১.
ক্যাডেট কলেজ জীবন শেষ করে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন যেন অথৈ সাগরে পড়ার মতো অবস্থা হলো। এক পাড়ায় ছিলাম বলে চিনতাম কেবল রতনকে। রতন সিলেট ক্যাডেট কলেজের, কলেজ নাম কাফি (আবদুল্লাহ আল কাফি)। রতন তখন ছাত্র ইউনিয়নের প্রথম সারির নেতা হতে যাচ্ছে, তাকে পাওয়াই যায় না। পরিচয় হলো মোমিনের সাথে। মোমিন ফৌজদারহাটের। আর ছিল তানিম (ওমর), ফৌজদারহাটের। আমরা এই চার জন ছিলাম অর্থনীতি বিভাগের ক্যাডেট।
দেখলাম এরই মধ্যে তিনটা গ্রুপ তৈরি হয়ে গেছে। ঢাকা কলেজের এক গ্রুপ, নটরডেমের একটি, আরেকটি মেয়েদের, হলিক্রস গ্রুপ। আমরা কারো সাথেই মিশতে চাই না। ঢাকা কলেজ গ্রুপকে উদ্ধত মনে হয়, নটরডেম নিরস। হলিক্রস গ্রুপ সুন্দরীদের মেলা, দূর থেকে দেখি। ওরাও দেখে। মোমিনকেই বেশি দেখে যদিও।
২ মাসের মধ্যেই আমাদের গ্রুপটা হলো মজার। বিভিন্ন বিভাগের সব ক্যাডেট মিলে একটা গ্রুপ। পল সাইন্স-এ ছিল রাজশাহীর মাসুম (রাব্বানি), ফিন্যান্স-এ রাজশাহীর মাশুক ও সিলেটের জাভেদ ও হাবিব, ফৌজহারহাটের জুলফিকার। আরও পরিচয় হলো ফৌজদারহাটের কয়েকজনের সাথে। এই গ্রুপও অবশ্য বেশি দিন টিকলো না। মোমিন, জাভেদ, ওমর চলে গেলো আমেরিকায়। সবাই যার যার বিভাগে ব্যস্ত হয়ে গেল। হলিক্রস ও আমরা মিলে একটা গ্রুপ হয়ে গেলাম।
২.
দীর্ঘদিন পর জাভেদ এসেছে কানাডা থেকে। সাথে বউ, দুই ছেলে। মোমিন আমেরিকা থেকে ফিরে ঢাকা থিথু, ব্যবসা করে। ফিরে এসেছে তানিমও। রতন ডাচ-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। রাজশাহীর মাসুম, দুবাইয়ে। মাশুক এনবিআরে, এখন পোস্টিং চট্টগ্রামে। জাভেদ আসা এবং মোমিনের নতুন ফ্যাটে ওঠা উপলক্ষ্যে কেমনে কেমনে যেন পুরানা সবাই আবার এক হলাম গত শনিবার, মোমিনের ফ্ল্যাটে। মোমিন ছিল তুখোর প্লেবয়। এখন ব্যবসা করে আর নামাজের দাওয়াত দেয়। মনে আছে আমরা ক্লাস করে দুপুরে চলে যেতাম মোমিনের বাসায়। মোমিন সারারাত জুয়া খেলে কান্ত। আমরা জুয়ার টাকায় খেতে যেতাম চায়নিজ। সেই মোমিন ভিন্ন এক মানুষ। আমাদের মধ্যে তানিমই এখনো বিয়ে করেনি। হাবিব ব্যাংকার, এইচএসবিসিতে আছে।
মোমিনের বাসায় আরও দেখা হলো ফৌজদারহাটের শাহরিয়ারের সঙ্গে, ও এখন গ্রামীণ ফোনে। জমিয়ে আড্ডা মারলাম লিয়াকত (মেজর) ও ফয়েজউল্লাহর সাথে। ফয়েজ আমাদের লাবলু ভাইয়ের ছোট ভাই, বিখ্যাত স্থপতি। এর আগে আনুষ্ঠানিক আলাপ ছিল। আড্ডা হলো সেদিন।
বহুদিন পর, বিশাল এক আড্ডা। গত শনিবার। কয়েকজনের সাথে প্রথম পরিচয়, কিন্তু মনে হলো যেন বহুদিনের চেনা। ক্যাডেট কলেজ বলেই হয়তো সেটা সম্ভব হলো।
৩.
