RHTDM

তখন ক্লাস ইলেভেনে পড়ি। একবার দিনের বেলা রকিবুল হাসান স্যার(বাংলা) ডিউটিমাষ্টার ছিলেন,ঐদিন ১ম পিরিয়ডে ছিল
উনার ক্লাস। ফর্মলিডার বোর্ডে স্যারে নাম সংক্ষেপে লিখল RH। আমার এক ক্লাসমেট পাশে add করল TDM, হয়ে গেল RHTDM
(ঐ সময় একটা হিন্দী সিনেমা ছিল Rehna Hay Tere Dil Mey(RHTDM))। স্যার ক্লাসে আসলেন, এসে দেখলেন তার নাম RHTDM

ফর্মলিডারকে ঝাড়ি দিয়ে বললেন এসবের মানে কি? ছেলেটার জটিল উত্তর ” স্যার RHTDM মানে Rakibul Hasan is Today’s Duty Master” B-)

২,২৭২ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “RHTDM”

  1. হাসনাইন (৯৯-০৫)

    :))
    RHTDM :dreamy: :dreamy:
    এই মুভিটা আমাদের ইন্টেকের পোলাপাইন বহুত ভালা পায়...।
    অনেকে কেমতে কেমতে জানি ২০-২৫ বার দেইখখা ফেলছে।
    মিছ দিয়া মির্জা যেই একখান দৌড় দেয় একটা গানে...। :dreamy: 😛

    জবাব দিন
  2. জাহিদ (১৯৯৯-২০০৫)

    কেন? পাকিরা আবার কি দোষ করল? সবাইকে এক কাতারে ফেলা কি ঠিক? সব পাকিস্তানি নিশ্চয়ই একরকম নয়। মুক্তিযুদ্ধের সময়কার আমার কলেজের ৩জন এক্স-ক্যাডেটের ঘটনা বলি। ১ম ব্যাচের বজলুর রশীদ ও সাইফুল্লাহ কাকুল মিলিটারি একাডেমী থেকে ৩১শে জুলাই '৭১ পালিয়ে করাচী আসেন। সেপ্টেম্বর মাসে ব্যাচমেট আজমত আশরাফ (পাকিস্তানি) -এর সহায়তায় সীমান্ত পাড়ি দেন, এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে যোগ দেন। এই আজমত আশরাফের পিতা-মাতা, ভাই-বোন ঠাকুরগাঁয়ে নির্মম হত্যার শিকার হন। তারপরও তিনি সহপাঠি বন্ধুদের বিপদে যে ভূমিকা পালন করেন তা কি চিন্তার খোরাক যোগায় না? বন্ধুদের প্রতি তাঁর শেষ কথা ছিল, "You fight for your motherland but do not kill the innocent."
    "Once a CADET always a CADET" কথাটা কি মিথ্যা ?

    জবাব দিন
  3. জাহিদ (১৯৯৯-২০০৫)

    কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই। আমি নিজেই আপনার মত একই প্রেজুডিস কিংবা সমস্যায় আক্রান্ত। কিন্ত যখন পাকিস্তানি ওই সব এক্স ক্যাডেটরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসে তখন তাঁদের শত্রু মনে হয় না।

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    সাব্বির ভাই জোশ =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।