নিজেদের পরিণতি তখন জেনে গেছে ওরা
তবুও সে কী এক আশ্চর্য তাড়নায়
সব্বাই হয়তো সে মূহুর্তে বের করে এনেছিল
মুঠোফোন … হায়! কতগুলো প্রাণকে ছোঁয়া যাবে
এই অভিশপ্ত সময়ে, কতটা মায়া জড়িয়ে
ইথারে ছড়িয়ে কন্ঠস্বর বা যাণ্ত্রিক বার্তায়
বলেছিল ওরা “ভালবাসি, প্রিয়।”
যখন অন্ধ আক্রোশে বিমান দু’টো
আজরাইল হয়ে উঠেছিল অকস্মাৎ
দৈনন্দিন নানামুখী চাপের সমাধানে
ত্রস্ত সবাই কেমন করে উঠেছিল
ক্রমে এগিয়ে আসা মরণকে চাক্ষুষ করার
অনুভূতি সামলে উঠে তারা
নিতে চেয়েছিল চির বিদায়
তাদের তো ফাঁসির আসামীর মতোন
ছিলনা কোন মৃত্যু-প্রস্তুতির পর্ব
অমোঘ সমাপ্তির দিকে অসহায় এগিয়ে
যাওয়ার প্রতিটি ক্ষণ-অনুক্ষণের
আশ্চর্য সময়ে ‘দ্য ফ্লাইং ম্যান’ হয়ে
ঝাঁপিয়ে পড়েছিল শত তলার উপর থেকে!
ওরে! সেও তো জানত নিয়তি
তবুও আশা কি বেঁচে থাকে অনিঃশ্বেস
তাই কি বাঁচার জন্য ঝাঁপ দেয়া যায়
নিশ্চিত মৃত্যুর দিকে? আর বলা যায়, “ভালবাসি”!
কাউকে দেখা যাচ্ছে না!অতএব আমিই কি প্রথম?
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
😀 ...প্রথমবারের মতো!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ওয়েলডান!! :clap:
২য়
জাস্ট মিস ইট :just:
ময়দান ত দেখি পুরাই খালি।
হুমমমম.....ভাইয়া 🙁
🙂
ভালবাসাই বুঝি রয়ে যায় শেষমেশ!!
dosto, etodin por to abar shei purana performance dekhaili.... :clap: :clap:
likhte thak..
বহুতদিন পর লিখলাম ঐদিন.....বের হইতে চায়না ইদানিং
৯৪ এর পোলাগুলা পাথ্রায় 😀 😀
বন্ধু ভাল ছিল
😛 😛
৯/১১ নিয়ে লেখা অতি অল্প কিছু কবিতার একটা। ভাল লাগলো ভালবাসার কথা গুলো।
এর উপর কবিতাগুলার কোন লিংক দিতে পারবি??
thanks Rashid...
@arif.. dosto amar mone hoi performance ta aro valo hoise
কি অবস্থা?? ভালো??
ভালো ছিল। :thumbup:
ধইন্যা.... 😀
শুধু ভালো বললে কম বলা হয়।
অসাধারণ সুন্দর হয়েছে কবিতাটা।
মুগ্ধ করে দিলে।
ধন্যবাদ!! :boss: