আজকে অনেক কষ্ট কইরা প্রায় দুই পৃষ্ঠার একটা ব্লগ লিখলাম। ঈদ উপলক্ষে লিখা। দিহান ভাবীজান অনুরোধ করছে তারে না কইরা দিলাম, তারপর যখন কইল আমি নাকি কাইয়ুম ভাইয়ের মত হইয়া যাইতাছি। তখন আর সহ্য করতে পারলাম না :duel: । তাই স্বাদ এবং সাধ্য না থাকা সত্ত্বেও লিখতে বসলাম।
কিন্তু আমি ঠিক করছি আর লিখব না। কারণ টা একটু বলি, আমি নোটপ্যাডে লিখি অভ্র দিয়া। তারপর ওইটা কপি পেষ্ট মাইরা দেই এই খানে। খুবই সহজ পদ্ধতি। এই ব্লগেরই কেউ একজন এই বুদ্ধি দিছিল। তো যা বলছিলাম। আমি লেখা শেষ করে সেভ করলাম। তারপর নোটপ্যাড ক্লোজ করে দিলাম। সিসিবি তে ঢুকে পোষ্ট দেওয়ার জন্য যেই না নোটপ্যাড খুললাম, দেখি সব প্রশ্নবোধক (?) চিহ্ন!!!!!!
এটা প্রথম বার না এর আগেও দুই বার এই সমস্যার স্বীকার হইছি। আজ তৃতীয় বারের মত। তাই ঠিক করলাম আর লিখা দিব না। যদি না কেউ আমার ওই লেখা গুলো উদ্ধার করে না দিতে পারে। প্লিজ সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার খুবই কষ্ট লাগতেছে :(( :((
ইস্ ঈদ নিয়া কত কষ্ট কইরা লিখছিলাম। :bash: :bash:
আমার দুই ঘন্টার পরিশ্রম বৃথা ~x( ~x(
আশেপাশে তো কোন টেকি সর্দাররে দেখা যায় না, তাই আমিই আমড়া কাঠের ঢেকী আইলাম আর কী। বস, আপনি আরেকবার টাইপ কইরা আমার মেইলে অ্যাটাচ কইরা পাঠায় দেন, আমি তারপর সিসিবিতে লেখা উদ্ধার কইরা দিতাছি। 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( x-(
ভাইয়া সম্ভবত এইটা উদ্ধার করা যায় না। 😕 😕 তবে আমি ১০০% শিউর না। পরবর্তীতে সেভ করার সময় ফাইল টাইপে unicode দিয়ে দিয়েন, তাহলে কোন সমস্যা হবে না। 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি যতটুকু জানি নোটপ্যাড সেভ করার সময় সাধারন ভাবে ehcoding ANSIতে সেভ হয়, ওটাকে বদলায়া unicode করে সেভ করতে হয়।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
উদ্ধার করা যায় ক্যাম্নে সেইটা কও 🙁
এই ব্যাপারে আমি একজন এক্সপার্ট।
সরি সাব্বির ভাইয়া আপনাকে এই লেখা উদ্ধার করে দিতে কেউ পারবেন না একজন ছাড়া। তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় ক্রীষ(Krish).
তবে ওই ্লেখাগুলা ওয়ার্ড প্যাড থেকে কপি করে এম এস ওয়ার্ড এ পেষ্ট করে দেখেন বাংলা লেখা আসে কিনা।
আপনার মঙ্গল কামনা করছি
নাজমুল হাসান(ওয়ার্ড প্যাড এক্সপার্ট) B-)
আহসান ঠিক বলছে। নোট প্যাড সেভ করার সময় এনকোডিং Unicode or UTF-8 এ সেভ করতে হয়।
সাব্বির ভাই তাইলে লিখা দিসিলা ... হায়!!! মনে হয় কাইয়ুম ভাইয়ের কথা বলাতে, লেখা হাপিস হইয়া গেসে। 😛
কি বলেন কাইয়ুম ভাই? :grr:
কি বলেন কাইয়ুম ভাই? :grr:
ওয়া্র্ড এ লিখে সেভ করলেই হয়, নাকি?
😀 😀
আমি যতদূর জানি উদ্ধার করা যায় না। এরপর থেকে নোটপ্যাডে লিখলে অবশ্যই unicode এ সেইভ দিবেন।
বুঝলাম না, নোট প্যাডে লিখ ক্যান? আমি তো সরাসরি ব্লগে লিখি। হোম পেইজের বায়ে ব্লগ লিখুন বাটনে ক্লিক করলে খোলা পাতা আসে। সেখানে লিখি, অটো সেইভ হয়, তারপরও সেইভ দিয়ে নিশ্চিত হই। এভাবে খসড়া রাখি। লেখা শেষ হলে প্রকাশ বাটনে ক্লিক করে আপলোড করি। সব ফকফকা!! মাঝে-মধ্যে টুকটাক সমস্যা হয়। তাই বড় লেখা হলে ওয়ার্ড ফাইলে আলাদা কপি রাখি।
নাহ টেকি না হইয়াও কোনো বড় সমস্যায় নাই। নিজেরে নিয়া নিজেই অবাক ~x( ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাই আমি তো কাইয়ুম ভাইরে ফলো করি, ৫/৬ মাস পর পর লেখা দেই তো তাই অনেক কিছু মনে থাকে না 😕 নিয়মিত লিখলে এই সব ছোট খাট সমস্যায় পড়তাম না 🙁
চিন্তা করতাছি ২০১২ শাল থেকে নিয়মিত লেখা দিব সিসিবি তে B-)
(যদি বাইচ্চা থাকি 😕 )
তোরে ঈদের দিন ছাইড়া দেয়া টা ঠিক হয়নাই দেখতাছি 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
বাইচ্চা গেছি :grr: :grr:
😮 অবশেষ ফলাফল এর অপেক্ষায় 😡
বুইঝা ফেলছি, এইটা হইলো গিয়া এক্সকিুজ চিট। :awesome: 😛
বস, শুরু কৈরা দিছি :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অনেক বড় সমস্যা!!! দেখি বিল গেটস মামারে ফোন করি। :-B
তবে আমারও মনে হয় আপনার লেখা মাইন্ড খাইছে চরম, তারে আর ফেরানো যাইবে না। এই জন্যেই শাস্ত্রে লেখা আছে "নোটপ্যাডং অভ্রং ইউনিকডং "। মুখস্থ রাইখেন, আমিও মুখস্থ রাখি। :-B
হাসনাইন কি বিল গেটস এর ভাগিনা নাকি!!!
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
উনি বস সবার মামা মানে আংকেল 😀