আড্ডার কোনো ছবি নেই আমার কাছে। তার পরিবর্তে একটা গান দেই। কয়েকদিন হল গানটা পেয়েছি। আর এখন খালি শুনছি, আর শুনছি।
গানের কথা-
I don’t believe in superstars,
Organic food and foreign cars.
I don’t believe the price of gold;
The certainty of growing old.
That right is right and left is wrong,
That north and south can’t get along.
That east is east and west is west.
And being first is always best.
But I believe in love.
I believe in babies.
I believe in Mom and Dad.
And I believe in you.
Well, I don’t believe that heaven waits,
For only those who congregate.
I like to think of God as love:
He’s down below, He’s up above.
He’s watching people everywhere.
He knows who does and doesn’t care.
And I’m an ordinary man,
Sometimes I wonder who I am.
But I believe in love.
I believe in music.
I believe in magic.
And I believe in you.
Well, I know with all my certainty,
What’s going on with you and me,
Is a good thing.
It’s true, I believe in you.
I don’t believe virginity,
Is as common as it used to be.
In working days and sleeping nights,
That black is black and white is white.
That Superman and Robin Hood,
Are still alive in Hollywood.
That gasoline’s in short supply,
The rising cost of getting by.
But I believe in love.
I believe in old folks.
I believe in children.
I believe in you.
But I believe in love.
I believe in babies.
I believe in Mom and Dad.
And I believe in you.
Don Williams – I Believe In You
(গান দেওয়ার জন্য লাবলু ভাই মাফ কইরা দিয়েন।)
হুই, হুই, কি মজা, ১ম হইছি
:clap: :clap:
শওকত ভাই, ছবির অভাব বোধ করছি। ছবি দিলে আর ভালো লাগতো। :bash:
আর গান যখন দিলেনই, একটা বাংলা ছবির গান যোগ করতে পারতেন 😉 😉
:thumbup: :thumbup: :thumbup:
ছবি তোলা হয়েছে। কিন্তু আমার কাছে নেই যে। কী আর করা!!
আমি ডরাইছি! মোমিন কয়, আমার লগে জরুরি আলাপ আছে। এবিসিতে একটা ধর্মীয় আর কৃষি বিষয়ক আরেকটা অনুষ্ঠান চালু করতে হবে বস। আমি কইছি, ধুর মিয়া পয়সা তো বহুত নিজেই একটা ইসলামিক রেডিও চালু কইরা দাও। :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 😀
মোমিন কি ছিল আর কী হইল। ওর পরিবর্তনটা দেখার মতো।
কাফি ভাই আর আপনি যে এক ব্যাচের ভুইলাই গেছিলাম। 😀
আমার খুব প্রিয় মানুষ। মাত্র দুইদিন আগেই কথা হইলো।
হাবিব ভাই তো কানাডা ছিলেন অনেকদিন , তাই না ভাইয়া?
শুনেছিলাম এইচএসবিসি ছেড়ে দিছেন কিছুদিন আগে।
জাভেদ ভাইরা তো দুইজনই আপনাদের ব্যাচের, জাভেদ, রাশেদ , ক্যাডেট নাম্বার ৪৩, ৪৪ 😀
অনেক ভালো লাগলো আপনাদের আড্ডার কথা শুনে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ডাউনলোড লিংক কাজ করেনা। ফাইল নট ফাউন্ড দেখায়।
যাই হোক, আড্ডার কথা শুনলেই ইদানিং খালি পেটের ভেতর মোচড় দিয়া উঠে 🙁
ভাল লাগলো যে জমায় আড্ডা দিসেন। আরো ভালো লাগতো যদি সাথে কিছু ছবিও দিতেন O:-)
সাতেও নাই, পাঁচেও নাই
বন্ধু... আড্ডা... গান 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এখানেই ...হারিয়ে যাও 😀
ডিজুস...
:))
আমিও ডরাইছি, ভাইয়ার বন্ধুদের আনাগোনা দেখা যাচ্ছে..।..।...।
সিসিবি ছাইড়া না ভাগতে হয় আবার 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইয়া আপনি এত সুন্দর করে লিখেছেন, ছবি না দেখেও যেন সবাইকে দেখা যাচ্ছিলো। খুব ভালো লাগলো আড্ডার গল্প। গানের লিঙ্কটা কাজ করছেনা। অন্যখান থেকে শুনে নিয়েছি, খুব ভালো লাগলো। 🙂
But I believe in love.
I believe in old folks.
I believe in children.
I believe in you.
দারুণ লাগলো কথাগুলা......
ভাইয়া, আড্ডার কথা শুইনা বহুত ভালো লাগলো 🙂
তেনারা সিসিবি তে আসবে না? 😛
সব ব্যাচেও মনে হয় এরকম ২/১ জন থাকে।
কবে যে তানভীর ভাই ব্লগে লিখবে, রবিন ছিল তুখোর প্লেবয়। এখন গ্রামীনের এম.ডি.গিরি করে আর নামাজের দাওয়াত দেয়। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:khekz: :khekz:
দারুন বলছো ভাইয়া! আমি ও এটাই ভাবতেছিলাম! 😛
ঐ
:khekz: :khekz:
=)) :pira:
:goragori: :pira:
আফসুস, এরকম কোন গ্রুপ করা আমারে দিয়া হইল না। 🙁
দারুণ আড্ডাবাজি করলেন, না?
গানের কথাগুলো বেশ ভালো লেগেছে। :thumbup:
হলিক্রসের আমার আম্মা পড়ত দেইখা ওই কলেজের মাইয়াগো কেমন মা মা লাগে ~x( ~x( :bash: :bash:
:khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এইটা কি বললে মাস্ফু ভাইয়া, তাহলেতো তোমার বউ বা প্রেমিকা যে কলেজে পড়ে, সেই কলেজের মাইয়াদেরকে বউ বউ বা প্রেমিকা প্রেমিকা লাগবে। :grr: :grr:
:khekz: :khekz: :khekz:
ব্যাপক লাগল আড্ডাবাজির গপ্প...... :thumbup:
কিন্তু আমাদেরও আড্ডাবাজি করতে মন চায় :(( :((
বহুতদিন তো গ্যাপ পইরা গেল 🙁 🙁
কি বলেন কাইয়ুম ভাই??? ;;; ;;;
কিছু লেখা পড়লে শৈশবে ফিরে যাতে ইচ্ছা হয় ... :dreamy:
শওকত ভাই আর সানা ভাইয়ের লেখা পড়লে বুড়া হইতে মঞ্চায় ... :grr:
কৈশর আর বার্ধক্যের এই মধ্যবর্তী সময়টুকু আর ভাল লাগে না ... :no:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
চমৎকার।
ধন্যবাদ শওকত ভাই।
জমজমাট আড্ডা'র ব্লগ মনে করিয়ে দেয় বন্ধুদের।
যারা কাছে আছে - যারা দূরে আছে - আর কেউ বা ধরা ছোঁয়ার বাইরে।
সবাই সব খানে অনেক ভাল থাকুক - এই কামনা করি।
সৈয়দ সাফী
🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
ছবি দেখতে মন্চায় 😀