ফেব্রুয়ারি শেষ হয়…….দুঃসহ একটা মাস। মার্চ আসে, অনেকে হাফ ছেড়ে বাঁচে….কিছু কিছু মানুষের কষ্ট বাড়ে……যাদের কাছে এই মাসটাও অনেক যন্ত্রনার…….ভাই হারানোর, বন্ধু হারানোর আর একটি মাস…….
গত বছর এই দিনে সবাই যখন শোকে মুহ্য….ঠিক তখন আরেকটি খবর আমার চারপাশ অন্ধকার করে দেয়। ৩ রা মার্চ এই দিনটি তে যখন ক্যাডেট কলেজ ব্লগের পক্ষ থেকে “আগুনের পরশমনি ছোঁয়াও প্রানে” এর মাধ্যমে পিলখানার সামনে সবাই শহীদ সেনা অফিসারদের সম্মানে দাঁড়িয়ে ঠিক সে সময় আরও একজন এক্স ক্যাডেট এবং সেনা অফিসারকে হারানোর কথা আমাদের শুনতে হয়…..
আমার কাছে এটা আরও যন্ত্রনার……পিলখানায় শহীদ অফিসারদের কাউকে হয়ত সামনা সামনি দেখি নি….কারও সাথে চাকরী করার সৌভাগ্যও কখনও হয় নি………তাও মেনে নিতে পারি নি তাঁদের হারানোর ব্যাথা….কিন্তু যার সাথে এই সামরিক জীবনের শুরু, যার সাথে জীবনের সবচেয়ে কষ্টকর দিনগুলো হেসে খেলে পার করেছি…একসাথে কঠিন শীতের রাতে শিশির ভেজা ঘাসে পানিশমেন্ট খেতে খেতে গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে জীবনের মানে খোঁজার চেষ্টা করেছি…….এক সাথে……… এক সাথে…..কি করেছি একা একা..?? সবই তো একসাথে……………
হাজারো লাইন মাথায় ঘুরপাক খাচ্ছে…….কিন্তু বের করতে পারছি না…..ঝাঁপসা চোখে কিভাবে লিখব………
ভাল থাকিস ফাউজুল…….আমাদের সবার ভালবাসায় মুড়ে থাকিস……..ওপারের জগতটায় একটু অপেক্ষা কর…আমিও আসছি…….আজ না হয় কাল……..
১ম (সম্পাদিত)
মডারেটরদের অনুরোধ করছি এই ইমোটা এখান থেকে মুছে দিতে।
আছিব
এমনিতেই এখানে ওখানে নানা কথা বলে অনেকের বিরাগভাজন হচ্ছি। তাও বলি, খুব বিরক্ত লাগলো।
যদিও তুমি নিচে সরি বলেছো কিন্তু লেখা পড়ে এসে তোমার এই ইমোটা দেখে আর মেজাজ ঠিক রাখতে পারছি না।
এইরকম না করলেই কী নয়?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সরি,এরকম পোস্টে এই ইমোটা দেয়া উচিত হয়নি আমার,আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি,রেজওয়ান ভাই।
সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি
আজ ফাউজুলের প্রথম মৃত্যুবার্ষিকী.....সবাই দোয়া করবেন......
ফাউজুল ভাই এর জন্য দোয়া রইল।আল্লাহ তাকে শান্তিতে রাখুন
ও ভাল আছে। নিশ্চয়ই...।
ফাউজুলের জন্য দোয়া রইল... সেই সাথে যারা বাইক ব্যবহার করে তাদেরকে আরো সাবধানী হবার জন্য অনুরোধ রইল।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অনেক ভালো থেকো ফাউজুল.....
ফাইজুল ভাইয়ের জন্য দোয়া রইলো...
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
এক বছর হয়ে গেল, এত তাড়াতাড়ি?
এত তাড়াতাড়ি?
ভাল থাকিস পিকলু। তরে অনেক জ্বালাইছি।
সময় কিভাবে চলে যায়.........তাই না দোস্ত ?
আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক ফাউজুল ভাই।
আকাশ ভাইয়ের কথাটাই আবার বলি, যারা বাইক চালান, আরেকটু সাবধানে চালাবেন প্লীজ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অনেক ভালো থাইকো ফাউজুল ভাইয়া
ফাইজুলের জন্য অনেক দোআ রইলো । ভাল থাকিস ছোট ভাই ।
ফাইজুল ভালো থাকবেন?