আগামিকাল বিকেল ৪.৩০ মিনিটে আমার প্রথম বই গল্পগ্রন্থ “কাচের কুয়াশা” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে বাংলা অ্যাকাডেমির নজরুল মঞ্চে। আপনাদের উপস্থিতি বিশেষভাবে কাম্য।
“কাচের কুয়াশা”
গল্পগ্রন্থ
মুক্তদেশ প্রকাশন স্টল নম্বর ৩৭১-৩৭২
অনলাইনে বই এর অর্ডার দিন www.rokomari.com
বইমেলায় গিয়ে "মুক্তদেশে" তোমার বইয়ের খোঁজ করেছি। ওরা বলল যে বই নাকি শেষ হয়ে গেছে। 🙁
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
হ্যাঁ ভাই। এখন থেকে আবার পাওয়া যাচ্ছে।
দেখি তাইলে, আবার একদিন যেতে হবে। আমি এবার শুধু ক্যাডেটদের বই কিনেছি। 🙂
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
জেনে খুশি হইলাম। rokomari তে অর্ডার দিতে পারেন 🙂
অভিনন্দন রাব্বী!
বইমেলা যাইনা বহুকাল।
দেশে গিয়ে ক্যাডেটদের বই সব জোগাড় করতে হবে।
অভিনন্দন :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অভিনন্দন রাব্বী! :thumbup:
বহুকাল বইমেলা যাইনা।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অভিনন্দন রাব্বী। তোমার বই উন্মোচন শুভ হোক।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
অভিনন্দন রাব্বী! শুভকামনা রইলো! 🙂 :teacup:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এগিয়ে যাও ছোটভাই ! :thumbup:
অভিনন্দন!
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে