প্রলাপ…….

দগদগে ঘা নিয়ে পুড়ে চলেছি নিত্য
দহনের এত জ্বালা, একদম বিরতি ছাড়া
কেবলই পুড়ে খাক, তবুও আছি কেমন নির্বিকার
ঝুলানো হাসিটা হয়তো ভন্ডের; এত হাসি কোথায় পাও?
পুরোটা জুড়ে তো ভর্তি কয়লা আর তার ছাইভস্ম……
নাকি হীরা আবার?
হীরাই হয়তো……তাই কি এমন দীর্ঘ আগুন?
পুড়িয়ে পুড়িয়ে কয়লা কালো কালো আরো কালো
অসহ্য হয়ে এই কালোই হঠাৎ জ্বলজ্বল করে উঠবে!!
তখন কি ঘা-য়ের খ্যাতি হবে, তাতে কি কারো ঈর্ষাও হবে
তারপর একসময় বিড়ম্বনাও দেখা দেবে???
হাসিটা নিশ্চয়ই বড্ড কাজে দেবে তখন
একজন ভন্ডের হাসি……

৯২৭ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “প্রলাপ…….”

  1. তাইফুর (৯২-৯৮)

    তোর ঘাও হইছে নি ??
    যা
    মলম লাগা ...
    ঘাও বাবা হইয়া ঘুইরা বেড়াস ...

    (কবিতা ভাল হইছে ... ৫ দিলাম)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।