অতঃপর ব্লগর ব্লগর – 8

একুশ নিয়ে অনেকেই অনেক সুন্দর করে লেখা দিয়েছে।
কবিতা, স্মৃতি, ভাবনা, প্রবন্ধ কিংবা প্রামাণ্য অনুষ্ঠান নিয়ে সব গুলা লেখাই পড়লাম।
লেখা গুলো পড়ে এই দিনটির জন্য কিছু লিখতে প্রয়াসী হলাম।
তেমন করে গুছিয়ে লেখা হয়ে উঠবেনা বলেই এই একুশে ব্লগর ব্লগর। তবে এর শব্দের অলি গলিতে অব্যক্ত হয়ে থেকে যায় ভুলতে না পারা কষ্টের কথামালা।
ক্যাডেট কলেজ থেকে বেরুবার পর প্রভাতফেরীতে যাওয়া হয়নি। অনেকদিন বই মেলাতেও যাওয়া হয়ে ওঠেনি। একুশের চেতনাটুকু ফাগুনের পরশে রাঙা হয়ে ওঠে বারে বারে। আকাশ বাতাসে জোয়ার আসে নানা বর্ণিল আয়োজনে।
আমরা দিনে দিনে যান্ত্রিক হয়ে উঠছি। আধুনিকতার দাপটে আর স্যাটেলাইট সংস্কৃতির কবলে নড়বড় হয়ে ওঠে আমাদের মূল।

যারা দেশে থাকি – ঠিক ঐ ভাবে প্রাপ্তিটুকু অনুধাবন করে উঠতে পারি না। বাংলায় অহরহ মনের ভাব প্রকাশ করতে করতে এটি আদায় করে নিতে যে মূল্য দিতে হয়েছে – সে কথা অবচেতন মনে ঘুমিয়েই থাকে।
নিজের দেশ- নিজের ভাষা – নিজের পতাকা ।
এই নিজের করে ভাবতে পারা – নিজের করে কাছে পাওয়া – নিজের করে বাঁচিয়ে রাখার মাঝেই সুপ্ত থাকে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জনের রক্তিম পথে আত্মত্যাগকারী সব শহীদদের স্বপ্নগাঁথা।

কেউ কেউ হয়তো জেনে থাকবেন – লাইবেরিয়াতে ক’দিন আগে সড়ক দূর্ঘটনায় দুজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। একজন জলজ্যান্ত মানুষ হিসেবে এসে পতাকা ঢাকা কফিনে ফেরত যাওয়াতে যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন এই সব শহীদেরা – আমাদের চোখের জল কিংবা কোন সমবেদনাই ঐ পরিবারদের কাছে যথেষ্ট হয়ে ওঠে না। আমরা কেবল প্রার্থণা করতে পারি তাদের জন্য। এবং চলমান শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কাজ করে অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর পথ চলতে পারি। দেশের পতাকা যতক্ষন বাতাসে পত্‌পত্‌ করে উড়ে – আমরা সে দিকে বুক ফুলিয়ে তাকিয়ে থেকে সম্মান জানাই। বুকে বাংলাদেশের নাম লিখে সে পতাকা আমাদের ইউনিফর্মে লাগিয়ে আমরা হাজার হাজার মাইল দূরে এসে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সম্পৃক্ত হয়ে আছি। থাকবো ইনশাআল্লাহ।

আজকের দিনে এই কথাটুকু এলো এই কারনেই – যে আজকের দিনটিকে ঘিরে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই থেমে থাকলে – আবার আরেকটি ক্যালেন্ডার খরচ করতে হবে এই দিনটিকে মনে করতে। শুধু ক্যালেন্ডারের পাতায় নয় – খবরের কাগজে – কিংবা নানা রঙের আয়োজনে নয় – আমাদের অর্জিত ভাষা – দেশ- পতাকা – এই স্বাধীনতার সঠিক প্রতিদান দিতে হবে আমাদের।
আজ এতগুলি বছর পরেও সেই সব শহীদদের স্বপ্ন আমরা কতটুকু সফল করতে পেরেছি?
কালে কালে দেখেছি শুধু হাতবদলের খেলা। পরিণতি অভিন্ন। একে অন্যের সাথে কাদা ছোড়াছুড়ি তো অনেক হলো – কবে আমাদের সত্যিকার বোধের উদয় হবে সে বিষয় নিয়ে আমাদের নিজেদেরকেই ভাবতে হবে।
অন্যেকে দোষারোপ করার আগে – একটু ভেবে দেখি আমি কি করেছি ? আমি কি করতে পারি? আমি কি করবো? নিজের জন্য – আমার পরিবারের জন্য। আমার সমাজের জন্য। আমার ভাষার জন্য – আমার পতাকার জন্য – আমার এই দেশটার জন্য…
যে যেখানেই আছি না কেন – যত ক্ষুদ্রই হোক না কেন – আসুন একটু ভাবি। এগিয়ে এসে গড়ে তুলি স্বপ্ন পূরণের প্রয়াস। নিশ্চিত করি আগামী দিনের পথ চলায় আমদের গর্বিত বর্ণমালার জয়গান – উঁচুতে তুলে ধরি লাল সবুজ আমাদের এই পতাকা। সকল শহীদদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনে প্রানে উপলব্ধি করে গেয়ে উঠি-
“আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি।“

