কেমন আছেন??? ভাবীকে সালাম দিয়েন 🙂
ঐ
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আলহামদুলিল্লাহ ভালো আছি...।
সালাম পৌঁছে দেয়া হয়েছে...।
হাত দুটো কি আপনাদের?
সুপার.........সুপার :hatsoff: :hatsoff:
Life is Mad.
আসলেই...
বিমুগ্ধ এবং বিস্মিত। "অনলি ইয়েস্টারডে" এনিমে সিনেমাটা দেখে জাপানে কৃষিকাজের গুরুত্ব বুঝেছিলাম। ওরা কৃষিকাজ করে ঐশ্বরিক অনুপ্রেরণায়। এরকম চমৎকার একটা শৈল্পিক উৎসব সম্পর্কে জানানোর জন্য অনেক ধন্যবাদ, আহসান ভাই।
ধন্যবাদ ভাইয়...
আরো অনেক ছবি ছিল তো আহসান ভাই, কই গেল?
আমি কয়েকটা দিলাম। ওদের ওয়েবসাইট থেকে নেয়া।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অপূর্ব , 🙂
জটিল হয়েছে সব গুলো :clap:
কেমস,
আমিও তো বুঝলাম না...আমার পোস্টের অর্ধেকই তো দেখি অটো ডিলিট হয়ে গেছে...
স্লো স্পিড নেটে সারা দিন ধরে ছবি আপলোড করলাম, আর এখন এইটা কি হইলো? পোস্ট করার পরেতো সব ই ঠিক ছিলো, শুধু কমেন্ট করা যেতনা... কিন্তু এখন দেখি কমেন্ট করা যাচ্ছে, কিন্তু আমার পোস্টের অর্ধেকটা গায়েব...
এডু/মডুরা কি বলতে পারবেন ঘটনাটা কি?
~x( ~x(
aeta grup mail e pabar por ami decision nisilam blog e dimu ahsan vae aeta ki korlen :((
but thnx for sharing :bash:
স্যরি ভাইয়া তোমাকে আশাহত করার জন্য...
ধন্যবাদ আহসান, প্রোফাইল ছবি বদলানোর জন্য। এই বদলানোর দৃশ্য নিয়ে সিসিবি একটা ফটোব্লগ দাবি করছে!! ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀
আমি প্রিন্সু স্যারের এই দাবী সর্বান্তকরণে সমর্থন করিতেছি
:thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সানাউল্লাহ ভাই,
একটা কছু লিখবো... তার উপরে প্রিন্সিপ্যাল স্যারের নির্দেশ...
গত কাল বউকে বললাম, সিসিবি'তে আমাদের গত এক সপ্তাহের কিছু টক ঝাল মিষ্টি কাহিনী নিয়ে একটা পোস্ট দেব... উনি শুনে তীব্র প্রতবাদ জানালেন... কিন্তু আমি অনড়...পোষ্ট দেবই...
যাহোক দেখি, হোম মিনিস্ট্রি একটু সামলে নিয়ে অল্প-স্লপ একটু লিখবো এ ব্যাপারে...
ওয়াও!
সংসারে প্রবল বৈরাগ্য!
আসলেই ওয়াও টাইপের একটা ব্যাপার...
দারুণ :gulli2: :gulli2:
নিদারুন...
ধান বৃক্ষ দিয়া কত কিসু করা যায়!!!
:boss:
ধান বৃক্ষ দিয়া কত কিসু করা যায়!!! রেশাদ ভাই কি আমারে কিছু কইলেন নি? :shy:
মাস্ফ্যু,
তুমি কি কিছু শুনছ নাকি?
রেশাদের জন্য একটা কাঠের বাড়ি বানাইয়া দিমু... সে বাড়িতে ধান বৃক্ষের আধিক্য থাকবে... 😛
চমৎকার!
সত্যিই চমৎকার...
অসাধারণ শিল্প কর্ম! :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সত্যিই অসাধারণ...
চমৎকার!
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
সত্যিই চমৎকার আপু...
দারুন লাগলো।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধন্যবাদ ভাইয়া...
আসলেই দারুন লেগেছে...
দারুন দারুন :clap: :clap: :clap: :clap:
ধন্যবাদ রেজু...
তুই কেমন আছিস?
আহসান ... তোর পাঠানো ছবি + তোর নতুন প্রোফাইল ফটো ... দুইটাই সুন্দর হইছে।
চ্যারিটি বিগিনস এট হোম
দোস্ত,
অনেক ধন্যবাদ।
দোয়া করিস...
আমি দোয়া করি আমাদের আহসান ভাই আমাদের ভাবীসহ একদিন এখানে সশরীরে গিয়ে ঘুরে আসবেন 🙂
মাস্ফ্যু,
দোয়া কইরো...
আহসান ভাই অসাধারণ :hatsoff: :hatsoff: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ টিটো...
দারুন হইছে
ধন্যবাদ...
অসাধারণ একটা পোষ্ট স্যার। :clap: :boss: :guitar:
অনেক ভাল হয়েছে ।