২৮ টি মন্তব্য : “অতঃপর ব্লগর ব্লগর – 8”

  1. রকিব (০১-০৭)
    অন্যেকে দোষারোপ করার আগে - একটু ভেবে দেখি আমি কি করেছি ? আমি কি করতে পারি? আমি কি করবো?

    চিন্তার খোরাক জোগাবার মতো লেখা
    পরকে করতে বলি, কিন্তু নিজে কী আদৌ কিছু করি!!!!


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আদনান (১৯৯৭-২০০৩)
    অন্যেকে দোষারোপ করার আগে - একটু ভেবে দেখি আমি কি করেছি ? আমি কি করতে পারি? আমি কি করবো? নিজের জন্য - আমার পরিবারের জন্য। আমার সমাজের জন্য। আমার ভাষার জন্য - আমার পতাকার জন্য - আমার এই দেশটার জন্য…

    এটার উত্তরে আমার একটা কোটেশন খুব-ই ভাল লাগেঃ START FROM YOURSELF. আসলে নিজেই যদি ঠিক হয়ে যেতে পারি (কথাটা নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য), তাহলে এমনিতেই সব কিছু ঠিক হয়ে যাবে এটা আমি বিশ্বাস করতে ভালবাসি।

    জবাব দিন
  3. রহমান (৯২-৯৮)
    যে যেখানেই আছি না কেন - যত ক্ষুদ্রই হোক না কেন - আসুন একটু ভাবি। এগিয়ে এসে গড়ে তুলি স্বপ্ন পূরণের প্রয়াস। নিশ্চিত করি আগামী দিনের পথ চলায় আমদের গর্বিত বর্ণমালার জয়গান - উঁচুতে তুলে ধরি লাল সবুজ আমাদের এই পতাকা

    :boss: :boss: :boss:

    জবাব দিন
  4. তানভীর (৯৪-০০)
    যে যেখানেই আছি না কেন - যত ক্ষুদ্রই হোক না কেন - আসুন একটু ভাবি। এগিয়ে এসে গড়ে তুলি স্বপ্ন পূরণের প্রয়াস। নিশ্চিত করি আগামী দিনের পথ চলায় আমদের গর্বিত বর্ণমালার জয়গান - উঁচুতে তুলে ধরি লাল সবুজ আমাদের এই পতাকা।

    :boss: :boss:

    জবাব দিন
    • ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

      ত্যাগের মহিমায় ভাস্বর সবাইকে হতে হয় না ভাইয়া -
      অন্যরা যে ত্যাগ করে গেছে - তার মূল্য দিতে শেখাটাই মূল কথা।

      বিনা কষ্টে প্রাপ্তিতে অনেক হেঁয়ালীপনায় সহজেই হারিয়ে যেতে পারে।
      এই সত্যটুকু অনুধাবনের ফুসরত হারানোর আগ পর্যন্ত আসে না।
      এমনই দূর্ভাগ্য আমাদের।

      শুভেচ্ছা সবাইকে।


      সৈয়দ সাফী

      জবাব দিন
  5. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    ........ক’দিন আগে সড়ক দূর্ঘটনায় দুজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। একজন জলজ্যান্ত মানুষ হিসেবে এসে পতাকা ঢাকা কফিনে ফেরত যাওয়াতে যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন এই সব শহীদেরা - আমাদের চোখের জল কিংবা কোন সমবেদনাই ঐ পরিবারদের কাছে যথেষ্ট হয়ে ওঠে না। আমরা কেবল প্রার্থণা করতে পারি তাদের জন্য। এবং চলমান শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কাজ করে অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর পথ চলতে পারি। দেশের পতাকা যতক্ষন বাতাসে পত্‌পত্‌ করে উড়ে - আমরা সে দিকে বুক ফুলিয়ে তাকিয়ে থেকে সম্মান জানাই। বুকে বাংলাদেশের নাম লিখে সে পতাকা আমাদের ইউনিফর্মে লাগিয়ে আমরা হাজার হাজার মাইল দূরে এসে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সম্পৃক্ত হয়ে আছি। থাকবো ইনশাআল্লাহ।

    স্যার, :salute: :salute:


    Life is Mad.

    জবাব দিন

মওন্তব্য করুন : ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।